ETV Bharat / city

CAA-র প্রতিবাদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের TMCP-র ধরনা কর্মসূচি - protest against CAA

NRC ও CAA নিয়ে ধরনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ ৷ "বুরে দিন বাপাস করো", "NRC লজ্জা, CAA লজ্জা", "চায়ে বেচো, দেশ মত বেচো"-র মতো বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড সামনে রেখে অবস্থান-বিক্ষোভ TMCP ।

protest against CAA
অবস্থান বিক্ষোভ
author img

By

Published : Dec 30, 2019, 12:57 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে তোলপাড় রাজ্য থেকে দেশ । প্রতিবাদে সামিল হয়েছেন দেশের ছাত্রসমাজ ৷ প্রেসিডেন্সি, যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো রাজ্যের বহু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019 ও নাগরিকপঞ্জির প্রতিবাদে পথে নেমেছেন তাঁরা। গতকাল থেকে এই আইনের প্রতিবাদে তিনদিনের ধরনা কর্মসূচি গ্রহণ করল কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্রসংগঠন তৃণমূল ছাত্র পরিষদ।

তৃণমূল ছাত্র পরিষদের কলকাতা শাখার তরফ থেকে রাজা মেহেদি জানান, " ৩১ ডিসেম্বর পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে কলেজ স্কয়্য়ারের গেটের সামনে ধরনা দেবেন তাঁরা। ধরনায় প্রতিদিন অংশগ্রহণ করবেন চারজন। কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ১৪৪ ধারা জারি রয়েছে ৷ তাই আইন মেনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ধরনা কর্মসূচি। এই কর্মসূচিকে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ বলছেন তাঁরা।

protest against CAA
প্ল্যাকার্ড সামনে রেখে অবস্থান বিক্ষোভ

তিনি আরও বলেন, "গতকাল তৃণমূল ছাত্র পরিষদের চারজন সদস্য এই ধরনায় অংশগ্রহণ করেন। "বুরে দিন বাপাস করো", "NRC লজ্জা, CAA লজ্জা", "চায়ে বেচো, দেশ মত বেচো"-র মতো বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড সামনে রেখে অবস্থান-বিক্ষোভ করেন তাঁরা । আজ তাঁদের চারজন মহিলা সদস্যদের এই ধরনা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন রাজা মেহেদী।

কলকাতা, 30 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে তোলপাড় রাজ্য থেকে দেশ । প্রতিবাদে সামিল হয়েছেন দেশের ছাত্রসমাজ ৷ প্রেসিডেন্সি, যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো রাজ্যের বহু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019 ও নাগরিকপঞ্জির প্রতিবাদে পথে নেমেছেন তাঁরা। গতকাল থেকে এই আইনের প্রতিবাদে তিনদিনের ধরনা কর্মসূচি গ্রহণ করল কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্রসংগঠন তৃণমূল ছাত্র পরিষদ।

তৃণমূল ছাত্র পরিষদের কলকাতা শাখার তরফ থেকে রাজা মেহেদি জানান, " ৩১ ডিসেম্বর পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে কলেজ স্কয়্য়ারের গেটের সামনে ধরনা দেবেন তাঁরা। ধরনায় প্রতিদিন অংশগ্রহণ করবেন চারজন। কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ১৪৪ ধারা জারি রয়েছে ৷ তাই আইন মেনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ধরনা কর্মসূচি। এই কর্মসূচিকে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ বলছেন তাঁরা।

protest against CAA
প্ল্যাকার্ড সামনে রেখে অবস্থান বিক্ষোভ

তিনি আরও বলেন, "গতকাল তৃণমূল ছাত্র পরিষদের চারজন সদস্য এই ধরনায় অংশগ্রহণ করেন। "বুরে দিন বাপাস করো", "NRC লজ্জা, CAA লজ্জা", "চায়ে বেচো, দেশ মত বেচো"-র মতো বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড সামনে রেখে অবস্থান-বিক্ষোভ করেন তাঁরা । আজ তাঁদের চারজন মহিলা সদস্যদের এই ধরনা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন রাজা মেহেদী।

Intro:কলকাতা, ২৯ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় হয়ে গেছে গোটা দেশ, গোটা রাজ্য। প্রথম থেকেই প্রতিবাদে সামিল হয়েছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রেসিডেন্সি, যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো রাজ্যের বহু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জির প্রতিবাদে পথে নেমেছেন। আজ থেকে আবার নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে তিনদিনের ধরনা কর্মসূচি গ্রহণ করলেন তৃণমূল ছাত্র পরিষদের কলকাতা বিশ্ববিদ্যালয় শাখা।
Body:তৃণমূল ছাত্র পরিষদের কলকাতা শাখার তরফ থেকে রাজা মেহেদী জানাচ্ছেন, আজ থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে কলেজ স্কোয়ারের গেটের সামনে ধরনা দেবেন তাঁরা। ধরনায় প্রতিদিন অংশগ্রহণ করবেন চারজন। যেহেতু, কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ১৪৪ ধারা জারি রয়েছে তাই আইন মেনে সারাদিন, রাত ধরে এই ধরনা কর্মসূচি করবেন না তাঁরা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ধরনা কর্মসূচি। এই ধারণা কর্মসূচিকে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ বলছেন তাঁরা।

রাজা মেহেদী জানাচ্ছেন, আজ তৃণমূল ছাত্র পরিষদের চারজন সদস্য এই ধর্নায় অংশগ্রহণ করেছিলেন। রাজা মেহেদী সহ অভিরূপ চক্রবর্তী, তীর্থ প্রতিম সাহা ও রনি ঘোষ আজ ধরনায় বসেছিলেন। 'বুরে দিন বাপাস করো', 'NRC লজ্জা, CAA লজ্জা', 'চায়ে বেচো, দেশ মত বেচো'-র মতো বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড সামনে রেখে আজ অবস্থান-বিক্ষোভ করেন TMCP-র কলকাতা শাখার সদস্যরা। আগামীকাল তাঁদের মহিলা সদস্যদের মধ্যে চারজন এই ধরনা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানাচ্ছেন রাজা মেহেদী।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.