ETV Bharat / city

খাগড়াগড়কাণ্ড : কওসর ঘনিষ্ঠ হাবিবুরকে আজ কলকাতার NIA আদালতে পেশ - terrorist attack

কলকাতায় আনা হল জঙ্গি হাবিবুর রহমান ওরফে হাবিবুল শেখকে । আজ তোলা হবে বিশেষ NIA আদালতে ।

হবিবুর
author img

By

Published : Jun 28, 2019, 10:49 AM IST

Updated : Jun 28, 2019, 11:13 AM IST

কলকাতা, 28 জুন : অবশেষে কলকাতায় আনা হল জঙ্গি হাবিবুর রহমান ওরফে হাবিবুল শেখকে। কলকাতার বিশেষ NIA আদালতে পেশ করার জন্য গতকাল রাতে তাকে শহরে আনা হয়েছে । আজ তোলা হবে আদালতে ।

জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার আমের বোমারু মিজ়ান ওরফে কওসরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই হাবিবুর এবং মোস্তাফিজুর রহমান । বেঙ্গালুরুতে কওসরের আশপাশেই থাকত তারা । সঙ্গ দিত নাশকতার প্ল্যানিংয়ে। সঙ্গে বোমারু মিজ়ানের নিরাপত্তার বিষয়টি দেখা এবং জঙ্গি নেটওয়ার্কের বিভিন্ন সদস্যের কাছে সহযোগিতা বার্তা পাঠানোর কাজ করত এই দু'জন । গতবছর কওসরের সঙ্গেই মুস্তাফিজুরকে পাকড়াও করে NIA । কিন্তু হাবিবুরের খোঁজ পাচ্ছিলেন না তাঁরা । অবশেষে মঙ্গলবার বেঙ্গালুরুর রামগাড়া থেকে গ্রেপ্তার করা হয় হাবিবুরকে ।

খাগড়াগড়কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এই হাবিবুর আদতে বোলপুরের মুলুক শান্তিপল্লি এলাকার বাসিন্দা । বোমারু মিজ়ান এবং হাত কাটা নাসিরুল্লার হাত ধরে তার জঙ্গি খাতায় নাম লেখানো । পরে মকিমনগর মাদ্রাসা থেকে জঙ্গি প্রশিক্ষণ নেওয়া । শুধু তাই নয়, বিস্ফোরক বিশেষজ্ঞ হয়ে উঠতে পরপর বেশ কয়েকটি জঙ্গি ট্রেনিং ক্যাম্পে উপস্থিত ছিল সে । আর তাতেই সে হয়ে উঠেছিল পাক্কা বিস্ফোরক বিশেষজ্ঞ । বেঙ্গালুরুতে গা ঢাকা দিয়েছিল । সেখানে তৈরি করছিল বিস্ফোরক । তাকে গ্রেপ্তারের পর জেরা করে বেঙ্গালুরুর উপকণ্ঠে রামনগরের রেললাইন সংলগ্ন নালা থেকে উদ্ধার হয় দু'টি IED । জেরায় সে জানিয়েছে, অন্য এক জঙ্গিকে IED দেওয়ার জন্য সে ওই দুটি বানিয়ে রেললাইনের ধারে লুকিয়ে রেখেছিল । NIA-এর ধারণা, হাবিবুর বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে চলন্ত কোনও ট্রেনকে ওড়ানোর ছক কষেছিল । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক কর্তা জানাচ্ছেন, ধৃতকে জেরা করলে পাওয়া যাবে আরও অনেক তথ্য । সেই সূত্রেই আজ আদালতে NIA হেপাজত চাওয়া হবে হাবিবুরের ।

কলকাতা, 28 জুন : অবশেষে কলকাতায় আনা হল জঙ্গি হাবিবুর রহমান ওরফে হাবিবুল শেখকে। কলকাতার বিশেষ NIA আদালতে পেশ করার জন্য গতকাল রাতে তাকে শহরে আনা হয়েছে । আজ তোলা হবে আদালতে ।

জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার আমের বোমারু মিজ়ান ওরফে কওসরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই হাবিবুর এবং মোস্তাফিজুর রহমান । বেঙ্গালুরুতে কওসরের আশপাশেই থাকত তারা । সঙ্গ দিত নাশকতার প্ল্যানিংয়ে। সঙ্গে বোমারু মিজ়ানের নিরাপত্তার বিষয়টি দেখা এবং জঙ্গি নেটওয়ার্কের বিভিন্ন সদস্যের কাছে সহযোগিতা বার্তা পাঠানোর কাজ করত এই দু'জন । গতবছর কওসরের সঙ্গেই মুস্তাফিজুরকে পাকড়াও করে NIA । কিন্তু হাবিবুরের খোঁজ পাচ্ছিলেন না তাঁরা । অবশেষে মঙ্গলবার বেঙ্গালুরুর রামগাড়া থেকে গ্রেপ্তার করা হয় হাবিবুরকে ।

