ETV Bharat / city

Mamata on Industry at BGBS 2022 : শিল্পই এখন বাংলার একমাত্র লক্ষ্য, বার্তা মুখ্যমন্ত্রীর - Bengal Global Business Summit

আজ, বুধবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) ৷ সেখানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের শিল্পপতিরা ৷ তাঁদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, শিল্পই এখন বাংলার একমাত্র লক্ষ্য (Mamata says Industry in Bengal is now the only goal) ৷

mamata says industry in bengal is now the only goal
Mamata on Industry at BGBS 2022 : শিল্পই এখন বাংলার একমাত্র লক্ষ্য, বার্তা মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Apr 20, 2022, 2:48 PM IST

Updated : Apr 20, 2022, 4:47 PM IST

কলকাতা, 20 এপ্রিল : শিল্পই এখন বাংলার একমাত্র লক্ষ্য ৷ বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের মঞ্চ থেকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সেই কারণে তিনি উপস্থিত দেশ-বিদেশের শিল্পপতিদের কাছে বাংলায় এসে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ৷

বুধবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) ৷ উপস্থিত ছিলেন দেশ-বিদেশের শিল্পপতিরা ৷ আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি থেকে সঞ্জীব গোয়েঙ্কা, সজ্জন জিন্দালদের মতো প্রথম সারির শিল্পপতিরাও উপস্থিত ছিলেন ৷

শুরুতে ভাষণ দেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ সবশেষে ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি শুরুতেই রাজ্যপালকে সেখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান ৷ এছাড়া সেখানে উপস্থিত অতিথিদেরও অংশগ্রহণের জন্য ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রী ৷

এর পর তিনি জানান, কোভিডের কারণে দু’বছর পর প্রথমবার এই সম্মেলন হচ্ছে ৷ দেশের আর কোনও রাজ্য এই ধরনের সম্মেলন কোভিডের পর আয়োজন করতে পারেনি ৷ বাংলা সেটাই করে দেখাল ৷

এছাড়া তিনি জানান, শিল্পে বিনিয়োগের জন্য বাংলায় বিশ্বমানের পরিকাঠামো রয়েছে ৷ বাংলায় বিনামূল্যে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে ৷ স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলির কথা বলেন মুখ্যমন্ত্রী ৷

পাশাপাশি তিনি জানান, পশ্চিমবঙ্গে 18 হাজার কোটি টাকা পরিকাঠামো উন্নয়নে খরচ হয়েছে ৷ বাংলায় ধর্মঘট হয় না ৷ বাম আমলে অনেক শ্রম দিবস নষ্ট হত বলে জানিয়েছেন ৷ একই সঙ্গে তিনি দাবি করেছেন, বাংলায় রাজস্ব বেড়েছে চারগুন ৷ করোনা অতিমারীর সময় ইতিবাচক বৃদ্ধি পেয়েছে ৷ ভারতের জিডিপি কমেছে, বাংলায় বেড়েছে ৷

এছাড়া তিনি জানান, শিল্প-কৃষির মধ্যে সহাবস্থান রেখে চলছে তাঁর সরকার ৷ কৃষি, ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বাংলার উন্নতির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷ শিল্পপতিদের উদ্দেশ্যে তিনি জানান, বাংলায় বিনিয়োগ করলে বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারত, দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যবসা বৃদ্ধির সুযোগ বাড়বে ৷

পাশাপাশি তাঁর আশ্বাস বাংলাকে শিল্পে এক নম্বর করতে সবরকম সাহায্য করবে তাঁর সরকার ৷ তিনি বলেন, ‘‘সামাজিক ক্ষেত্রে যতটা কাজ করার করেছি ৷ শিল্পই এখন আমাদের লক্ষ্য ৷’’

আরও পড়ুন : Mamata's Message to Dhankhar at BGBS 2022 : বাংলার শিল্পক্ষেত্রে কেন্দ্রীয় সাহায্য আনার দায়িত্ব রাজ্যপালকে দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, 20 এপ্রিল : শিল্পই এখন বাংলার একমাত্র লক্ষ্য ৷ বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের মঞ্চ থেকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সেই কারণে তিনি উপস্থিত দেশ-বিদেশের শিল্পপতিদের কাছে বাংলায় এসে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ৷

বুধবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) ৷ উপস্থিত ছিলেন দেশ-বিদেশের শিল্পপতিরা ৷ আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি থেকে সঞ্জীব গোয়েঙ্কা, সজ্জন জিন্দালদের মতো প্রথম সারির শিল্পপতিরাও উপস্থিত ছিলেন ৷

শুরুতে ভাষণ দেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ সবশেষে ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি শুরুতেই রাজ্যপালকে সেখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান ৷ এছাড়া সেখানে উপস্থিত অতিথিদেরও অংশগ্রহণের জন্য ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রী ৷

এর পর তিনি জানান, কোভিডের কারণে দু’বছর পর প্রথমবার এই সম্মেলন হচ্ছে ৷ দেশের আর কোনও রাজ্য এই ধরনের সম্মেলন কোভিডের পর আয়োজন করতে পারেনি ৷ বাংলা সেটাই করে দেখাল ৷

এছাড়া তিনি জানান, শিল্পে বিনিয়োগের জন্য বাংলায় বিশ্বমানের পরিকাঠামো রয়েছে ৷ বাংলায় বিনামূল্যে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে ৷ স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলির কথা বলেন মুখ্যমন্ত্রী ৷

পাশাপাশি তিনি জানান, পশ্চিমবঙ্গে 18 হাজার কোটি টাকা পরিকাঠামো উন্নয়নে খরচ হয়েছে ৷ বাংলায় ধর্মঘট হয় না ৷ বাম আমলে অনেক শ্রম দিবস নষ্ট হত বলে জানিয়েছেন ৷ একই সঙ্গে তিনি দাবি করেছেন, বাংলায় রাজস্ব বেড়েছে চারগুন ৷ করোনা অতিমারীর সময় ইতিবাচক বৃদ্ধি পেয়েছে ৷ ভারতের জিডিপি কমেছে, বাংলায় বেড়েছে ৷

এছাড়া তিনি জানান, শিল্প-কৃষির মধ্যে সহাবস্থান রেখে চলছে তাঁর সরকার ৷ কৃষি, ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বাংলার উন্নতির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷ শিল্পপতিদের উদ্দেশ্যে তিনি জানান, বাংলায় বিনিয়োগ করলে বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারত, দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যবসা বৃদ্ধির সুযোগ বাড়বে ৷

পাশাপাশি তাঁর আশ্বাস বাংলাকে শিল্পে এক নম্বর করতে সবরকম সাহায্য করবে তাঁর সরকার ৷ তিনি বলেন, ‘‘সামাজিক ক্ষেত্রে যতটা কাজ করার করেছি ৷ শিল্পই এখন আমাদের লক্ষ্য ৷’’

আরও পড়ুন : Mamata's Message to Dhankhar at BGBS 2022 : বাংলার শিল্পক্ষেত্রে কেন্দ্রীয় সাহায্য আনার দায়িত্ব রাজ্যপালকে দিলেন মুখ্যমন্ত্রী

Last Updated : Apr 20, 2022, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.