ETV Bharat / city

হাসপাতালের ল্যাপটপ চুরি ! - হাসপাতালের ল্যাপটপ চুরি

রোগীদের তথ্য চুরি হয়ে গেছিল । সেই সব তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কায় ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে তথ্য উদ্ধার করল পুলিশ । যার জেরে রোগীদের তথ্য চুরি হওয়ার হাত থেকে রক্ষা পেল । এই ঘটনা কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ।

চুরি
author img

By

Published : Aug 22, 2019, 9:27 AM IST

কলকাতা, 22 অগাস্ট: রোগীদের তথ্য চুরি হয়ে গেছিল । সেই সব তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কায় ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে তথ্য উদ্ধার করল পুলিশ । যার জেরে রোগীদের তথ্য চুরি হওয়ার হাত থেকে রক্ষা পেল । এই ঘটনা কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ।

রোগীদের তথ্য চুরি হয়ে যাওয়ার কারণ দু'টি ল্যাপটপ । অভিযোগ অনুযায়ী, গত 13 অগাস্ট সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটার মধ্যে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের দু'টি ল্যাপটপ খোয়া যায় । অবশেষে এই দুটি ল্যাপটপ গত মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ । এই বিষয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP (মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) সন্দীপ ঘোষ বলেন, "হাসপাতালের সম্পত্তি চুরি গেলে ক্ষতি তো হবেই ।" একইসঙ্গে তিনি বলেন, "তবে, হাসপাতালে এখন আগের তুলনায় চুরি অনেকটা বন্ধ হয়েছে ।"

laptop theft
cctv ফুটেজ দেখে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ

ল্যাপটপ দুটি উদ্ধার করা সম্ভব না হলে কতটা ক্ষতি হত? MSVP বলেন, "ল্যাপটপ দুটি ফেরত না পেলে ডেটা হারিয়ে যেত । এখন সব ঠিকঠাক আছে ।" তিনি বলেন, "এই দুই ল্যাপটপে বায়োকেমিস্ট্রির যে ডেটা রয়েছে, সেগুলি হারিয়ে যেত । এর ফলে, পুরোনো রোগীদের ডেটা হারিয়ে যেত ।" একইসঙ্গে তিনি বলেন, "যদিও আমাদের সেন্ট্রাল সার্ভারে এই ডেটা রিজ়ার্ভ করা আছে । তা হলেও ল্যাপটপ দু'টি পাওয়া না গেলে ডিপার্টমেন্টের থেকে ডেটা হারিয়ে যেত ।"


দু'টি ল্যাপটপ খোয়া যাওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে । পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে পুরোনো এক দুষ্কৃতীকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল । বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে চুরির ঘটনায় এই দুষ্কৃতীর যোগ থাকার রেকর্ড রয়েছে । CCTV ফুটেজ দেখে পুলিশ‌‌ । এর পরে সন্দেহের একটি তালিকা তৈরি করা হয় । নজরদারি চালাতে থাকে পুলিশ । অবশেষে সৌরভ সরকার (50) নামে বারুইপুরের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয় । তার কাছ থেকে খোয়া যাওয়া দু'টি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ ।

কলকাতা, 22 অগাস্ট: রোগীদের তথ্য চুরি হয়ে গেছিল । সেই সব তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কায় ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে তথ্য উদ্ধার করল পুলিশ । যার জেরে রোগীদের তথ্য চুরি হওয়ার হাত থেকে রক্ষা পেল । এই ঘটনা কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ।

রোগীদের তথ্য চুরি হয়ে যাওয়ার কারণ দু'টি ল্যাপটপ । অভিযোগ অনুযায়ী, গত 13 অগাস্ট সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটার মধ্যে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের দু'টি ল্যাপটপ খোয়া যায় । অবশেষে এই দুটি ল্যাপটপ গত মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ । এই বিষয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP (মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) সন্দীপ ঘোষ বলেন, "হাসপাতালের সম্পত্তি চুরি গেলে ক্ষতি তো হবেই ।" একইসঙ্গে তিনি বলেন, "তবে, হাসপাতালে এখন আগের তুলনায় চুরি অনেকটা বন্ধ হয়েছে ।"

laptop theft
cctv ফুটেজ দেখে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ

