ETV Bharat / city

River traffic police : শহরে জল-যন্ত্রণার মোকাবিলায় জল পুলিশকে বিশেষ দায়িত্ব - Kolkata Police

ঘূর্ণাবর্তের জেরে আগামী দু’দিন কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে ৷ তাই এবার বিশেষ দায়িত্ব দেওয়া হল কলকাতা পুলিশের রিভার ট্রাফিক বিভাগকে ৷

দুর্যোগের আশঙ্কায় কলকাতার রিভার ট্রাফিক পুলিশকে বিশেষ দায়িত্ব
দুর্যোগের আশঙ্কায় কলকাতার রিভার ট্রাফিক পুলিশকে বিশেষ দায়িত্ব
author img

By

Published : Sep 27, 2021, 5:39 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : ঘূর্ণাবর্তের জেরে আগামী দু’দিন কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে ৷ তাই দুর্যোগ মোকাবিলায় বিশেষ দায়িত্ব দেওয়া হল কলকাতা পুলিশের রিভার ট্রাফিক বিভাগকে ৷ লালবাজার সূত্রের খবর, যেহেতু কলকাতা পুলিশ ছাড়া আর অন্য কোনও জেলা পুলিশ বা কমিশনারেটে রিভার ট্রাফিক পুলিশ নেই । তাই নিজেদের এলাকা-সহ আশেপাশের জেলার বাড়তি দায়িত্ব পালন করতে চলেছে কলকাতা রিভার ট্রাফিক পুলিশ ।

আরও পড়ুন : Amphan Relief Case: আমফানের ত্রাণ চুরির অভিযোগ, স্বতঃপ্রণোদিত মামলা হিসেবে গ্রহণ হাইকোর্টের

লালবাজার সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, খিদিরপুর বন্দর, নামখানা-সহ একাধিক জায়গায় আজ রাত থেকেই নেমে পড়বে কলকাতা রিভার ট্রাফিক পুলিশ । পাশাপাশি উত্তর 24 পরগনা, হুগলি এবং হাওড়ার একাধিক এলাকা যেমন উত্তরপাড়া, শ্রীরামপুর, চন্দননগর-সহ প্রয়োজনে খানাকুলে গিয়েও পরিস্থিতি সামাল দেবে এই বাহিনী ৷

এছাড়া মহানগরে কোনও প্রকারের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তৎপর লালবাজার । ইতিমধ্যেই গত শনিবার কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্রের সঙ্গে বৈঠকে বসেন 9টি ডিভিশনের ডিসিরা । পাশাপাশি বৈঠকে ছিলেন কলকাতা পুলিশের কমব্যাট ব্যাটালিয়নের আধিকারিকরা । ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরাও ছিলেন ।

আরও পড়ুন : Election commission: প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের মধ্যেই নির্বাচন, জরুরি বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচন আধিকারিক

কলকাতা পুলিশ সূত্রের খবর, লালবাজারে কন্ট্রোল রুম খোলা হয়েছে । যেখানে পৌরসভা, সিইএসই, দমকল, পূর্ত বিভাগের অফিসাররা থাকছেন । দু’জন অতিরিক্তি কমিশনারের নেতৃত্বে পুলিশি বন্দোবস্ত করা হয়েছে । মোট 22টি বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হচ্ছে । প্রত্যেক দলে তিনজন করে থাকবেন ।

এর মধ্যে ভবানীপুর ও কালীঘাট থানায় মোট 4টি দল থাকছে । আলিপুর, ওয়াটগঞ্জ, একবালপুর, নিউ মার্কেট, পার্ক স্ট্রিট থানায় একটি করে টিম থাকছে । বাকি 4টি ডিভিশনে একটি করে টিম থাকবে । পিটিএস ও বডিগার্ড লাইনে 5টি টিম স্ট্যান্ডবাই থাকবে ।
থানাগুলিকে বলা হয়েছে, তাদের এলাকায় বিপজ্জনক বাড়ির তালিকা তৈরি করে রাখতে । সেখানে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে বলা হয়েছে ।

আরও পড়ুন : Cyclone Gulab : দুই মৎস্যজীবীর প্রাণ কাড়ল 'গুলাব', শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়

