কলকাতা, 29 জুলাই: এসএসসি দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ শাসক দলকে নিশানা করে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বিরোধীরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শহরে মিছিল করেছে বিজেপি ৷ এ বার বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দিকে পাল্টা তির ছুড়লেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal slams Suvendu)৷ এজেন্সি শুভেন্দুর বাড়িতে গেলে সেখানেও গুপ্তধন পেত বলে বিস্ফোরক দাবি করেছেন তিনি ৷ সারদা ও নারদ মামলায় বিরোধী দলনেতার গ্রেফতারির দাবিতে ফের সরব হয়েছেন তিনি ৷
পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দুটি ফ্ল্যাট থেকে মিলেছে 'গুপ্তধন' ৷ উদ্ধার হয়েছে প্রায় 50 কোটি টাকা ৷ সেই নিয়ে শাসক দলের নেতাদের বিঁধছেন বিরোধীরা ৷ এ বার তৃণমূল নেতা কুণাল ঘোষ পাল্টা দাবি করলেন যে, এজেন্সি শুভেন্দু অধিকারীর বাড়িতে গেলে সেখান থেকেও গুপ্তধন পেত ৷ তার থেকে বাঁচতেই নন্দীগ্রামের বিধায়ক দলবদল করেন বলেও অভিযোগ করেন তিনি ৷
শুক্রবার সাতসকালে টুইটে কুণাল (Kunal Ghosh) লেখেন, "শুভেন্দু নিয়ে কিছু গুরুতর অভিযোগ আসছিল বলেই ওকে একাধিক জেলা পর্যবেক্ষক থেকে সরায় অভিষেক । তথ্য আসা শুরু হয়েছিল । বাঁচতে ও দলবদল করে । এজেন্সি গেলে গুপ্তধন পেত । চোর তোলাবাজ শুভেন্দু সে সব রাগেই অভিষেককে আক্রমণ করে ।"
-
শুভেন্দু নিয়ে কিছু গুরুতর অভিযোগ আসছিল বলেই ওকে একাধিক জেলা পর্যবেক্ষক থেকে সরায় অভিষেক। তথ্য আসা শুরু হয়েছিল।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
বাঁচতে ও দলবদল করে।
এজেন্সি গেলে গুপ্তধন পেত।
চোর তোলাবাজ শুভেন্দু সেসব রাগেই অভিষেককে আক্রমণ করে।
নারদা, সারদাতে ওর গ্রেপ্তার চাই।
বিজেপি চোরকে বাঁচাচ্ছে।
">শুভেন্দু নিয়ে কিছু গুরুতর অভিযোগ আসছিল বলেই ওকে একাধিক জেলা পর্যবেক্ষক থেকে সরায় অভিষেক। তথ্য আসা শুরু হয়েছিল।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 29, 2022
বাঁচতে ও দলবদল করে।
এজেন্সি গেলে গুপ্তধন পেত।
চোর তোলাবাজ শুভেন্দু সেসব রাগেই অভিষেককে আক্রমণ করে।
নারদা, সারদাতে ওর গ্রেপ্তার চাই।
বিজেপি চোরকে বাঁচাচ্ছে।শুভেন্দু নিয়ে কিছু গুরুতর অভিযোগ আসছিল বলেই ওকে একাধিক জেলা পর্যবেক্ষক থেকে সরায় অভিষেক। তথ্য আসা শুরু হয়েছিল।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 29, 2022
বাঁচতে ও দলবদল করে।
এজেন্সি গেলে গুপ্তধন পেত।
চোর তোলাবাজ শুভেন্দু সেসব রাগেই অভিষেককে আক্রমণ করে।
নারদা, সারদাতে ওর গ্রেপ্তার চাই।
বিজেপি চোরকে বাঁচাচ্ছে।
বিরোধী দলনেতার গ্রেফতারি দাবি করে কুণাল আরও লিখেছেন, "নারদা, সারদাতে ওর গ্রেপ্তার চাই । বিজেপি চোরকে বাঁচাচ্ছে ।"
আরও পড়ুন: মমতার পদত্যাগের দাবিতে কলকাতায় বিজেপির মিছিল
এর আগেও বিভিন্ন সময় এই নিয়ে সরব হয়েছে তৃণমূল ৷ সারদা ও নারদ মামলায় (Narada Saradha case) তৃণমূলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত চললেও, অপর অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে কেন ছাড় দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তোলেন শাসক দলের নেতারা ৷ বিজেপিই শুভেন্দুর রক্ষাকবচ হিসেবে কাজ করছে বলেও তোপ দাগা হয় ৷ পার্থ কাণ্ডে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল প্রবল অস্বস্তিতে, তখন আবারও সেই প্রশ্ন খুঁচিয়ে তুললেন কুণাল ঘোষ ৷