ETV Bharat / city

Deaf-Mute Woman Rape case : 22 বছরের জীবনে তিনটে বিয়ে ! এলাকায় অপরাধী হিসেবেই পরিচিত প্রগতি ময়দান ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত - মূক ও বধির তরুণীকে ধর্ষণ কলকাতায়

প্রগতি ময়দানে মূক ও বধির মহিলাকে ধর্ষণে অভিযুক্ত কামার আলমের তিনবার বিয়ে ৷ তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা (Deaf-Mute Woman Rape case) ৷

Deaf-Mute Woman Rape case
Deaf-Mute Woman Rape case
author img

By

Published : Jan 28, 2022, 11:08 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : বাইশ বছরের জীবন ৷ তাতে কী ? এই বয়সেই সে তিন তিনবার বিয়ের পিঁড়িতে বসে পড়েছে ৷ অপরাধ জগতের সঙ্গে পরিচয় তার নতুন নয় ৷ অপরাধীদের সঙ্গে দিব্যি ওঠাবসা ৷ প্রগতি ময়দান ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কামার আলমের এহেন কীর্তি শুনে চোখ কপালে কলকাতা পুলিশের গোয়েন্দাদের (Deaf-Mute Woman Rape case) ৷

গত মঙ্গলবার প্রগতি ময়দান এলাকায় এক মূক ও বধির তরুণীকে জোর করে ট্যাক্সিতে তুলে ধর্ষণ করা হয় ৷ তদন্তে নেমে অভিযুক্ত ট্যাক্সিচালক কামার আলম ওরফে রাজাকে আজ গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্তকে জিজ্ঞসাবাদ করতে গিয়ে পরতে পরতে বিস্মিত হতে হয়েছে কলকাতা পুলিশের দুঁদে গোয়েন্দাদের ৷ তাঁরা জেনেছেন, আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনির বাসিন্দা 22 বছরের এই কীর্তিমান একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত । একাধিক অভিযোগ রয়েছে তার উপর ৷ তবে চালচলন একেবারে রাজার মতো ৷ বয়সটা 22 হলেও তিনটে বিয়ে করে ফেলেছে ৷ দুই বউ থাকে কলকাতায় ৷ এক বউ থাকে বিহারে ৷

পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে একটি বেসরকারি সংস্থায় ছোটখাটো কাজ শুরু করে কামার আলম ৷ ছোট থেকেই ইচ্ছে ছিল গাড়ি চালানো ৷ এবং ট্রাফিক আইন অমান্য করে রাস্তায় গাড়ি চালানো ! সেই ইচ্ছে থেকেই একটি ট্যাক্সি কিনেছিল সে ৷ নীল-সাদা ট্যাক্সি হলেও তার উপরের দিকের অংশটি কালো রঙের । এলাকার বাসিন্দাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে গোয়েন্দারা জানতে পেরেছেন, সন্ধ্যা হতেই পাড়ার রকে বসে আড্ডা এবং পথচলতি মহিলাদের কটূক্তি করার বদভ্যাস ছিল রাজার ।

আরও পড়ুন : Deaf-Mute Woman Raped : ভর সন্ধ্যায় মূক ও বধির তরুণীকে ট্যাক্সিতে তুলে ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত

তিনটে বিয়ের কথা প্রকাশ্যে আসার পর পরিবারে একাধিকবার ঝামেলা হয় ৷ এমনকি বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়ায় ৷ পর্যন্ত পৌঁছে যায় বলে পুলিশ সূত্রে খবর । কিন্তু কিছুতেই যে কিছু এসে যায় না তা রাজার এই কীর্তিতে স্পষ্ট । গত 25 জানুয়ারি এক মূক ও বধির ওই তরুণী প্রগতি ময়দান থানা এলাকার একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন ৷ মহিলাকে জোরপূর্বক ট্যাক্সিতে বসিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ । আজই পুলিশ তাকে গ্রেফতার করেছে । আর তারপরই অভিযুক্তের একাধিক কুকীর্তি গোয়েন্দাদের সামনে আসছে ।

কলকাতা, 28 জানুয়ারি : বাইশ বছরের জীবন ৷ তাতে কী ? এই বয়সেই সে তিন তিনবার বিয়ের পিঁড়িতে বসে পড়েছে ৷ অপরাধ জগতের সঙ্গে পরিচয় তার নতুন নয় ৷ অপরাধীদের সঙ্গে দিব্যি ওঠাবসা ৷ প্রগতি ময়দান ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কামার আলমের এহেন কীর্তি শুনে চোখ কপালে কলকাতা পুলিশের গোয়েন্দাদের (Deaf-Mute Woman Rape case) ৷

গত মঙ্গলবার প্রগতি ময়দান এলাকায় এক মূক ও বধির তরুণীকে জোর করে ট্যাক্সিতে তুলে ধর্ষণ করা হয় ৷ তদন্তে নেমে অভিযুক্ত ট্যাক্সিচালক কামার আলম ওরফে রাজাকে আজ গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্তকে জিজ্ঞসাবাদ করতে গিয়ে পরতে পরতে বিস্মিত হতে হয়েছে কলকাতা পুলিশের দুঁদে গোয়েন্দাদের ৷ তাঁরা জেনেছেন, আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনির বাসিন্দা 22 বছরের এই কীর্তিমান একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত । একাধিক অভিযোগ রয়েছে তার উপর ৷ তবে চালচলন একেবারে রাজার মতো ৷ বয়সটা 22 হলেও তিনটে বিয়ে করে ফেলেছে ৷ দুই বউ থাকে কলকাতায় ৷ এক বউ থাকে বিহারে ৷

পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে একটি বেসরকারি সংস্থায় ছোটখাটো কাজ শুরু করে কামার আলম ৷ ছোট থেকেই ইচ্ছে ছিল গাড়ি চালানো ৷ এবং ট্রাফিক আইন অমান্য করে রাস্তায় গাড়ি চালানো ! সেই ইচ্ছে থেকেই একটি ট্যাক্সি কিনেছিল সে ৷ নীল-সাদা ট্যাক্সি হলেও তার উপরের দিকের অংশটি কালো রঙের । এলাকার বাসিন্দাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে গোয়েন্দারা জানতে পেরেছেন, সন্ধ্যা হতেই পাড়ার রকে বসে আড্ডা এবং পথচলতি মহিলাদের কটূক্তি করার বদভ্যাস ছিল রাজার ।

আরও পড়ুন : Deaf-Mute Woman Raped : ভর সন্ধ্যায় মূক ও বধির তরুণীকে ট্যাক্সিতে তুলে ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত

তিনটে বিয়ের কথা প্রকাশ্যে আসার পর পরিবারে একাধিকবার ঝামেলা হয় ৷ এমনকি বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়ায় ৷ পর্যন্ত পৌঁছে যায় বলে পুলিশ সূত্রে খবর । কিন্তু কিছুতেই যে কিছু এসে যায় না তা রাজার এই কীর্তিতে স্পষ্ট । গত 25 জানুয়ারি এক মূক ও বধির ওই তরুণী প্রগতি ময়দান থানা এলাকার একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন ৷ মহিলাকে জোরপূর্বক ট্যাক্সিতে বসিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ । আজই পুলিশ তাকে গ্রেফতার করেছে । আর তারপরই অভিযুক্তের একাধিক কুকীর্তি গোয়েন্দাদের সামনে আসছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.