মূলত, রাস্তায় গাড়ি রাখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । তাছাড়াও শহরের 25টি ট্রাফিক কিয়স্কের ওসিদের রাস্তায় থাকতে বলা হয়েছে । জমা জলের জন্য যাতে যানজট না হয়, তার জন্য প্রয়োজন মতো অতিরিক্ত সার্জেন্ট রাস্তায় নামাবে কলকাতা পুলিশ । পাশাপাশি কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে লালবাজারের কন্ট্রোল রুম সমন্বয় সাধন করে কাজ করবে । এছাড়া সিইএসসির আধিকারিকদের সঙ্গেও পৃথক একটি বৈঠক হয় লালবাজারের ।

কলকাতা, 27 সেপ্টেম্বর : ঘূর্ণাবর্তের জেরে আগামী দু’দিন কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে ৷ তাই দুর্যোগ মোকাবিলায় বিশেষ দায়িত্ব দেওয়া হল কলকাতা পুলিশের রিভার ট্রাফিক বিভাগকে ৷ লালবাজার সূত্রের খবর, যেহেতু কলকাতা পুলিশ ছাড়া আর অন্য কোনও জেলা পুলিশ বা কমিশনারেটে রিভার ট্রাফিক পুলিশ নেই । তাই নিজেদের এলাকা-সহ আশেপাশের জেলার বাড়তি দায়িত্ব পালন করতে চলেছে কলকাতা রিভার ট্রাফিক পুলিশ ।

আরও পড়ুন : Amphan Relief Case: আমফানের ত্রাণ চুরির অভিযোগ, স্বতঃপ্রণোদিত মামলা হিসেবে গ্রহণ হাইকোর্টের

লালবাজার সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, খিদিরপুর বন্দর, নামখানা-সহ একাধিক জায়গায় আজ রাত থেকেই নেমে পড়বে কলকাতা রিভার ট্রাফিক পুলিশ । পাশাপাশি উত্তর 24 পরগনা, হুগলি এবং হাওড়ার একাধিক এলাকা যেমন উত্তরপাড়া, শ্রীরামপুর, চন্দননগর-সহ প্রয়োজনে খানাকুলে গিয়েও পরিস্থিতি সামাল দেবে এই বাহিনী ৷

এছাড়া মহানগরে কোনও প্রকারের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তৎপর লালবাজার । ইতিমধ্যেই গত শনিবার কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্রের সঙ্গে বৈঠকে বসেন 9টি ডিভিশনের ডিসিরা । পাশাপাশি বৈঠকে ছিলেন কলকাতা পুলিশের কমব্যাট ব্যাটালিয়নের আধিকারিকরা । ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরাও ছিলেন ।

আরও পড়ুন : Election commission: প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের মধ্যেই নির্বাচন, জরুরি বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচন আধিকারিক

কলকাতা পুলিশ সূত্রের খবর, লালবাজারে কন্ট্রোল রুম খোলা হয়েছে । যেখানে পৌরসভা, সিইএসই, দমকল, পূর্ত বিভাগের অফিসাররা থাকছেন । দু’জন অতিরিক্তি কমিশনারের নেতৃত্বে পুলিশি বন্দোবস্ত করা হয়েছে । মোট 22টি বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হচ্ছে । প্রত্যেক দলে তিনজন করে থাকবেন ।

এর মধ্যে ভবানীপুর ও কালীঘাট থানায় মোট 4টি দল থাকছে । আলিপুর, ওয়াটগঞ্জ, একবালপুর, নিউ মার্কেট, পার্ক স্ট্রিট থানায় একটি করে টিম থাকছে । বাকি 4টি ডিভিশনে একটি করে টিম থাকবে । পিটিএস ও বডিগার্ড লাইনে 5টি টিম স্ট্যান্ডবাই থাকবে ।
থানাগুলিকে বলা হয়েছে, তাদের এলাকায় বিপজ্জনক বাড়ির তালিকা তৈরি করে রাখতে । সেখানে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে বলা হয়েছে ।

আরও পড়ুন : Cyclone Gulab : দুই মৎস্যজীবীর প্রাণ কাড়ল 'গুলাব', শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়

মূলত, রাস্তায় গাড়ি রাখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । তাছাড়াও শহরের 25টি ট্রাফিক কিয়স্কের ওসিদের রাস্তায় থাকতে বলা হয়েছে । জমা জলের জন্য যাতে যানজট না হয়, তার জন্য প্রয়োজন মতো অতিরিক্ত সার্জেন্ট রাস্তায় নামাবে কলকাতা পুলিশ । পাশাপাশি কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে লালবাজারের কন্ট্রোল রুম সমন্বয় সাধন করে কাজ করবে । এছাড়া সিইএসসির আধিকারিকদের সঙ্গেও পৃথক একটি বৈঠক হয় লালবাজারের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.