কলকাতা, ৭ ডিসেম্বর : কখনও তারা ঢোকে পাসপোর্ট নিয়ে । কখনও আবার বেআইনি পথে । এভাবেই চোরাই মোবাইলের কারবারিরা বাংলাদেশ থেকে ঢুকে পড়ে ভারতে । এদেশের নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে কিনে নেয় চোরাই মোবাইল । তারপর তা নিয়ে ফের চলে যায় বাংলাদেশে । সেখানে এগুলি বিক্রি হয় বহুগুণ বেশি দামে । এমনই এক চক্রের সন্ধান পেল কলকাতা পুলিশ । ঘটনায় এক বাংলাদেশি সহ দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার করা হয়েছে শতাধিক মোবাইল ফোন ।
গতকাল কলকাতা পুলিশের গোয়েন্দারা হানা দেন মারকুইস স্ট্রিট এলাকায় । কলকাতায় মিনি বাংলাদেশ বলে পরিচিত এই এলাকায় চোরাই মোবাইলের কারবার হয় বলে জানতে পেরেছিল তারা । সেখান থেকে উদ্ধার হয় 131টি মোবাইল । সেখানে ইরফানুর রহমান রুবেল এবং শেখ সেলিম আহমেদ নামে দু'জন ছিল । তাদের মধ্যে রুবেল বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা । সেলিমের বাড়ি কড়েয়া থানা এলাকায় । এই দুজনকে প্রাথমিকভাবে আটক করা হয় হোটেল ইনসার সামনে থেকে। তাদের কাছে দুটি বড় ব্যাগপ্যাক ছিল। সেই ব্যাগের ভেতরে ছিল চোরাই মোবাইলগুলি।
আরও পড়ুন : সাইবার অপরাধ : মুখোমুখি কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, এই দুজন অর্গানাইজড ক্রাইম রেকেটের সদস্য। আন্তর্জাতিকভাবে এই চক্র চোরাই মোবাইলের কারবার করে। ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।