বেলদা, 11 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায়কে শাড়ি পরা হিটলার বলে কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি দিল্লিতে গেলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দিতেন বলেও মন্তব্য করেন।
গতকাল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেলদায় সভা করেন দিলীপ ঘোষ। হুড খোলা জিপ নিয়ে এলাকায় রোড শো করেন। এরপর বুথ সদস্যদের নিয়ে বৈঠক করেন তিনি।
গতকালের সভায় দিলীপবাবু বলেন, "বর্তমানে দিদি হল শাড়ি পরা হিটলার। একটা সভা করতে দেন না। দিল্লিতে গেলে ওঁকে আটকে দিতাম। শুধু ওঁকে নয়, ওঁর ভাইদেরও আটকে দিতাম। গণতন্ত্র আছে বলে ওঁরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছেন।"
দিলীপবাবুর বক্তব্য রাজ্যে গণতন্ত্র নেই। এখানে দিদির শাড়ি পরা হিটলারি শাসন চলছে। গুজরাতের নিদর্শন দিয়ে তিনি বলেন, "দেখুন ওখানে কোনওদিন ভোটের সময় রিগিংয়ের অভিযোগ ওঠে না, ছাপ্পার অভিযোগ ওঠে না। কোনও মানুষও খুন হয় না। কেবলমাত্র পশ্চিমবাংলায় ভোট এলেই এই ধরনের অভিযোগ ওঠে।"
গতকালের জনসভায় তিনি বলেন, "ভোট দানে কেউ যদি বাধা দেয়, ভয় দেখাতে আসে, ভোটার কার্ড কেড়ে নিতে আসে তাহলে তাকে গাছে বেঁধে রাখুন।আমাদের ফোনে জানান, আমরা বুঝে নেব।" পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। অভিযোগ করেন, নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। পক্ষপাতিত্বমূলক আচরণ করছে তারা। সঠিক ভাবে কাজ না করলে পুলিশকে গ্যারাজ়ে ঢুকিয়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন।