ETV Bharat / city

মমতা শাড়ি পরা হিটলার : দিলীপ

মমতা বন্দ্যোপাধ্যায়কে শাড়ি পরা হিটলার বলে কটাক্ষ BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

দিলীপ ঘোষ
author img

By

Published : Apr 11, 2019, 5:31 AM IST

Updated : Apr 11, 2019, 10:38 PM IST

বেলদা, 11 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায়কে শাড়ি পরা হিটলার বলে কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি দিল্লিতে গেলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দিতেন বলেও মন্তব্য করেন।

গতকাল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেলদায় সভা করেন দিলীপ ঘোষ। হুড খোলা জিপ নিয়ে এলাকায় রোড শো করেন। এরপর বুথ সদস্যদের নিয়ে বৈঠক করেন তিনি।

গতকালের সভায় দিলীপবাবু বলেন, "বর্তমানে দিদি হল শাড়ি পরা হিটলার। একটা সভা করতে দেন না। দিল্লিতে গেলে ওঁকে আটকে দিতাম। শুধু ওঁকে নয়, ওঁর ভাইদেরও আটকে দিতাম। গণতন্ত্র আছে বলে ওঁরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছেন।"

দিলীপ ঘোষের বক্তব্য

দিলীপবাবুর বক্তব্য রাজ্যে গণতন্ত্র নেই। এখানে দিদির শাড়ি পরা হিটলারি শাসন চলছে। গুজরাতের নিদর্শন দিয়ে তিনি বলেন, "দেখুন ওখানে কোনওদিন ভোটের সময় রিগিংয়ের অভিযোগ ওঠে না, ছাপ্পার অভিযোগ ওঠে না। কোনও মানুষও খুন হয় না। কেবলমাত্র পশ্চিমবাংলায় ভোট এলেই এই ধরনের অভিযোগ ওঠে।"

গতকালের জনসভায় তিনি বলেন, "ভোট দানে কেউ যদি বাধা দেয়, ভয় দেখাতে আসে, ভোটার কার্ড কেড়ে নিতে আসে তাহলে তাকে গাছে বেঁধে রাখুন।আমাদের ফোনে জানান, আমরা বুঝে নেব।" পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। অভিযোগ করেন, নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। পক্ষপাতিত্বমূলক আচরণ করছে তারা। সঠিক ভাবে কাজ না করলে পুলিশকে গ্যারাজ়ে ঢুকিয়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন।

বেলদা, 11 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায়কে শাড়ি পরা হিটলার বলে কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি দিল্লিতে গেলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দিতেন বলেও মন্তব্য করেন।

গতকাল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেলদায় সভা করেন দিলীপ ঘোষ। হুড খোলা জিপ নিয়ে এলাকায় রোড শো করেন। এরপর বুথ সদস্যদের নিয়ে বৈঠক করেন তিনি।

গতকালের সভায় দিলীপবাবু বলেন, "বর্তমানে দিদি হল শাড়ি পরা হিটলার। একটা সভা করতে দেন না। দিল্লিতে গেলে ওঁকে আটকে দিতাম। শুধু ওঁকে নয়, ওঁর ভাইদেরও আটকে দিতাম। গণতন্ত্র আছে বলে ওঁরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছেন।"

দিলীপ ঘোষের বক্তব্য

দিলীপবাবুর বক্তব্য রাজ্যে গণতন্ত্র নেই। এখানে দিদির শাড়ি পরা হিটলারি শাসন চলছে। গুজরাতের নিদর্শন দিয়ে তিনি বলেন, "দেখুন ওখানে কোনওদিন ভোটের সময় রিগিংয়ের অভিযোগ ওঠে না, ছাপ্পার অভিযোগ ওঠে না। কোনও মানুষও খুন হয় না। কেবলমাত্র পশ্চিমবাংলায় ভোট এলেই এই ধরনের অভিযোগ ওঠে।"

গতকালের জনসভায় তিনি বলেন, "ভোট দানে কেউ যদি বাধা দেয়, ভয় দেখাতে আসে, ভোটার কার্ড কেড়ে নিতে আসে তাহলে তাকে গাছে বেঁধে রাখুন।আমাদের ফোনে জানান, আমরা বুঝে নেব।" পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। অভিযোগ করেন, নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। পক্ষপাতিত্বমূলক আচরণ করছে তারা। সঠিক ভাবে কাজ না করলে পুলিশকে গ্যারাজ়ে ঢুকিয়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন।

Intro:রাস্তার দাবিতে বাঁকুড়া ইন্দপুর ব্লকের পাঁচটি গ্রামের বাসিন্দাদের ভোট বয়কটের ডাক এবং লিখিত ভাবে ভোট বয়কটের কথা জানানো হলো ব্লক প্রশাসনকে।Body:বেহাল রাস্তা দ্রুত পাকা করার দাবীতে 'ভোট বয়কটে'র ডাক দিলেন বাঁকুড়ার ইন্দপুর ব্লক এলাকার পাঁচটি গ্রামের মানুষ। এই বিষয়ে তাদের সিদ্ধান্ত ইন্দপুরের বিডিও তথা ব্লক নির্বাচন আধিকারিককে লিখিতভাবে জানানো হয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

গ্রামবাসীদের অভিযোগ, ইন্দপুরের গৌরবাজার ও ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েত এলাকার শাঁকড়া-ডাবর, রুনুডি, গোয়ালাডাঙ্গা, হরিডিহি, মেজুয়া গ্রামের বহির্জগতের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা দীর্ঘদিন বেহাল। বিগত ৪৫ বছর ধরে এই রাস্তায় এক ঝুড়ি মাটিও পড়েনি বলে তাদের অভিযোগ। এই মুহূর্তে ঐ রাস্তা এতোটাই বেহাল যে পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন। ছাত্র ছাত্রীদের স্কুল, কলেজ, টিউশানী, চাকুরিজীবি মানুষের কর্মক্ষেত্রে যাওয়া এক প্রকার প্রায় বন্ধ। গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে বেহাল রাস্তার কারণে অ্যাম্বুল্যান্স পর্যন্ত ঐ গ্রাম গুলিতে ঢুকতে চাইছেনা। এই পরিস্থিতিতে রাস্তা সংস্কার ও পাকা করার দাবীতে 'ভোট বয়কট' করা ছাড়া কোন পথ তাদের সামনে নেই বলে গ্রামবাসীরা জানিয়েছে। বিষয়টি লিখিতভাবে ব্লক নির্বাচন আধিকারিককে জানানো হয়েছে।Conclusion:বাইট: রাধাপদ মণ্ডল, বাসিন্দা, ইন্দপুর
Last Updated : Apr 11, 2019, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.