ETV Bharat / city

সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার

সরকারি আইনজীবীরা গতকাল সকাল থেকে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন । সেই বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন সরকারি আইনজীবীরা ।

সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার
author img

By

Published : Jul 23, 2019, 6:07 PM IST

Updated : Jul 23, 2019, 7:23 PM IST

কলকাতা, 23 জুলাই : বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন সরকারি আইনজীবীরা । সরকারি আইনজীবীদের তরফে রাণা মুখোপাধ্যায় জানালেন, সমাধান সূত্র মেলায় গতকাল আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা প্রত্যাহার করে নিচ্ছি । যে ভুল বোঝাবুঝি হচ্ছিল আমরা ঠিক করে নিয়েছি ।

গতকাল সকাল থেকেই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন সরকারি আইনজীবীরা । গতকাল কোনও মামলাতেই সরকারের তরফে সওয়াল করতে কেউই হাজির ছিলেন না । রাজ্যের আইনজীবীদের তরফে প্রধান বিচারপতিকে চিঠিও পাঠানো হয় তাদের সমস্যার কথা জানিয়ে । এর পালটা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, অরুণাভ ঘোষ সহ 116 জনের সই-সহ একটি চিঠি প্রধান বিচারপতিকে পাঠানো হয় ।

আইনজীবী মহলের দাবি, আসলে রাজ্যের প্যালেনভুক্ত আইনজীবীরা বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেটা ঠিক হয়নি বুঝতে পেরেই দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
রাজ্যের বিভিন্ন পুরসভায় বোর্ড গঠনকে কেন্দ্র করে একাধিক মামলা দায়ের হয়েছে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের বেঞ্চে । সেই মামলার শুনানিতে রাজ্যেকে চরম ভর্ৎসনা করেন বিচারপতি । তার পরই সরকারি আইনজীবীরা বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন ।

কলকাতা, 23 জুলাই : বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন সরকারি আইনজীবীরা । সরকারি আইনজীবীদের তরফে রাণা মুখোপাধ্যায় জানালেন, সমাধান সূত্র মেলায় গতকাল আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা প্রত্যাহার করে নিচ্ছি । যে ভুল বোঝাবুঝি হচ্ছিল আমরা ঠিক করে নিয়েছি ।

গতকাল সকাল থেকেই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন সরকারি আইনজীবীরা । গতকাল কোনও মামলাতেই সরকারের তরফে সওয়াল করতে কেউই হাজির ছিলেন না । রাজ্যের আইনজীবীদের তরফে প্রধান বিচারপতিকে চিঠিও পাঠানো হয় তাদের সমস্যার কথা জানিয়ে । এর পালটা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, অরুণাভ ঘোষ সহ 116 জনের সই-সহ একটি চিঠি প্রধান বিচারপতিকে পাঠানো হয় ।

আইনজীবী মহলের দাবি, আসলে রাজ্যের প্যালেনভুক্ত আইনজীবীরা বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেটা ঠিক হয়নি বুঝতে পেরেই দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
রাজ্যের বিভিন্ন পুরসভায় বোর্ড গঠনকে কেন্দ্র করে একাধিক মামলা দায়ের হয়েছে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের বেঞ্চে । সেই মামলার শুনানিতে রাজ্যেকে চরম ভর্ৎসনা করেন বিচারপতি । তার পরই সরকারি আইনজীবীরা বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন ।

Intro:সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করলো সরকারি আইনজীবীরা Body:
মানস নস্কর---

বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করলো সরকারি আইনজীবীরা

কলকাতা ২৩ জুলাইঃ
বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করলো সরকারি আইনজীবীরা।সরকারি আইনজীবীদের তরফে রাণা মুখার্জি জানালেন,"সমাধানসুত্র মেলায় গতকাল আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা প্রত্যাহার করে নিচ্ছি।সাধারণ বিচারপ্রার্থীদের কথা ভেবে এবং হাইকোর্ট বার ও বেঞ্চের দীর্ঘমেয়াদী সুম্প্রর্কের কথা মাথায় রেখে আলোচনার ভিত্তিতে এই সমাধান সুত্র মিলেছে। যে ভুল বোঝাবুঝি হচ্ছিল আমরা ঠিক করেছি কোর্টের মধ্যে মামলার যা বিষয়বস্তু তারবাইরে না গিয়ে, না আদালত না আমরা কেউই যেন বিষয়বস্তুর বাইরে না ঢুকে পড়ি।এই ব্যাপারে বিচারপতির সঙ্গে আলোচনা হয়েছে। আমারা আগামীকাল থেকে আগে যেমন সওয়াল করতাম তেমনই করবো।"

গতকাল সকাল থেকেই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত নেয় সরকারি আইনজীবীরা।গতকাল কোনো মামলাতেই সরকারের তরফে সওয়াল করতে কেউই হাজির ছিল না বিচারপতির এজলাসে।রাজ্যের আইনজীবীদের তরফে প্রধান বিচারপতিকে চিঠিও পাঠানো হয় তাদের সমস্যার কথা জানিয়ে।এর পালটা গতকাল সন্ধ্যায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অরুণাভ ঘোষ সহ ১১৬ জনের স্বাক্ষর সহ একটি চিটি প্রধান বিচারপতিকে পাঠানো হয় এর প্রতিবাদে।রাজ্যের আইনজীবীদের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় তাতে।আইনজীবী মহলের দাবি, আসলে রাজ্যের প্যালেনভুক্ত আইনজীবীরা বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেটা যে ঠিক হয়নি সেটা বুঝতে পেরেই দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন পুরসভায় বোর্ড গঠনকে কেন্দ্রকরে একাধিক মামলা দায়ের হয়েছে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের বেঞ্চে।সেই মামলার শুনানিতে রাজ্যেকে চরম ভর্ৎসনা করেন বিচারপতি। তারপরই রাজ্যের তরফে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় গতকাল।রাজ্যের বক্তব্য বিচারপতি ভালোকরে শুনছেন না বলেও উল্লেখ করা হয়। Conclusion:
Last Updated : Jul 23, 2019, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.