কলকাতা, 20 এপ্রিল : বিশ্ববঙ্গ সম্মেলনের মঞ্চ থেকে রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে কড়াবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee sends message to Centre through Governor Dhankhar on Industry) ৷ বাংলায় শিল্প নিয়ে কেন্দ্রীয় সরকার যাতে সাহায্য করে, সেই বিষয়টি নিয়ে উদ্যোগী হওয়ার জন্য রাজ্যপালকে বললেন তিনি ৷
বুধবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) ৷ উপস্থিত ছিলেন দেশ-বিদেশের শিল্পপতিরা ৷ আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি থেকে সঞ্জীব গোয়েঙ্কা, সজ্জন জিন্দালদের মতো প্রথম সারির শিল্পপতিরাও উপস্থিত ছিলেন ৷
শুরুতে ভাষণ দেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ সবশেষে ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার শিল্প পরিস্থিতি নিয়ে বিভিন্ন ইতিবাচক কথা বলার পর ভাষণের একেবারে শেষে রাজ্যপালের প্রসঙ্গে আসেন মমতা ৷ শুরুতে তিনি বলেন, ‘‘রাজ্যপালকে একটাই কথা বলব ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে সঙ্ঘাত সুবিদিত ৷ প্রায়ই দু’জন একে অপরের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তাই একমঞ্চে উপস্থিত হয়ে তাঁরা নিজেদের সম্বন্ধে কী বলেন, সেই দিকে নজর ছিল সকলের ৷ তাই মুখ্যমন্ত্রী যখন রাজ্যপালের প্রসঙ্গ তুললেন, তখন সকলেই উৎসুক হয়ে ওঠেন যে এর পর কী হতে চলেছে, তা নিয়ে ৷
মুখ্যমন্ত্রী এর পর বলেন, ‘‘আমরা কেন্দ্র থেকে সব সাহায্য চাই ৷ রাজ্যপালদের সম্মেলনে বলুন ৷’’ ঠিক তার পরই কেন্দ্রকে খোঁচা দেন মমতা ৷ শিল্পপতিদের যেন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যাতে হেনস্তা না করা হয়, সেদিকেও রাজ্যপালকে নজর দিতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন : Mamata on Industry at BGBS 2022 : শিল্পই এখন বাংলার একমাত্র লক্ষ্য, বার্তা মুখ্যমন্ত্রীর