ল্যাপটপ দুটি উদ্ধার করা সম্ভব না হলে কতটা ক্ষতি হত? MSVP বলেন, "ল্যাপটপ দুটি ফেরত না পেলে ডেটা হারিয়ে যেত । এখন সব ঠিকঠাক আছে ।" তিনি বলেন, "এই দুই ল্যাপটপে বায়োকেমিস্ট্রির যে ডেটা রয়েছে, সেগুলি হারিয়ে যেত । এর ফলে, পুরোনো রোগীদের ডেটা হারিয়ে যেত ।" একইসঙ্গে তিনি বলেন, "যদিও আমাদের সেন্ট্রাল সার্ভারে এই ডেটা রিজ়ার্ভ করা আছে । তা হলেও ল্যাপটপ দু'টি পাওয়া না গেলে ডিপার্টমেন্টের থেকে ডেটা হারিয়ে যেত ।"


দু'টি ল্যাপটপ খোয়া যাওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে । পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে পুরোনো এক দুষ্কৃতীকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল । বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে চুরির ঘটনায় এই দুষ্কৃতীর যোগ থাকার রেকর্ড রয়েছে । CCTV ফুটেজ দেখে পুলিশ‌‌ । এর পরে সন্দেহের একটি তালিকা তৈরি করা হয় । নজরদারি চালাতে থাকে পুলিশ । অবশেষে সৌরভ সরকার (50) নামে বারুইপুরের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয় । তার কাছ থেকে খোয়া যাওয়া দু'টি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ ।

Intro:কলকাতা, ২১ অগাস্ট: রোগীদের তথ্য চুরি হয়ে গিয়েছিল। সেই সব তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কায় ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে সেই সব তথ্য উদ্ধার করল পুলিশ। যার জেরে রোগীদের তথ্য চুরি হওয়ার হাত থেকে রক্ষা পেল। এই ঘটনা কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের।
Body:রোগীদের তথ্য চুরি হয়ে যাওয়ার কারণ দু'টি ল্যাপটপ। অভিযোগ অনুযায়ী, গত ১৩ অগাস্ট সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটার মধ্যে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের দু'টি ল্যাপটপ খোয়া যায়। অবশেষে এই দুটি ল্যাপটপ গত মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে এই মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP (মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) সন্দীপ ঘোষ বলেন, "হাসপাতালের সম্পত্তি চুরি গেলে তো ক্ষতি হবেই।" একইসঙ্গে তিনি বলেন, "তবে, হাসপাতালে এখন আগের তুলনায় চুরি অনেকটা বন্ধ হয়েছে।"

ল্যাপটপ দুটি উদ্ধার করা সম্ভব না হলে কতটা ক্ষতি হতো? MSVP বলেন, "ল্যাপটপ দুটি ফেরত না পেলে ডেটা হারিয়ে যেত। এখন সব ঠিকঠাক আছে।" তিনি বলেন, "এই দুই ল্যাপটপে বায়োকেমিস্ট্রির যে যেটাগুলি রয়েছে, সেগুলি হারিয়ে যেত। এর ফলে, পুরানো রোগীদের ডেটাগুলি হারিয়ে যেত।" একইসঙ্গে তিনি বলেন, "যদিও আমাদের সেন্ট্রাল সার্ভারে এই ডেটাগুলি রিজার্ভ করা আছে। তা হলেও ল্যাপটপ দু'টি পাওয়া না গেলে ডিপার্টমেন্টের থেকে ডেটাগুলি হারিয়ে যেত।"
Conclusion:দু'টি ল্যাপটপ খোয়া যাওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে পুরানো এক দুষ্কৃতীকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে চুরির ঘটনায় এই দুষ্কৃতীর যোগ থাকার রেকর্ড রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ‌‌। এর পরে সন্দেহের একটি তালিকা তৈরি করা হয়। নজরদারি চালাতে থাকে পুলিশ। অবশেষে সৌরভ সরকার (৫০) নামে বারুইপুরের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে খোয়া যাওয়া দু'টি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ।

________

ছবি:
wb_kol_02a_theft_recover_laptop_pic_7203421
এবং
wb_kol_02b_theft_recover_laptop_pic_7203421

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.