ETV Bharat / city

Notice to driving license holder: শহরে প্রশ্নের মুখে 50 হাজারের বেশি ড্রাইভিং লাইসেন্স, কেন ? - ড্রাইভিং লাইসেন্স উপভোক্তাদের নোটিস

শহরে প্রশ্নের মুখে 50 হাজারেরও বেশি ড্রাইভিং লাইসেন্স (Notice to driving license holder)৷ 54,085 জন লাইসেন্স উপভোক্তাকে নোটিস পাঠাল লালবাজার ট্রাফিক বিভাগ (Kolkata Traffic Police)৷

Kolkata Traffic Police sends notice to more than 50 thousand driving license holder
শহরে প্রশ্নের মুখে 50 হাজারের বেশি ড্রাইভিং লাইসেন্স, কেন ?
author img

By

Published : May 6, 2022, 5:29 PM IST

কলকাতা, 6 মে: শহরে প্রশ্নের মুখে 54,085টি ড্রাইভিং লাইসেন্স (Notice to driving license holder)। তার মধ্যে বেশিরভাগই বাইক চালক । বাকি চার চাকার চালক । ইতিমধ্যেই এই লাইসেন্স উপভোক্তাদের নোটিস পাঠানো হয়েছে লালবাজার ট্রাফিক বিভাগের তরফ থেকে। নোটিস পাঠিয়েছেন বিভিন্ন ট্রাফিক গার্ডের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অধিকারিকরা (Kolkata Traffic Police)। ইতিমধ্যেই 837 জনের ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে লালবাজার । পুলিশ সূত্রে খবর, এই 837 জন আগামী তিন মাসের জন্য গাড়ি বা মোটর বাইক নিয়ে রাস্তায় বের হতে পারবেন না ।

লালবাজার সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লালবাজারের তরফে মোট 26,203 জন চার চাকা গাড়ির চালক এবং মোটর বাইক চালককে নোটিস পাঠানো হয় । পাশাপাশি গত মার্চ মাসে 27,882 জনকে নোটিশ পাঠায় লালবাজার । নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক জানিয়েছেন, শহরে একাধিক সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনার সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে ভালভাবে পরীক্ষা করেছে লালবাজারের একটি বিশেষ দল ।

সূত্রের খবর এই বিশেষ দলে ছিলেন, কলকাতা পুলিশের ফেটাল স্কোয়াড ট্রাফিক পুলিশ বা এফএসটিপি-র পুলিশকর্মীরা এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিকরা । বেশিরভাগ পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে তাঁরা অনুধাবন করেন যে, অনেকেই অপরিণত অবস্থাতে গাড়ির স্টিয়ারিং-এ বসে রাজপথে নেমেছিলেন । আবার অনেকের বিরুদ্ধে একটি বাইকে তিনজন বসার অভিযোগ-সহ বিনা হেলমেটের সওয়ারী এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো একাধিক অভিযোগ সামনে এসেছে । এর পরেই গাড়ির মালিকদের চিহ্নিত করে লালবাজারের তরফে তাঁদের নোটিস পাঠানো হয় ।

আরও পড়ুন: Kolkata Police on Traffic Cases : সচেতনার জেরে কমেছে ট্রাফিক মামলা দাবি পুলিশের, মানতে নারাজ বাস ইউনিয়ন

লালবাজার সূত্রের খবর, নোটিস পাওয়ার পর নির্দিষ্ট সময়ে নিজ নিজ এলাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের (ট্রাফিক) সঙ্গে দেখা করতে যেতে হবে গাড়ির মালিকদের । সেখানে উপস্থিত থাকবেন কলকাতা পুলিশের ফেটাল স্কোয়াড ট্রাফিক পুলিশ বা এফএসটিপি পুলিশ কর্মীরাও । কথা বলার পরেও যদি কর্তব্যরত পুলিশ কর্মীদের মনে হয় যে, তাদের লাইসেন্স বাতিল করতে হবে, তাহলে সেই সিদ্ধান্ত তারা নিতে পারেন । এর ফলেই এখনও পর্যন্ত শহরে মোট 837 জনের ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য বাতিল করেছে কলকাতা পুলিশ ।

কলকাতা, 6 মে: শহরে প্রশ্নের মুখে 54,085টি ড্রাইভিং লাইসেন্স (Notice to driving license holder)। তার মধ্যে বেশিরভাগই বাইক চালক । বাকি চার চাকার চালক । ইতিমধ্যেই এই লাইসেন্স উপভোক্তাদের নোটিস পাঠানো হয়েছে লালবাজার ট্রাফিক বিভাগের তরফ থেকে। নোটিস পাঠিয়েছেন বিভিন্ন ট্রাফিক গার্ডের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অধিকারিকরা (Kolkata Traffic Police)। ইতিমধ্যেই 837 জনের ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে লালবাজার । পুলিশ সূত্রে খবর, এই 837 জন আগামী তিন মাসের জন্য গাড়ি বা মোটর বাইক নিয়ে রাস্তায় বের হতে পারবেন না ।

লালবাজার সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লালবাজারের তরফে মোট 26,203 জন চার চাকা গাড়ির চালক এবং মোটর বাইক চালককে নোটিস পাঠানো হয় । পাশাপাশি গত মার্চ মাসে 27,882 জনকে নোটিশ পাঠায় লালবাজার । নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক জানিয়েছেন, শহরে একাধিক সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনার সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে ভালভাবে পরীক্ষা করেছে লালবাজারের একটি বিশেষ দল ।

সূত্রের খবর এই বিশেষ দলে ছিলেন, কলকাতা পুলিশের ফেটাল স্কোয়াড ট্রাফিক পুলিশ বা এফএসটিপি-র পুলিশকর্মীরা এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিকরা । বেশিরভাগ পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে তাঁরা অনুধাবন করেন যে, অনেকেই অপরিণত অবস্থাতে গাড়ির স্টিয়ারিং-এ বসে রাজপথে নেমেছিলেন । আবার অনেকের বিরুদ্ধে একটি বাইকে তিনজন বসার অভিযোগ-সহ বিনা হেলমেটের সওয়ারী এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো একাধিক অভিযোগ সামনে এসেছে । এর পরেই গাড়ির মালিকদের চিহ্নিত করে লালবাজারের তরফে তাঁদের নোটিস পাঠানো হয় ।

আরও পড়ুন: Kolkata Police on Traffic Cases : সচেতনার জেরে কমেছে ট্রাফিক মামলা দাবি পুলিশের, মানতে নারাজ বাস ইউনিয়ন

লালবাজার সূত্রের খবর, নোটিস পাওয়ার পর নির্দিষ্ট সময়ে নিজ নিজ এলাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের (ট্রাফিক) সঙ্গে দেখা করতে যেতে হবে গাড়ির মালিকদের । সেখানে উপস্থিত থাকবেন কলকাতা পুলিশের ফেটাল স্কোয়াড ট্রাফিক পুলিশ বা এফএসটিপি পুলিশ কর্মীরাও । কথা বলার পরেও যদি কর্তব্যরত পুলিশ কর্মীদের মনে হয় যে, তাদের লাইসেন্স বাতিল করতে হবে, তাহলে সেই সিদ্ধান্ত তারা নিতে পারেন । এর ফলেই এখনও পর্যন্ত শহরে মোট 837 জনের ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য বাতিল করেছে কলকাতা পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.