ETV Bharat / city

বাচ্চা নন, বকতে-চুপ করাতে পারছেন না, ধনকড়-অপসারণে 3 চিঠি মমতার - post poll violence in bengal

রাজ্যপাল জগদীপ ধনকড়কে অপসারিত করতে প্রধানমন্ত্রীকে দুই থেকে তিনবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ নবান্নে নিজে এ কথা জানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজ্যপাল দিল্লি সফরে গিয়েছেন ৷ সেখানে তিনি কেন্দ্রের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ৷ গতকাল রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি ৷

mamata-banerjee-write-letter-three-time-to-narendra-modi-for-jagdeep-dhankhars-removal-as-governor
ধনকড়কে সরাতে 3 বার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
author img

By

Published : Jun 18, 2021, 10:31 AM IST

Updated : Jun 18, 2021, 11:41 AM IST

কলকাতা, 18 জুন : গত কয়েক দিনের দিল্লি সফরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ৷ এবার এ নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বর্তমান রাজ্যপালের অপসরণের জন্য তিনবার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন ৷ কিন্তু, প্রতিবার তাঁর আবেদনকে অগ্রাহ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এ নিয়ে ক্ষোভের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আমি কী বলতে পারি? একটি শিশু চুপ করে বসে থাকতে পারে ৷ কিন্তু, এখানে, কথা বললেই দোষ, চুপ করে থাকলেই তুমি ভাল ৷’’ প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ যে সফরের কারণ নিয়ে তিনি কোনও কিছুই স্পষ্ট করে জানাননি ৷ তবে, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী অশান্তির অভিযোগের ভিত্তিতে তিনি কেন্দ্রকে ইতিমধ্যেই একটি রিপোর্ট পাঠিয়েছিলেন ৷

আরও পড়ুন : রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ সস্ত্রীক ধনকড়ের

যার পরে গত সোমবার তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 51 জন বিজেপি বিধায়কের সঙ্গে রাজভবনে বৈঠক করেন ৷ এর পর মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি ৷ সেখানে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং প্রহ্লাদ সিং প্যাটেলের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ গতকাল রাষ্ট্রপতি ভবনেও যান তিনি ৷ এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে ৷

আরও পড়ুন : ধনকড়কে বদলের সম্ভাবনা, পাল্লা ভারী আরিফ খানের

এভাবে রাজ্য সরকারকে এড়িয়ে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে রাজ্যপালের বৈঠক করা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরদাস্ত করবেন না, সেটাই স্বাভাবিক ৷ আর তাই তিনি এবার জগদীপ ধনকড়কে সময় শেষ হওয়ার আগেই রাজ্যপাল পদ থেকে সরানোর চেষ্টা শুরু করেছেন ৷ ইতিমধ্যে আরও একটি চিঠি তিনি প্রধানমন্ত্রীকে লিখেছেন, বলে গতকাল নবান্ন থেকে জানিয়েছেন মুখ্যন্ত্রী ৷ প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্তী অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীকে লেখা রাজ্যপালের চিঠি একের পর এক সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয় রাজভবন থেকে ৷ এ নিয়ে রাজ্য সরকারের তরফে ক্ষোভ প্রকাশ করা হয় ৷ যেখানে এর সমালোচনা করে বলা হয়েছে, আকস্মিক এবং একতরফা জনসমক্ষে চিঠি প্রকাশ করা খুবই হতাশাজনক ৷ সেই সঙ্গে ওই চিঠির বিষয়বস্তুকে মনগড়া বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : আজ অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল ধনকড়

তবে, রাজ্যনীতিতে জল্পনা শুরু হয়েছে যে, রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরিয়ে নিতে পারে কেন্দ্র সরকার ৷ এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি এ নিয়ে কিছু জানানেন না বলে জানিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘আমি কীভাবে জানবো? যখন রাজ্যপাল নিয়োগ করা হয়, তখন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হয় ৷ যা এখনও পর্যন্ত তেমন কিছু করা হয়নি ৷ আমি প্রধানমন্ত্রীকে দুই-তিনবার প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি তাঁকে সরিয়ে দেওয়ার জন্য’’ ৷

কলকাতা, 18 জুন : গত কয়েক দিনের দিল্লি সফরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ৷ এবার এ নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বর্তমান রাজ্যপালের অপসরণের জন্য তিনবার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন ৷ কিন্তু, প্রতিবার তাঁর আবেদনকে অগ্রাহ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এ নিয়ে ক্ষোভের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আমি কী বলতে পারি? একটি শিশু চুপ করে বসে থাকতে পারে ৷ কিন্তু, এখানে, কথা বললেই দোষ, চুপ করে থাকলেই তুমি ভাল ৷’’ প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ যে সফরের কারণ নিয়ে তিনি কোনও কিছুই স্পষ্ট করে জানাননি ৷ তবে, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী অশান্তির অভিযোগের ভিত্তিতে তিনি কেন্দ্রকে ইতিমধ্যেই একটি রিপোর্ট পাঠিয়েছিলেন ৷

আরও পড়ুন : রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ সস্ত্রীক ধনকড়ের

যার পরে গত সোমবার তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 51 জন বিজেপি বিধায়কের সঙ্গে রাজভবনে বৈঠক করেন ৷ এর পর মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি ৷ সেখানে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং প্রহ্লাদ সিং প্যাটেলের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ গতকাল রাষ্ট্রপতি ভবনেও যান তিনি ৷ এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে ৷

আরও পড়ুন : ধনকড়কে বদলের সম্ভাবনা, পাল্লা ভারী আরিফ খানের

এভাবে রাজ্য সরকারকে এড়িয়ে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে রাজ্যপালের বৈঠক করা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরদাস্ত করবেন না, সেটাই স্বাভাবিক ৷ আর তাই তিনি এবার জগদীপ ধনকড়কে সময় শেষ হওয়ার আগেই রাজ্যপাল পদ থেকে সরানোর চেষ্টা শুরু করেছেন ৷ ইতিমধ্যে আরও একটি চিঠি তিনি প্রধানমন্ত্রীকে লিখেছেন, বলে গতকাল নবান্ন থেকে জানিয়েছেন মুখ্যন্ত্রী ৷ প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্তী অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীকে লেখা রাজ্যপালের চিঠি একের পর এক সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয় রাজভবন থেকে ৷ এ নিয়ে রাজ্য সরকারের তরফে ক্ষোভ প্রকাশ করা হয় ৷ যেখানে এর সমালোচনা করে বলা হয়েছে, আকস্মিক এবং একতরফা জনসমক্ষে চিঠি প্রকাশ করা খুবই হতাশাজনক ৷ সেই সঙ্গে ওই চিঠির বিষয়বস্তুকে মনগড়া বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : আজ অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল ধনকড়

তবে, রাজ্যনীতিতে জল্পনা শুরু হয়েছে যে, রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরিয়ে নিতে পারে কেন্দ্র সরকার ৷ এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি এ নিয়ে কিছু জানানেন না বলে জানিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘আমি কীভাবে জানবো? যখন রাজ্যপাল নিয়োগ করা হয়, তখন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হয় ৷ যা এখনও পর্যন্ত তেমন কিছু করা হয়নি ৷ আমি প্রধানমন্ত্রীকে দুই-তিনবার প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি তাঁকে সরিয়ে দেওয়ার জন্য’’ ৷

Last Updated : Jun 18, 2021, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.