খাগড়াগড়কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এই হাবিবুর আদতে বোলপুরের মুলুক শান্তিপল্লি এলাকার বাসিন্দা । বোমারু মিজ়ান এবং হাত কাটা নাসিরুল্লার হাত ধরে তার জঙ্গি খাতায় নাম লেখানো । পরে মকিমনগর মাদ্রাসা থেকে জঙ্গি প্রশিক্ষণ নেওয়া । শুধু তাই নয়, বিস্ফোরক বিশেষজ্ঞ হয়ে উঠতে পরপর বেশ কয়েকটি জঙ্গি ট্রেনিং ক্যাম্পে উপস্থিত ছিল সে । আর তাতেই সে হয়ে উঠেছিল পাক্কা বিস্ফোরক বিশেষজ্ঞ । বেঙ্গালুরুতে গা ঢাকা দিয়েছিল । সেখানে তৈরি করছিল বিস্ফোরক । তাকে গ্রেপ্তারের পর জেরা করে বেঙ্গালুরুর উপকণ্ঠে রামনগরের রেললাইন সংলগ্ন নালা থেকে উদ্ধার হয় দু'টি IED । জেরায় সে জানিয়েছে, অন্য এক জঙ্গিকে IED দেওয়ার জন্য সে ওই দুটি বানিয়ে রেললাইনের ধারে লুকিয়ে রেখেছিল । NIA-এর ধারণা, হাবিবুর বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে চলন্ত কোনও ট্রেনকে ওড়ানোর ছক কষেছিল । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক কর্তা জানাচ্ছেন, ধৃতকে জেরা করলে পাওয়া যাবে আরও অনেক তথ্য । সেই সূত্রেই আজ আদালতে NIA হেপাজত চাওয়া হবে হাবিবুরের ।

Intro:কলকাতা, ২৮ জুন: অবশেষে কলকাতায় আনা হল কুখ্যাত জঙ্গী হাবিবুর রহমান ওরফে হাবিবুল শেখ ওরফে শেখকে। গত রাতে তাকে কলকাতার বিশেষ NIA আদালতে পেশ করার জন্য শহরে আনা হয়। আজ তাকে আদালতে তোলা হবে।
Body:জামাতুল মুজাহিদিন ইন্ডিয়ার আমের বোমারু মিজান ওরফে কওসরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই হাবিবুর এবং মোস্তাফিজুর রহমান। ব্যাঙ্গালুরুতে কওসরের আশে পাশেই থাকতো তারা। সঙ্গ দিত নাশকতার প্ল্যানিংয়ের। সঙ্গে বোমারু মিজানের নিরাপত্তার বিষয়টি দেখা এবং জঙ্গি নেটওয়ার্কের বিভিন্ন সদস্যের কাছে সহযোগিতা বার্তা পাঠানোর কাজ করত এই দুজন। গতবছর কওসরের সঙ্গেই মুস্তাফিজুরকে পাকড়াও করে এনআইএ। কিন্তু হাবিবুরের খোঁজ ছিল না। অবশেষে ২৫ জুন ব্যাঙ্গালুরুর রামগাড়া থেকে গ্রেপ্তার করা হয় হাবিবুরকে। Conclusion:খাগড়াগড় কান্ডের অন্যতম মূল অভিযুক্ত এই হাবিবুর আদতে বোলপুরের মুলুক শান্তিপল্লী এলাকার বাসিন্দা। বোমারু মিজান এবং হাত কাটা নাসিরুল্লার হাত ধরে তার জঙ্গি খাতায় নাম লেখানো। পরে মকিমনগর মাদ্রাসা থেকে জঙ্গি প্রশিক্ষণ নেওয়া। শুধু তাই নয় বিস্ফোরক বিশেষজ্ঞ হয়ে উঠতে পরপর বেশ কয়েকটি জঙ্গি ট্রেনিং ক্যাম্পে উপস্থিত ছিল সে। আর তাতেই সে হয়ে উঠেছিল পাক্কা বিস্ফোরক বিশেষজ্ঞ। বেঙ্গালুরু লুকিয়ে সে তৈরি করছিল বিস্ফোরক। তাকে গ্রেপ্তারের পর জেরা করে বেঙ্গালুরুর উপকন্ঠে রামনগরের রেললাইন সংলগ্ন নালা থেকে উদ্ধার হল দু'টি আইইডি। জেরায় জানিয়েছে, অন্য এক জঙ্গিকে আইইডি দেওয়ার জন্য সে ওই দুটি বানিয়ে রেল লাইনের ধারে লুকিয়ে রেখেছিল। NIA এর ধারণা, হাবিবুর বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে চলন্ত কোনও ট্রেনকে ওড়ানোর ছক কষেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক কর্তা জানাচ্ছেন, ধৃতকে জেরা করলে পাওয়া যাবে আরও অনেক তথ্য। সেই সূত্রে, আজ আদালতে NIA হেফাজত চাওয়া হবে হাবিবুরের।
Last Updated : Jun 28, 2019, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.