ETV Bharat / city

সংঘাত বদলে সৌজন্য, রাজ্যপালের ভূমিকায় খুশি রাজ্য - বাজেট ভাষণ

বিধানসভায় রাজ্যপালের প্রবেশের পর থেকেই সংঘাতের আবহাওয়া বদলে তৈরি হয়েছিল সৌজন্যের পরিবেশ । প্রথা মেনে বাজেট বিবৃতি দেওয়ায় খুশি শাসকদল ।

Mamata-Jagdeep
সংঘাত বদলে সৌজন্যতা
author img

By

Published : Feb 8, 2020, 1:58 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি : রাজ্যপাল জগদীপ ধনকরের ভূমিকায় খুশি শাসক দলের বিধায়করা । বেশ ফুরফুরে মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়ও । কারণ, গতকাল বাজেট ভাষণ নিয়ে রাজ্যপালকে কেন্দ্র করে যে জল্পনা তৈরি হয়েছিল, তাতে কার্যত ইতি পড়েছে । বিধানসভায় রাজ্যপালের প্রবেশের পর থেকেই সংঘাতের আবহাওয়া বদলে তৈরি হয়েছিল সৌজন্যের পরিবেশ । প্রথা মেনে বাজেট বিবৃতি দেওয়ায় খুশি শাসকদল । বেলাশেষেও মুখে কুলুপ এঁটেছিলেন তৃণমূলের মন্ত্রী -বিধায়করা । বাজেট ভাষণকে কেন্দ্র করে শাসক দলের সঙ্গে রাজ্যপালের সন্ধির পর্ব কি শুরু হল ?

গত জুলাই মাসে জগদীপ ধনকর রাজভবনের কুর্সিতে বসার পর থেকেই শাসক দলের সঙ্গে বিভিন্ন বিষয়ে সংঘাতে জড়িয়েছেন । এবারে বাজেট ভাষণকে কেন্দ্র করে সেই সংঘাত অব্যাহত থাকবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছিল । সকলেই মনে করেছিলেন, রাজ্য সরকারের লিখে দেওয়া বিবৃতি পাঠ নাও করতে পারেন রাজ্যপাল । এই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে।

দুপুরে রাজ্যপাল বিধানসভায় প্রবেশের পর দেখা গেল অন্য ছবি । সংঘাত পরিণত হল সৌজন্যতায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের বিধায়কদের কাছ থেকে অভ্যর্থনা পেলেন তিনি । রাজ্যপালও সমস্ত বৈরিতা ভুলে গিয়ে পাঠ করলেন রাজ্য সরকারের লিখে দেওয়া বিবৃতি। ফলে বিকেলে বিধানসভায় নিজের ঘরে বসে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শাসক দলের বিধায়কেরাও রাজ্যপালের ভূমিকায় খুশি। তাঁকে নিয়ে কার্যত মুখে কুলুপ আঁটলেন ।

বিধানসভায় রাজ্যপাল রাজ্য সরকারের লিখে দেওয়া বিবৃতি পাঠ করলেন

কলকাতা, 8 ফেব্রুয়ারি : রাজ্যপাল জগদীপ ধনকরের ভূমিকায় খুশি শাসক দলের বিধায়করা । বেশ ফুরফুরে মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়ও । কারণ, গতকাল বাজেট ভাষণ নিয়ে রাজ্যপালকে কেন্দ্র করে যে জল্পনা তৈরি হয়েছিল, তাতে কার্যত ইতি পড়েছে । বিধানসভায় রাজ্যপালের প্রবেশের পর থেকেই সংঘাতের আবহাওয়া বদলে তৈরি হয়েছিল সৌজন্যের পরিবেশ । প্রথা মেনে বাজেট বিবৃতি দেওয়ায় খুশি শাসকদল । বেলাশেষেও মুখে কুলুপ এঁটেছিলেন তৃণমূলের মন্ত্রী -বিধায়করা । বাজেট ভাষণকে কেন্দ্র করে শাসক দলের সঙ্গে রাজ্যপালের সন্ধির পর্ব কি শুরু হল ?

