কলকাতা, 31 অগস্ট: "এবার পুজো শুরু হবে একমাস আগেই !" বুধবার নবান্ন (Nabanna) থেকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এদিন নবান্নে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, "দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো (UNESCO) ৷ তাই, তাদের ধন্যবাদ জানিয়ে বুধবার থেকেই দুর্গাপুজো (Durga Puja 2022) শুরু হয়ে যাবে ৷" এই উপলক্ষে ওই দিন কলকাতায় একটি বিশেষ পদযাত্রার আয়োজন করা হবে ৷ যেটি শুরু হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে ৷ শেষ হবে রেড রোডে ৷
সম্প্রতি কলকাতার দুর্গাপুজোকে 'হেরিটেজ' তকমা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো ৷ আরও নির্দিষ্টভাবে বললে, তিলোত্তমার এই বৃহত্তম উৎসবকে 'অধরা সাংস্কৃতিক ঐতিহ্য' (Intangible Cultural Heritage) বলে অবিহিত করা হয়েছে ৷ এই ঘটনায় আপ্লুত রাজ্য সরকার ৷ যদিও ইতিমধ্যেই এ নিয়ে বিতর্কও শুরু হয়ে গিয়েছে ৷ আন্তর্জাতিক স্বীকৃতির 'আসল' কারিগর কে, তা নিয়েই চলছে কাটাছেঁড়া ! সূত্রের দাবি, তপতী গুহঠাকুরতা নামে এক ঐতিহাসিক ও তাঁর সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমেই নাকি আজ আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি লাভ করেছে কলকাতার দুর্গাপুজো ৷ কিন্তু, রাজ্য সরকার সেই কৃতিত্ব নিজের নামে চালাতে চাইছে ! সমালোচকরা অন্তত এমনটাই অভিযোগ করছেন ৷
আরও পড়ুন: পাচারের টাকা কালীঘাটের কোথায় এসেছে, সাহস থাকলে নাম বলুন ! তোপ মমতার
তবে, 'নিন্দুকেরা' যাই বলুন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার যে তাতে বিন্দুমাত্র বিচলিত নয়, তা এদিনই কার্যত বুঝিয়ে দিয়েছেন প্রশাসনিক প্রধান ৷ নবান্নের সাংবাদিক সম্মেলনে এই ইস্যুতে অন্তত বিতর্কের ধারপাশ দিয়েও হাঁটেননি মমতা ৷ বরং, দুর্গাপুজোকে আশ্রয় করে দিয়েছেন সৌভ্রাতৃত্ব ও একতার বার্তা ৷
এদিন মমতা জানান, "আমরা এবার একমাস আগেই পুজো শুরু করব ৷ কাল (বৃহস্পতিবার) আমরা ইউনেস্কোকে ধন্যবাদ জানাব ৷ কবিগুরুর স্মৃতিবিজড়িত জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে পদযাত্রা শুরু হবে ৷ সাতটা ওয়ার্ড ঘুরে সেই পদযাত্রা শেষ হবে রেড রোডে ৷ সেখানে সকলের বসার ব্যবস্থা থাকবে ৷ যাঁরা হাঁটতে পারবেন, তাঁরা মিছিলে আসবেন ৷ আর যাঁরা পারবেন না, তাঁরা রেড রোডে এসে অনুষ্ঠানে সামিল হতে পারেন ৷ তবে, সকলে আসবেন ৷ জাতি, ধর্ম, মতাদর্শ ভুলে সকলে এই উৎসবে সামিল হবেন ৷ এটাই আমার আবেদন ৷ সকলকে হয়তো ব্যক্তিগতভাবে ডাকা সম্ভব হয়নি ৷ তার জন্য কেউ কষ্ট পাবেন না ৷"