ETV Bharat / city

Online Gaming : অনলাইন গেম নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ লালবাজারের - অনলাইন গেম নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ লালবাজারের

ফুলবাগানের এক 12 বছরের বালক বহুতল থেকে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে ৷ সেও অনলাইন গেমে আসক্ত হয়েছিল বলে জানা গিয়েছে ৷ তার পরই অনলাইন গেম (Online Gaming) নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ লালবাজারের ৷

kolkata-police-planning-for-awareness-campaign-against-online-game
Online Game : অনলাইন গেম নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ লালবাজারের
author img

By

Published : Feb 8, 2022, 8:54 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি : করোনা অতিমারী (COVID Pandemic) সারা বিশ্বকেই ডিজিটাল করে তুলেছে ৷ অনলাইনে স্কুল থেকে অফিস, সবই চলছে ৷ আর সেই পড়াশোনা ও কাজের ফাঁকে কচিকাঁচা থেকে প্রাপ্তবয়স্ক, প্রায় সকলেই অনলাইন গেমে (Onilne Gaming) মজেছেন ৷ এই গেম মাঝেমধ্যেই মর্মান্তিক পরিণতি ডেকে আনছে ৷ তার বেশিরভাগই দেখা যাচ্ছে পড়ুয়াদের মধ্যে ৷ পড়ুয়াদের অনলাইনে গেমে আসক্তি কমাতে এবার সক্রিয় হচ্ছে লালবাজার (Kolkata Police Planning for awareness campaign against online game) ৷

কলকাতা পুলিশের তরফে স্কুলে-স্কুলে এই নিয়ে প্রচার চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ সেখানে অনলাইন গেমের ক্ষতিকারক দিকগুলি বোঝানো হবে ৷ লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুলকে বেছে নেওয়া হয়েছে ৷ আগামী মাসের প্রথম সপ্তাহে প্রচারের কাজ শুরু হবে ৷ স্কুলে স্কুলে গিয়ে ক্লাস নেবেন পুলিশ কর্মীরাই ৷

এই নিয়ে অবশ্য কলকাতা পুলিশের তরফে কেউ কিছু বলতে চাননি ৷ তবে লালাবাজারের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

সম্প্রতি ফুলবাগানের এক 12 বছরের বালক বহুতল থেকে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে ৷ সেও অনলাইন গেমে আসক্ত হয়েছিল বলে জানা গিয়েছে ৷ তারা জেরেই এই ঘটনা বলে পুলিশ জানতে পেরেছে ৷ এই ঘটনার পর পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি আরও বেশি জরুরি হয়ে পড়েছে বলে মত কলকাতা পুলিশের ৷

আরও পড়ুন : Road Accident in Basanti Highway : বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ট্রাফিক সার্জেন্ট

কলকাতা, 8 ফেব্রুয়ারি : করোনা অতিমারী (COVID Pandemic) সারা বিশ্বকেই ডিজিটাল করে তুলেছে ৷ অনলাইনে স্কুল থেকে অফিস, সবই চলছে ৷ আর সেই পড়াশোনা ও কাজের ফাঁকে কচিকাঁচা থেকে প্রাপ্তবয়স্ক, প্রায় সকলেই অনলাইন গেমে (Onilne Gaming) মজেছেন ৷ এই গেম মাঝেমধ্যেই মর্মান্তিক পরিণতি ডেকে আনছে ৷ তার বেশিরভাগই দেখা যাচ্ছে পড়ুয়াদের মধ্যে ৷ পড়ুয়াদের অনলাইনে গেমে আসক্তি কমাতে এবার সক্রিয় হচ্ছে লালবাজার (Kolkata Police Planning for awareness campaign against online game) ৷

কলকাতা পুলিশের তরফে স্কুলে-স্কুলে এই নিয়ে প্রচার চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ সেখানে অনলাইন গেমের ক্ষতিকারক দিকগুলি বোঝানো হবে ৷ লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুলকে বেছে নেওয়া হয়েছে ৷ আগামী মাসের প্রথম সপ্তাহে প্রচারের কাজ শুরু হবে ৷ স্কুলে স্কুলে গিয়ে ক্লাস নেবেন পুলিশ কর্মীরাই ৷

এই নিয়ে অবশ্য কলকাতা পুলিশের তরফে কেউ কিছু বলতে চাননি ৷ তবে লালাবাজারের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

সম্প্রতি ফুলবাগানের এক 12 বছরের বালক বহুতল থেকে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে ৷ সেও অনলাইন গেমে আসক্ত হয়েছিল বলে জানা গিয়েছে ৷ তারা জেরেই এই ঘটনা বলে পুলিশ জানতে পেরেছে ৷ এই ঘটনার পর পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি আরও বেশি জরুরি হয়ে পড়েছে বলে মত কলকাতা পুলিশের ৷

আরও পড়ুন : Road Accident in Basanti Highway : বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ট্রাফিক সার্জেন্ট

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.