ETV Bharat / city

26 নভেম্বর বামেদের ডাকা ধর্মঘটে শামিল হবে কংগ্রেসও - general strike on 26 November

ধর্মঘটের সমর্থনে 23 নভেম্বর মিছিল করবে বাম ও কংগ্রেস । মেট্রো চ্যানেল থেকে হেদুয়া পর্যন্ত পদযাত্রা করবেন অধীর-বিমানরা ।

general strike on 26 November
অধীর চৌধুরি ও বিমান বসু
author img

By

Published : Nov 17, 2020, 9:01 PM IST

Updated : Nov 17, 2020, 9:46 PM IST

কলকাতা, 17 নভেম্বর : 26 নভেম্বর বামেদের ডাকা সাধারণ ধর্মঘটে শামিল হবে কংগ্রেসও । ধর্মঘটের সমর্থনে 23 নভেম্বর মিছিল করবে বাম ও কংগ্রেস । মেট্রো চ্যানেল থেকে হেদুয়া পর্যন্ত পদযাত্রা করবেন অধীর-বিমানরা । একুশের ভোটে তৃণমূল-BJP-র বিরুদ্ধে জোট নিয়ে আজ আরও এক দফা বৈঠক ছিল বাম ও কংগ্রেসের ।

বৈঠক পর একসঙ্গে সাংবাদিক বৈঠক করেন অধীর চৌধুরি ও বিমান বসু । ভোটযুদ্ধে একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত বাম ও কংগ্রেসের । বিমান বসু জানান, "বাংলায় জোট শক্তিশালী হচ্ছে ।"

অধীরবাবুর মুখেও একই কথা । বলেন, "জোটকে অস্বীকার করা যাচ্ছে না ।" তবে আসন-বণ্টন কী হবে তা নিয়ে আজকের বৈঠকে কোনও আলোচনা হয়নি । এই বিষয়ে আগামীদিনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অধীরবাবু ।

ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে বিধানসভা নির্বাচন । তৃণমূল এবং BJP, দুই দলই নিজের নিজের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে । পিছিয়ে থাকছে না বাম-কংগ্রেসও । জোট নিয়ে আজ আরও এক দফা বৈঠক সারলেন অধীর-বিমানরা । একুশের নির্বাচনে দুই দল যে একজোটে ভোটের ময়দানে নামতে চলেছে তা আজ আরও একবার স্পষ্ট করে দিলেন অধীর চৌধুরি ও বিমান বসু ।

কলকাতা, 17 নভেম্বর : 26 নভেম্বর বামেদের ডাকা সাধারণ ধর্মঘটে শামিল হবে কংগ্রেসও । ধর্মঘটের সমর্থনে 23 নভেম্বর মিছিল করবে বাম ও কংগ্রেস । মেট্রো চ্যানেল থেকে হেদুয়া পর্যন্ত পদযাত্রা করবেন অধীর-বিমানরা । একুশের ভোটে তৃণমূল-BJP-র বিরুদ্ধে জোট নিয়ে আজ আরও এক দফা বৈঠক ছিল বাম ও কংগ্রেসের ।

বৈঠক পর একসঙ্গে সাংবাদিক বৈঠক করেন অধীর চৌধুরি ও বিমান বসু । ভোটযুদ্ধে একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত বাম ও কংগ্রেসের । বিমান বসু জানান, "বাংলায় জোট শক্তিশালী হচ্ছে ।"

অধীরবাবুর মুখেও একই কথা । বলেন, "জোটকে অস্বীকার করা যাচ্ছে না ।" তবে আসন-বণ্টন কী হবে তা নিয়ে আজকের বৈঠকে কোনও আলোচনা হয়নি । এই বিষয়ে আগামীদিনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অধীরবাবু ।

ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে বিধানসভা নির্বাচন । তৃণমূল এবং BJP, দুই দলই নিজের নিজের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে । পিছিয়ে থাকছে না বাম-কংগ্রেসও । জোট নিয়ে আজ আরও এক দফা বৈঠক সারলেন অধীর-বিমানরা । একুশের নির্বাচনে দুই দল যে একজোটে ভোটের ময়দানে নামতে চলেছে তা আজ আরও একবার স্পষ্ট করে দিলেন অধীর চৌধুরি ও বিমান বসু ।

Last Updated : Nov 17, 2020, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.