ETV Bharat / city

এবারের পুজোয় কোন রাশির প্রেম ভাগ্য কেমন? - পুজোয় রাশির জাতিকদের প্রেম ভাগ্য

বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব । নতুন জামাকাপড়ের পাশাপাশি বাড়িঘর নতুন করে সাজিয়ে তোলা-সবকিছুতেই নতুনের স্বাদ । আর এবারের পুজোয় চারিদিকে যখন কোরোনা আতঙ্ক তখন কোন রাশির ভাগ্য কেমন তা গণনা করলেন জ্যোতিষ মহামহোপাধ্যায় শ্রী অসীমানন্দজি মহারাজ ৷

কোন রাশির প্রেম ভাগ্য কেমন
কোন রাশির প্রেম ভাগ্য কেমন
author img

By

Published : Oct 21, 2020, 4:24 PM IST

ইউনিভার্সাল অ্যাস্ট্রোলজি রিসার্চ সেন্টারের অধ্যক্ষ অসীমানন্দজি মহারাজের নির্ভুল গণনায় এবারের পুজোয় কোন রাশির প্রেম ভাগ্য কেমন ?

  • মেষ রাশি : এই পুজোতে নতুন করে অষ্টমীর দিন প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে । প্রেমের ক্ষেত্রে এই দিনটি শুভ । তবে ব্যয় হতে পারে পুজোয় অনেক বেশি । উৎসাহ রাখুন, আত্মবিশ্বাসী থাকুন প্রেম হবেই । যাঁদের প্রেমের ক্ষেত্রে বাধা রয়েছে তাঁদের এই পুজোয় বাধা কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল ।
  • বৃষ রাশি : এবার পুজোর সময় অহেতুক রাগ এই রাশির জাতকদের প্রেমের সম্পর্কে চিড় ধরাবে । অকারণে সন্দেহ করবেন আর সেই কারণেই সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে । তাই এই পুজোর সময় মাথা ঠান্ডা রাখুন । কথাবার্তা খুব সংযত হয়ে বলুন । তা না হলে বড় ঝামেলায় জড়িয়ে যাবেন ।
  • মিথুন রাশি : এবারের পুজোয় এই রাশির জাতকদের নতুন প্রেমের আশার সঞ্চার হবে । অর্থাৎ ভালোলাগা হয়তো ভালোবাসায় পরিণত হতে পারে । অনেকদিন থেকেই ভাবছেন কাউকে ভালোবাসেন । কিন্তু বলে উঠতে পারছেন না । এই পুজোতে বলবেন এবং প্রেমে সাফল্য পাবেন ।
  • কর্কট রাশি : যে প্রেম হব হব করছিল, হচ্ছিল না সেই প্রেমের সম্পর্কটা এবারের পুজোয় অনেকদূর পর্যন্ত এগিয়ে যাবে । এই রাশির জাতকরা এবারের পুজোয় খুব আনন্দে থাকবেন । যাঁরা দীর্ঘদিন ধরে একে অপরের থেকে দূরে আছেন তাঁরা কাছাকাছি আসতে পারবেন ।
  • সিংহ রাশি : সত্যি কথা বলার জন্য হয়তো প্রেমের ক্ষেত্রে কিছুটা মনোমালিন্য তৈরি হবে । তবে প্রেম টিকে থাকবে । মান-অভিমান পর্ব শেষে এবারের পুজোতে প্রেম আরও বেশি গভীর হবে । এই রাশির জাতকরা বন্ধু-বান্ধবদের কথায় কান দেবেন না । তা নাহলে প্রেমে ব্যাঘাত ঘটতে পারে ।
  • কন্যা রাশি : মনের গভীরে প্রেম সঞ্চার হবে । তবে কন্যা রাশির ক্ষেত্রে সামনাসামনি যোগাযোগের থেকে ফোন বা ভিডিয়ো কলিংয়ে প্রেম হবে । সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে । সামনাসামনি দেখা না হওয়ার কারণে একটু হতাশ হয়ে পড়বেন । তবে এই প্রেম চিরস্থায়ী হবে ।
  • তুলা রাশি : এই রাশির জাতকদের এবারের পুজোয় প্রেমের ক্ষেত্রে হতাশা আসবে । গন্ডগোল তৈরি হতে পারে । দু'জনের সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনও ব্যক্তির প্রবেশ প্রেমের সম্পর্ককে নষ্ট করে দিতে পারে । তাই এই রাশির জাতকরা তৃতীয় ব্যক্তির থেকে সাবধানে থাকুন । বিশেষ করে তৃতীয় ব্যক্তির কথায় কান দেবেন না । নাহলে নিজেদের সুন্দর প্রেমের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে পুজোর মধ্যে ।
  • বৃশ্চিক রাশি : নিজেদের সম্পর্কের মধ্যে মনোমালিন্য তৈরি হবে সাময়িকভাবে । তবে পরিবারের সদস্যদের কারণেও এই রাশির জাতকদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটতে পারে । ধৈর্য ধরে থাকুন সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে । দুশ্চিন্তা করবেন না । খুব আনন্দ করে মনের মানুষের সঙ্গে মজা করে পুজো কাটান ।
  • ধনু রাশি : এবারের পুজোয় এই রাশির জাতকদের প্রেম ভাগ্য ভালো যাবে না । বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে । যাঁর সঙ্গে আগে থেকেই প্রেম করছেন তাঁর সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা কম । চোখ,কান খোলা রাখুন । প্রেমের ক্ষেত্রে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে ।
  • মকর রাশি : প্রেমিক-প্রেমিকারা দূর থেকেই তাঁদের প্রেম নিবেদন করবেন । এই রাশির জাতকদের এবারের পুজোয় সামনাসামনি যোগাযোগ কম হবে । তবে প্রেমের ক্ষেত্রে তা ভালো হবে । এই পুজোয় যাঁরা প্রেমের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাঁরা ভবিষ্যতে সফলতা পাবেন ।
  • কুম্ভ রাশি : গত বছরের পুরোনো সম্পর্ক বা প্রেম ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই পুজোয় । তাই অযথা মাথা গরম করে কোনও সিদ্ধান্ত নেবেন না । কথাবার্তায় সংযত থাকুন । অন্যথায় প্রেমের সম্পর্ক টিকবে না । এই রাশির জাতকদের সন্দেহ থেকে দূরে থাকা উচিত । তা না হলে তাঁদের প্রেমের সম্পর্কে চিরবিচ্ছেদ ঘটতে পারে ।
  • মীন রাশি : পুরোনো সম্পর্ক বা প্রেমে ভাঁটা পড়েছিল । হয়তো সম্পর্কের জায়গায় দূরত্ব তৈরি হয়েছিল । সেই সম্পর্ক এই পুজোর সময় পুনরায় জোড়া লাগার সম্ভাবনা প্রবল রয়েছে । একই সঙ্গে যাঁরা দীর্ঘদিন ধরে বন্ধুত্বের সম্পর্কে রয়েছেন কিন্তু প্রেম নিবেদন করে উঠতে পারেননি । এই রাশির জাতকেরা পুজোর সময় তা বলে উঠতে পারবেন এবং প্রেমে সফল হবেন ।

ইউনিভার্সাল অ্যাস্ট্রোলজি রিসার্চ সেন্টারের অধ্যক্ষ অসীমানন্দজি মহারাজের নির্ভুল গণনায় এবারের পুজোয় কোন রাশির প্রেম ভাগ্য কেমন ?

  • মেষ রাশি : এই পুজোতে নতুন করে অষ্টমীর দিন প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে । প্রেমের ক্ষেত্রে এই দিনটি শুভ । তবে ব্যয় হতে পারে পুজোয় অনেক বেশি । উৎসাহ রাখুন, আত্মবিশ্বাসী থাকুন প্রেম হবেই । যাঁদের প্রেমের ক্ষেত্রে বাধা রয়েছে তাঁদের এই পুজোয় বাধা কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল ।
  • বৃষ রাশি : এবার পুজোর সময় অহেতুক রাগ এই রাশির জাতকদের প্রেমের সম্পর্কে চিড় ধরাবে । অকারণে সন্দেহ করবেন আর সেই কারণেই সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে । তাই এই পুজোর সময় মাথা ঠান্ডা রাখুন । কথাবার্তা খুব সংযত হয়ে বলুন । তা না হলে বড় ঝামেলায় জড়িয়ে যাবেন ।
  • মিথুন রাশি : এবারের পুজোয় এই রাশির জাতকদের নতুন প্রেমের আশার সঞ্চার হবে । অর্থাৎ ভালোলাগা হয়তো ভালোবাসায় পরিণত হতে পারে । অনেকদিন থেকেই ভাবছেন কাউকে ভালোবাসেন । কিন্তু বলে উঠতে পারছেন না । এই পুজোতে বলবেন এবং প্রেমে সাফল্য পাবেন ।
  • কর্কট রাশি : যে প্রেম হব হব করছিল, হচ্ছিল না সেই প্রেমের সম্পর্কটা এবারের পুজোয় অনেকদূর পর্যন্ত এগিয়ে যাবে । এই রাশির জাতকরা এবারের পুজোয় খুব আনন্দে থাকবেন । যাঁরা দীর্ঘদিন ধরে একে অপরের থেকে দূরে আছেন তাঁরা কাছাকাছি আসতে পারবেন ।
  • সিংহ রাশি : সত্যি কথা বলার জন্য হয়তো প্রেমের ক্ষেত্রে কিছুটা মনোমালিন্য তৈরি হবে । তবে প্রেম টিকে থাকবে । মান-অভিমান পর্ব শেষে এবারের পুজোতে প্রেম আরও বেশি গভীর হবে । এই রাশির জাতকরা বন্ধু-বান্ধবদের কথায় কান দেবেন না । তা নাহলে প্রেমে ব্যাঘাত ঘটতে পারে ।
  • কন্যা রাশি : মনের গভীরে প্রেম সঞ্চার হবে । তবে কন্যা রাশির ক্ষেত্রে সামনাসামনি যোগাযোগের থেকে ফোন বা ভিডিয়ো কলিংয়ে প্রেম হবে । সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে । সামনাসামনি দেখা না হওয়ার কারণে একটু হতাশ হয়ে পড়বেন । তবে এই প্রেম চিরস্থায়ী হবে ।
  • তুলা রাশি : এই রাশির জাতকদের এবারের পুজোয় প্রেমের ক্ষেত্রে হতাশা আসবে । গন্ডগোল তৈরি হতে পারে । দু'জনের সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনও ব্যক্তির প্রবেশ প্রেমের সম্পর্ককে নষ্ট করে দিতে পারে । তাই এই রাশির জাতকরা তৃতীয় ব্যক্তির থেকে সাবধানে থাকুন । বিশেষ করে তৃতীয় ব্যক্তির কথায় কান দেবেন না । নাহলে নিজেদের সুন্দর প্রেমের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে পুজোর মধ্যে ।
  • বৃশ্চিক রাশি : নিজেদের সম্পর্কের মধ্যে মনোমালিন্য তৈরি হবে সাময়িকভাবে । তবে পরিবারের সদস্যদের কারণেও এই রাশির জাতকদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটতে পারে । ধৈর্য ধরে থাকুন সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে । দুশ্চিন্তা করবেন না । খুব আনন্দ করে মনের মানুষের সঙ্গে মজা করে পুজো কাটান ।
  • ধনু রাশি : এবারের পুজোয় এই রাশির জাতকদের প্রেম ভাগ্য ভালো যাবে না । বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে । যাঁর সঙ্গে আগে থেকেই প্রেম করছেন তাঁর সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা কম । চোখ,কান খোলা রাখুন । প্রেমের ক্ষেত্রে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে ।
  • মকর রাশি : প্রেমিক-প্রেমিকারা দূর থেকেই তাঁদের প্রেম নিবেদন করবেন । এই রাশির জাতকদের এবারের পুজোয় সামনাসামনি যোগাযোগ কম হবে । তবে প্রেমের ক্ষেত্রে তা ভালো হবে । এই পুজোয় যাঁরা প্রেমের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাঁরা ভবিষ্যতে সফলতা পাবেন ।
  • কুম্ভ রাশি : গত বছরের পুরোনো সম্পর্ক বা প্রেম ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই পুজোয় । তাই অযথা মাথা গরম করে কোনও সিদ্ধান্ত নেবেন না । কথাবার্তায় সংযত থাকুন । অন্যথায় প্রেমের সম্পর্ক টিকবে না । এই রাশির জাতকদের সন্দেহ থেকে দূরে থাকা উচিত । তা না হলে তাঁদের প্রেমের সম্পর্কে চিরবিচ্ছেদ ঘটতে পারে ।
  • মীন রাশি : পুরোনো সম্পর্ক বা প্রেমে ভাঁটা পড়েছিল । হয়তো সম্পর্কের জায়গায় দূরত্ব তৈরি হয়েছিল । সেই সম্পর্ক এই পুজোর সময় পুনরায় জোড়া লাগার সম্ভাবনা প্রবল রয়েছে । একই সঙ্গে যাঁরা দীর্ঘদিন ধরে বন্ধুত্বের সম্পর্কে রয়েছেন কিন্তু প্রেম নিবেদন করে উঠতে পারেননি । এই রাশির জাতকেরা পুজোর সময় তা বলে উঠতে পারবেন এবং প্রেমে সফল হবেন ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.