কলকাতা, 11 ডিসেম্বর: আটমাস পর নিজের শহর কলকাতায় কোনও অনুষ্ঠানে অংশ নিলেন লিয়েন্ডার পেজ় । একটি ই-সাইকেল ব্র্যান্ডের উদ্বোধনে এসেছিলেন । সেখানেই তিরিশ বছর আর্ন্তজাতিক টেনিস দুনিয়ায় খেলার পর তাঁর নিজের ভবিষ্যৎ রূপরেখা জানালেন । আগে বলেছিলেন চলতি বছরেই অবসর নেবেন । কিন্তু মহামারি পরিস্থিতি তাঁর সেই ভাবনায় বদল এনেছে । অতএব, আবসরের ভাবনা দূরে সরিয়ে ভারতীয় টেনিসের কিংবদন্তি ফের অলিম্পিকে অংশ নেওয়ার প্রস্তুতিতে । আট নম্বর অলিম্পিক খেলে নজির গড়তে চান লিয়েন্ডার ।
সেই কারণে ডবলস পার্টনার বাছার কাজটাও দ্রুত সারতে চান । এছাড়াও 96টি গ্র্যান্ড স্ল্যাম খেলা লিয়েন্ডারের মাথায় 100 গ্র্যান্ড স্ল্যাম খেলার পরিকল্পনা রয়েছে । ই-সাইকেল ব্র্যান্ডের অনুষ্ঠানে নিজেকে মধু কবির বংশধর বলে মেলে ধরে এই শহরের বাঙালিয়ানার সঙ্গে যুক্ত হওয়ার কথা বললেন । এই শহরের কৃষ্টি, উদার মনোভাব, ময়দানের ক্রীড়াসংস্কৃতি তাঁকে দীর্ঘ টেনিস কেরিয়ার গড়ে তুলতে সাহায্য করেছে বলে জানান লিয়েন্ডার । ফিটনেস ফ্রিক হলেও আজও আইসক্রিম দেখলে নিজেকে সামলাতে পারেন না। মাত্র নয় বছর বয়সে মুম্বইয়ে প্রথম টুর্নামেন্ট জিতে পাওয়া 23 হাজার টাকায় আইসক্রিম ফ্যাক্টরি কিনে ফেলার গল্প শোনালেন লিয়েন্ডার । শোনালেন কলকাতার রাস্তায় প্রচণ্ড গতিতে সাইকেল চালানোর গল্পও । এবং তা করতে গিয়ে বাবা ভেস পেজ়ের গাড়ির সামনে পড়ার কথাও বলেন । চেনা লিয়েন্ডার অচেনা কোভিড পরিস্থিতির মধ্যে মানিয়ে নেওয়ার কষ্ট, স্বজন হারানোর শোকের কথা বলেন । আগামীতে নতুন আবহে দর্শক ভরা স্টেডিয়ামে খেলার ইচ্ছে তাঁর ।
আরও পড়ুন: সাইকেল চালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন লিয়েন্ডার
মারাদোনার মৃত্যু তাঁর কাছে চাইল্ডহুড হিরোকে হারানোর শোক । আবার কৃষক আন্দোলন নিয়ে নিজের মতামত দিতে গিয়ে নিজেকে সামলে নিলেন লিয়েন্ডার পেজ । সঙ্গে নোভাক জোকোভিচের বক্তব্যকে সমর্থন করলেন । বললেন, ক্রমতালিকায় পিছিয়ে থাকা খেলোয়াড়রাই কোভিড পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ।