কলকাতা, 23 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) কথা দিয়েছিলেন দেউচা পাচামি কয়লা খনিতে জমি দিলে যোগ্যতা অনুযায়ী গ্রুপ সি অথবা গ্রুপ ডির চাকরি দেওয়া হবে । সঙ্গে দেওয়া হবে বাজারদর অনুযায়ী জমির দামের দ্বিগুণ ক্ষতিপূরণ ।
বুধবার নবান্নে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata gives Compensation Package to Deucha Pachami Land Owners) ৷ এদিন দেউচা পাচামির শতাধিক ইচ্ছুক জমিদার হাতে জমির পাট্টা এবং চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তিনি । একই সঙ্গে বললেন, ‘‘কিছু স্বার্থান্বেষী খাদান মালিকের উস্কানিতে পা না দিয়ে তাঁর উপর ভরসা রাখতে । এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার সার্বিক উন্নয়ন হবে । ওই এলাকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে ৷’’
এদিন এই প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দেউচা পাচামি প্রকল্পে যাঁরা জমি দিয়েছেন, তাঁদের জমির পরিবর্তে জমি, বাড়ি সরানোর জন্য টাকা ও বাড়ি তৈরি করার জন্য 5 লাখের পরিবর্তে 7 লাখ টাকা দেওয়া হচ্ছে । এছাড়াও পরিবারপিছু যোগ্যতা অনুয়ায়ী একজনকে চাকরি দেওয়া হচ্ছে । যাদের যোগ্যতা বেশি তাঁরা গ্রুপ সি-তে ও যাঁদের যোগ্যতা কম তাঁদের গ্রুপ ডি-তে চাকরি দেওয়া হবে । এই প্রকল্পে চাকরি হবে কমপক্ষে 1 লাখ মানুষের ।’’
তিনি আরও বলেন, ‘‘এই প্রকল্প হলে তাঁকে কেন্দ্র করে স্টিল, বিদ্যুৎ ও ইলেকট্রনিক্স শিল্প গড়ে উঠবে । সেখানে এলাকার ছেলেমেয়েরাই চাকরি পাবে । দেখা হবে এলাকার কোনও পরিবার যেন চাকরি থেকে বঞ্চিত না হয় । চাকরি দেওয়ার জন্য 5100 পোস্ট তৈরি করা হয়েছে । পরে এটা আরও বাড়বে । জমিদাতাদের পুনর্বসনের জন্য 10 হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে ।’’
এদিনও মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জোর করে জমি অধিগ্রহণের পক্ষে তিনি নন । তাঁর কথায়, ‘‘আমি জোর করে কিছু দখল করে কোনও কাজ করি না ৷ পাঁচটি রাজ্য এই প্রকল্পের দাবিদার ছিল ৷ আমরা দু'বছর ধরে লড়াই করে এই প্রকল্প বাংলায় এনেছি ৷ এই প্রকল্প বাংলার মুখ হবে ৷ লক্ষাধিক কর্মসংস্থান হবে ৷ আমি চাই কেউ যাতে বঞ্চিত না হয় । নিজেদের পাশাপাশি নিজেদের ছেলে-মেয়েদেরও ভবিষ্যত্ সুনিশ্চিত করুন । দেউচা পাচামিতে স্কুল, রাস্তা, হাসপাতাল তৈরি করে দেওয়া হবে । প্রকল্প বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি লাভবান হবেন আপনারাই ।’’
প্রসঙ্গত, এদিন নবান্ন সভাঘরের অনুষ্ঠান থেকে কয়েকজন জমিদাতাকে পুনর্বাসনের পাট্টাও দেওয়া হয় । 6 জন জমিদাতাকে চাকরির নিয়োগপত্র, ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় । একই সঙ্গে মহম্মদবাজারের কমিউনিটি সেন্টারে জেলাশাসক এবং স্থানীয় বিধায়ক, গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং অন্যদের উপস্থিতিতে আরও অনেককে পাট্টা দেওয়া হয় ।
আরও পড়ুন : Mamata on Deucha Pachami Project : দেউচা-পাচামিতে জোর করে জমি অধিগ্রহণ নয়, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী