ETV Bharat / city

Anish Khan Murder Case : আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে বাম বুদ্ধিজীবীদের মিছিল - Bengal CM Mamata Banerjee Announces to form SIT to investigate Anis Khan Murder Case

সোমবার কলকাতায় আনিস খান খুনের প্রতিবাদে সামিল নাগরিক সমাজ (Kolkata Civil Society Organize a Protest Rally for Anis Khan) ৷ প্রতিবাদ মিছিলে অংশ নেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, অভিনেতা বাদশা মৈত্র, সব্যসাচী ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন ।

kolkata civil society organize a protest rally for anis khan
Anis Khan Murder Case : আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে বামবুদ্ধিজীবীদের মিছিল
author img

By

Published : Feb 21, 2022, 10:16 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি : আনিস খান খুনের প্রতিবাদে সামিল নাগরিক সমাজ (Kolkata Civil Society Organize a Protest Rally for Anis Khan) । কলকাতার রাজপথে বাম বুদ্ধিজীবী-সহ কয়েক হাজার মানুষের বিক্ষোভ মিছিল হল ৷

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খানকে খুন করা হয়েছে বলে অভিযোগ (Anis Khan Murder Case) ৷ ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও অভিযুক্তরা অধরা । যত সময় যাচ্ছে তত সুর চড়াচ্ছে সিপিএম, কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সিট গঠন করার কথা (Bengal CM Mamata Banerjee Announces to form SIT to investigate Anis Khan Murder Case) । এমনকি হাওড়া গ্রামীণ পুলিশের শীর্ষ আধিকারিকরা এদিন আনিসের বাড়ি গিয়ে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন । অন্যদিকে রাজ্যের মন্ত্রী পুলক রায় বিক্ষোভের মুখে পড়েন তাঁর বাড়ির সামনে ।

kolkata civil society organize a protest rally for anis khan
আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে মিছিল

এদিকে ছাত্র-যুবদের বিক্ষোভের পর সোমবার ফের কলকাতা আরও একটি প্রতিবাদ মিছিল দেখল । কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে বামপন্থী বুদ্ধিজীবীদের মিছিলে হাঁটতে দেখা গেল প্রচুর মানুষকে । যতক্ষণ না অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে, উপযুক্ত তদন্ত হচ্ছে, ততদিন লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে এদিনের মিছিলে হাঁটা মানুষজন ।

মিছিলের সামনে ছিলেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, অভিনেতা বাদশা মৈত্র, সব্যসাচী ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন । এই মিছিল ধর্মতলা মোড় থেকে শুরু হয় সিআর অ্যাভিনিউ ধরে মহাজাতি সদনের সামনে শেষ হয় । মিছিলে অনেকের হাতেই প্ল্যাকার্ড ছিল খুনের প্রতিবাদ জানিয়ে । অনেকের হাতেই ব্যানার ছিল অভিযুক্তদের শাস্তির দাবি করে । শুরু থেকে শেষ পর্যন্ত স্লোগান মুখর ছিল এই মিছিল ।

আরও পড়ুন : Student Leader Anish Khan Death : অবশেষে উদ্ধার আনিশের হারানো মোবাইল, বাড়ির সামনে বসল সিসিটিভি

কলকাতা, 21 ফেব্রুয়ারি : আনিস খান খুনের প্রতিবাদে সামিল নাগরিক সমাজ (Kolkata Civil Society Organize a Protest Rally for Anis Khan) । কলকাতার রাজপথে বাম বুদ্ধিজীবী-সহ কয়েক হাজার মানুষের বিক্ষোভ মিছিল হল ৷

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খানকে খুন করা হয়েছে বলে অভিযোগ (Anis Khan Murder Case) ৷ ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও অভিযুক্তরা অধরা । যত সময় যাচ্ছে তত সুর চড়াচ্ছে সিপিএম, কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সিট গঠন করার কথা (Bengal CM Mamata Banerjee Announces to form SIT to investigate Anis Khan Murder Case) । এমনকি হাওড়া গ্রামীণ পুলিশের শীর্ষ আধিকারিকরা এদিন আনিসের বাড়ি গিয়ে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন । অন্যদিকে রাজ্যের মন্ত্রী পুলক রায় বিক্ষোভের মুখে পড়েন তাঁর বাড়ির সামনে ।

kolkata civil society organize a protest rally for anis khan
আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে মিছিল

এদিকে ছাত্র-যুবদের বিক্ষোভের পর সোমবার ফের কলকাতা আরও একটি প্রতিবাদ মিছিল দেখল । কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে বামপন্থী বুদ্ধিজীবীদের মিছিলে হাঁটতে দেখা গেল প্রচুর মানুষকে । যতক্ষণ না অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে, উপযুক্ত তদন্ত হচ্ছে, ততদিন লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে এদিনের মিছিলে হাঁটা মানুষজন ।

মিছিলের সামনে ছিলেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, অভিনেতা বাদশা মৈত্র, সব্যসাচী ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন । এই মিছিল ধর্মতলা মোড় থেকে শুরু হয় সিআর অ্যাভিনিউ ধরে মহাজাতি সদনের সামনে শেষ হয় । মিছিলে অনেকের হাতেই প্ল্যাকার্ড ছিল খুনের প্রতিবাদ জানিয়ে । অনেকের হাতেই ব্যানার ছিল অভিযুক্তদের শাস্তির দাবি করে । শুরু থেকে শেষ পর্যন্ত স্লোগান মুখর ছিল এই মিছিল ।

আরও পড়ুন : Student Leader Anish Khan Death : অবশেষে উদ্ধার আনিশের হারানো মোবাইল, বাড়ির সামনে বসল সিসিটিভি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.