কলকাতা, 13 জানুয়ারি : আগামী মঙ্গলবার পর্যন্ত জাঁকিয়ে শীত থাকবে রাজ্যে ৷ মকর সংক্রান্তির দিন জাঁকিয়ে ঠান্ডা থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আজ তাপমাত্রার পারদ আরও নেমেছে।
আজ শহরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম রয়েছে । উত্তুরে হাওয়ার দাপটে জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে । পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রার পারদ বেশ খানিকটা কম । তাপমাত্রার পারদ আরও নামবে ৷ 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার কথা সর্বনিম্ন তাপমাত্রা ৷ আগামী 48 ঘণ্টার জন্য এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
কলকাতার সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হয়েছে। আজ সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96 শতাংশ ও সর্বনিম্ন 45 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা ৷ উত্তরবঙ্গের দু-একটি জেলায় মাঝারি কুয়াশার প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে । ওড়িশায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সর্তকতা দিয়েছে আবহাওয়া দপ্তর ।
অসম-সহ পূর্ব ভারতের রাজ্যগুলোতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে আগামী 24 ঘণ্টায় পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তুষারপাতের সম্ভাবনা রয়েছে । বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশে । এদিকে বিহার ও উত্তরপ্রদেশের শীতলতম দিনের পরিস্থিতি তৈরি রয়েছে ।