ETV Bharat / city

Nupur Sharma: ফের নূপুর শর্মাকে নোটিশ পাঠাল কলকাতা পুলিশ - নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করে লালবাজার

বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma Comment Row) বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ তার পর তাঁকে হাজিরা দিতে একাধিক নোটিশ দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ কিন্তু তিনি এখনও পর্যন্ত হাজির হননি ৷

kolkata-police-again-sends-notice-to-nupur-sharma
Nupur Sharma: ফের নূপুর শর্মাকে নোটিশ পাঠাল কলকাতা পুলিশ
author img

By

Published : Jul 6, 2022, 2:05 PM IST

কলকাতা, 6 জুলাই : নূপুর শর্মাকে ফের নোটিশ পাঠাল কলকাতা পুলিশ (Kolkata Police again Send Notice to Nupur Sharma) ৷ আগামী সোমবারের মধ্যে তাঁকে কলকাতার নারকেলডাঙা থানায় হাজির হতে বলা হয়েছে ৷ এর আগেও লালবাজারের (Lalbazar) তরফে একাধিক নোটিশ দেওয়া হয়েছিল ৷ কিন্তু তিনি হাজিরা দেননি ৷ বরং সময় চেয়েছিলেন কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে ৷

নূপুর শর্মা এখন বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী ৷ কিন্তু বিজেপিতে থাকাকালীন তিনি একটি অনুষ্ঠানে একটি মন্তব্য করেন (Nupur Sharma Comment Row) ৷ যা থেকে বিতর্ক তৈরি হয় ৷ দেশের বিভিন্ন অংশে ক্ষোভ ছড়ায় ৷ পথ অবরোধ, ভাঙচুরের ঘটনা ঘটে ৷ বাংলাতেও বিক্ষোভ হয় ৷ বিশেষ করে হাওড়ার পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে পড়েছিল ৷ হাওড়া পুলিশের শীর্ষস্তরে রদবদল করে এবং শীর্ষস্তরের আইপিএস অফিসারদের দায়িত্ব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজ্য প্রশাসন ৷

অন্যদিকে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিজেপি নূপুরকে বহিষ্কার করে ৷ তাঁর সঙ্গে বহিষ্কার করা হয় আরও এক নেতাকে ৷ তাঁর বিরুদ্ধে নূপুরকে সমর্থন করার অভিযোগ ছিল ৷

এদিকে নূপুরের বিরুদ্ধে দেশের একাধিক থানায় অভিযোগ দায়ের হয় ৷ কলকাতাতেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে ৷ নারকেলডাঙা-সহ একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ সেই কারণেই নূপুরকে জেরা করতে চায় কলকাতা পুলিশ ৷ তাই তাঁকে একাধিক নোটিশ পাঠিয়েছে লালবাজার ৷ কিন্তু তিনি হাজিরা দেননি ৷ বরং সময় চেয়েছেন পুলিশের কাছ থেকে ৷ এই পরিস্থিতিতে কয়েকদিন আগে নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করে লালবাজার (Earlier Lalbazar Issued Lookout Notice to Nupur Sharma) ৷

তার পর বুধবার আবার তাঁকে নোটিশ পাঠাল কলকাতা পুলিশ ৷ এখন দেখার এবার নূপুর কলকাতা পুলিশের নোটিশ পেয়ে নারকেলডাঙা থানায় হাজিরা দিতে আসেন কি না !

আরও পড়ুন : Mamata on Nupur Sharma: কেন তাঁকে গ্রেফতার করা হবে না ? নাম না-করে নূপুর শর্মাকে তোপ মমতার

কলকাতা, 6 জুলাই : নূপুর শর্মাকে ফের নোটিশ পাঠাল কলকাতা পুলিশ (Kolkata Police again Send Notice to Nupur Sharma) ৷ আগামী সোমবারের মধ্যে তাঁকে কলকাতার নারকেলডাঙা থানায় হাজির হতে বলা হয়েছে ৷ এর আগেও লালবাজারের (Lalbazar) তরফে একাধিক নোটিশ দেওয়া হয়েছিল ৷ কিন্তু তিনি হাজিরা দেননি ৷ বরং সময় চেয়েছিলেন কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে ৷

নূপুর শর্মা এখন বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী ৷ কিন্তু বিজেপিতে থাকাকালীন তিনি একটি অনুষ্ঠানে একটি মন্তব্য করেন (Nupur Sharma Comment Row) ৷ যা থেকে বিতর্ক তৈরি হয় ৷ দেশের বিভিন্ন অংশে ক্ষোভ ছড়ায় ৷ পথ অবরোধ, ভাঙচুরের ঘটনা ঘটে ৷ বাংলাতেও বিক্ষোভ হয় ৷ বিশেষ করে হাওড়ার পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে পড়েছিল ৷ হাওড়া পুলিশের শীর্ষস্তরে রদবদল করে এবং শীর্ষস্তরের আইপিএস অফিসারদের দায়িত্ব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজ্য প্রশাসন ৷

অন্যদিকে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিজেপি নূপুরকে বহিষ্কার করে ৷ তাঁর সঙ্গে বহিষ্কার করা হয় আরও এক নেতাকে ৷ তাঁর বিরুদ্ধে নূপুরকে সমর্থন করার অভিযোগ ছিল ৷

এদিকে নূপুরের বিরুদ্ধে দেশের একাধিক থানায় অভিযোগ দায়ের হয় ৷ কলকাতাতেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে ৷ নারকেলডাঙা-সহ একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ সেই কারণেই নূপুরকে জেরা করতে চায় কলকাতা পুলিশ ৷ তাই তাঁকে একাধিক নোটিশ পাঠিয়েছে লালবাজার ৷ কিন্তু তিনি হাজিরা দেননি ৷ বরং সময় চেয়েছেন পুলিশের কাছ থেকে ৷ এই পরিস্থিতিতে কয়েকদিন আগে নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করে লালবাজার (Earlier Lalbazar Issued Lookout Notice to Nupur Sharma) ৷

তার পর বুধবার আবার তাঁকে নোটিশ পাঠাল কলকাতা পুলিশ ৷ এখন দেখার এবার নূপুর কলকাতা পুলিশের নোটিশ পেয়ে নারকেলডাঙা থানায় হাজিরা দিতে আসেন কি না !

আরও পড়ুন : Mamata on Nupur Sharma: কেন তাঁকে গ্রেফতার করা হবে না ? নাম না-করে নূপুর শর্মাকে তোপ মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.