গত জুলাই মাসে জগদীপ ধনকর রাজভবনের কুর্সিতে বসার পর থেকেই শাসক দলের সঙ্গে বিভিন্ন বিষয়ে সংঘাতে জড়িয়েছেন । এবারে বাজেট ভাষণকে কেন্দ্র করে সেই সংঘাত অব্যাহত থাকবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছিল । সকলেই মনে করেছিলেন, রাজ্য সরকারের লিখে দেওয়া বিবৃতি পাঠ নাও করতে পারেন রাজ্যপাল । এই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে।

দুপুরে রাজ্যপাল বিধানসভায় প্রবেশের পর দেখা গেল অন্য ছবি । সংঘাত পরিণত হল সৌজন্যতায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের বিধায়কদের কাছ থেকে অভ্যর্থনা পেলেন তিনি । রাজ্যপালও সমস্ত বৈরিতা ভুলে গিয়ে পাঠ করলেন রাজ্য সরকারের লিখে দেওয়া বিবৃতি। ফলে বিকেলে বিধানসভায় নিজের ঘরে বসে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শাসক দলের বিধায়কেরাও রাজ্যপালের ভূমিকায় খুশি। তাঁকে নিয়ে কার্যত মুখে কুলুপ আঁটলেন ।

বিধানসভায় রাজ্যপাল রাজ্য সরকারের লিখে দেওয়া বিবৃতি পাঠ করলেন
Intro:কলকাতা, ৭ ফেব্রুয়ারি : রাজ্যপাল জগদীপ ধনকরের ভূমিকায় খুশি শাসক দলের বিধায়কেরা। বেশ ফুরফুরে মেজাজে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । কারণ, আজ বাজেট ভাষণ নিয়ে রাজ্যপালকে কেন্দ্র করে যে জল্পনা তৈরি হয়েছিল তাতে কার্যত ইতি পড়েছে। আজ বিধানসভায় রাজ্যপালের প্রবেশের পর থেকেই সংঘাতের আবহাওয়া থেকে তৈরি হয়েছে সৌজন্যের পরিবেশে। প্রথা মেনে বাজেট বিবৃতি দেওয়ায় খুশি শাসকদলের সর্বত্র। ফলে দিনের শেষ বেলাতেও কুলুপ এঁটেছেন তৃণমূলের মন্ত্রী -বিধায়করা । প্রশ্ন উঠতে শুরু করল বাজেট ভাষণকে কেন্দ্র করে শাসক দলের সঙ্গে রাজ্যপালের সন্ধির পর্যায় কি শুরু হল ?


Body:গত জুলাই মাসে জগদীপ ধনকর রাজভবনের কুর্সিতে বসার পর থেকেই শাসক দলের সঙ্গে বিভিন্ন বিষয়ে সংঘাতে জড়িয়েছেন। এবারে বাজেট ভাষণ কে কেন্দ্র করে সেই সংঘাত অব্যাহত থাকবে বলে মনে করেছিলেন রাজনীতির কারবারিরা। সকলেই মনে করেছিলেন, রাজ্য সরকারের লিখে দেওয়া বিবৃতি পাঠ না করতে পারেন রাজ্যপাল । দুদিন ধরেই এই জল্পনা ছিল তুঙ্গে। কিন্তু দুপুরে রাজ্যপাল বিধানসভায় প্রবেশ করার পরে দেখা গেল ঠিক অন্য ছবি । সংঘাত পরিণত হল সৌজন্যতায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের বিধায়কদের কাছ থেকে অভ্যর্থনা পেলেন। রাজ্যপালও সমস্ত বৈরিতা ভুলে গিয়ে পাঠ করলেন রাজ্য সরকারের লিখে দেওয়া বিবৃতি। ফলে বিকেলে বিধানসভায় নিজের ঘরে বসে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের বিধায়কেরাও রাজ্যপালের ভূমিকায় ছিলেন খুশি। তাকে নিয়ে একটি কথাও মুখে আনলেন না তারা । কার্যত মুখে কুলুপ আঁটলেন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.