কলকাতা, 28 অক্টোবর : সোনারপুর-রাজপুর লাগোয়া কলকাতার পৌরনিগমের (Kolkata Municipal Corporation- KMC) ওয়ার্ডগুলিতে করোনা সংক্রমণ এই মুহূর্তে সব থেকে বেশি । তাই এই এলাকাগুলিতে কনটেনমেন্ট জোন করা হচ্ছে আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে ৷ পৌর প্রশাসক ফিরহাদ হাকিম বৃহস্পতিবার জানালেন একথা ৷
ইতিমধ্যেই রাজপুর-সোনারপুর এলাকায় কড়া বিধি-নিষেধ ঘোষণা করা হয়েছে । বাজার-ঘাট বন্ধ রয়েছে সেখানে । সোনারপুর-রাজপুর লাগোয়া কলকাতা পৌরনিগমের বিস্তীর্ণ এলাকায় করোনার সংক্রমণ এই মুহূর্তে বেশি থাকায় তৎপর হয়েছে কলকাতা পৌরনিগমও । ব্রিজি, পঞ্চসায়র, আনন্দপুর, পূর্ব এবং পশ্চিম পুটিয়ারি, বাঁশদ্রোণী, রেনিয়া এবং পাটুলির বিস্তীর্ণ এলাকাজুড়ে কনটেনমেন্ট জোন করা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।
পাশাপাশি বেশ কিছু ওয়ার্ডে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম । পৌরনিগমের 111, 110, 97, 108, 109, 112 এবং 113 নম্বর ওয়ার্ডের যেসব এলাকায় করোনা সংক্রমণ ধরা পড়ছে, সেইসব এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করা হবে । এই এলাকায় যাতে 100 শতাংশ করোনার পরীক্ষা করা হয় তার জন্য ব্যবস্থা করেছে কলকাতা পৌরনিগম ।
এদিন পৌর প্রশাসক জানিয়েছেন, ওইসব এলাকায় অনেকেই এখন করোনার ভ্যাকসিনের প্রথম ডোজই নেননি । এসব এলাকায় মানুষের মধ্যে করোনার টিকার প্রতি অনীহা রয়েছে । ফলে এখানে সংক্রমণ শহরের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি ৷ মোবাইল ভ্যানে করে ভ্যাকসিনেশন টিম পাঠানো শুরু হয়েছে । প্রয়োজনে ভ্যাকসিনেশন কেন্দ্রে সাধারণ মানুষকে নিয়ে এসে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । সোনারপুর-রাজপুরের সীমান্তবর্তী কলকাতা পৌর এলাকাগুলিতে বাড়তি নজরদারি চালাচ্ছে পৌরনিগম কর্তৃপক্ষ ।
আরও পড়ুন : Kolkata market area: ঊর্ধ্বমুখী করোনাকে নিয়ন্ত্রণ করতে বাজারগুলিতে পুলিশের কড়া নজরদারি