ETV Bharat / city

Justice Abhijit Ganguly : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যাবে না উচ্চপ্রাথমিকের মামলা - Justice Ganguly will not hear new upper primary cases anymore

উচ্চপ্রাথমিক সংক্রান্ত নতুন সমস্ত মামলা এবার থেকে শুনবেন বিচারপতি রাজা শেখর মান্থা (Justice Ganguly will not hear new upper primary cases anymore) ৷ তবে হাইকোর্ট সূত্রে খবর, উচ্চপ্রাথমিকের যে সমস্ত পুরনো মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এতদিন শুনছিলেন সেগুলো তাঁর এজলাসেই থাকবে ৷

Justice Abhijit Ganguly
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরছে উচ্চপ্রাথমিকের নতুন সমস্ত মামলা
author img

By

Published : Jun 4, 2022, 7:48 AM IST

কলকাতা, 4 জুন : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আর যাবে না উচ্চপ্রাথমিক সংক্রান্ত নতুন মামলা। উচ্চপ্রাথমিক সংক্রান্ত নতুন সমস্ত মামলা এবার থেকে শুনবেন বিচারপতি রাজা শেখর মান্থা (Justice Ganguly will not hear new upper primary cases anymore) ৷ তবে হাইকোর্ট সূত্রে খবর, উচ্চপ্রাথমিকের যে সমস্ত পুরনো মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এতদিন শুনছিলেন সেগুলো তাঁর এজলাসেই থাকবে, যদি না অন্যান্য আইনজীবীরা আপত্তি তোলেন ৷ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার থেকে প্রাইমারি এবং মাদ্রাসা সংক্রান্ত মামলাগুলি শুনবেন। পক্ষান্তরে উচ্চপ্রাথমিক সংক্রান্ত মামলাগুলি শুনবেন বিচারপতি রাজা শেখর মান্থা শুনবেন ।

রেজিস্ট্রার জেনারেল যে বিজ্ঞপ্তি জারি করেছেন তাতে হাইকোর্টের একাধিক বিচারপতির ডিটারমিনেশন পরিবর্তন করা হয়েছে | স্বভাবতই বিচারপতিদের এই ডিটারমিনেশন পরিবর্তনের নোটিসে স্বাভাবিকভাবেই হাইকোর্টের আইনজীবীদের মধ্যে একটা উদ্বেগ ছড়িয়েছে ৷ আইনজীবীদের প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উচ্চপ্রাথমিকের একাধিক মামলায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, তাহলে কি তিনি সেই মামলাগুলির শুনানি আর করতে পারবেন না ? স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার সঙ্গে জড়িত আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, "ডিটারমিনেশন পরিবর্তনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মামলাগুলি শুনছিলেন তার কোনও হেরফের হবে না ৷

আরও পড়ুন : ডব্লিউবিসিএস অফিসার থেকে বিচারপতি, নজরকাড়া কেরিয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কারণ, নিয়ম অনুযায়ী একজন বিচারপতি কোনও মামলার আংশিক শুনানি করে থাকলে সেই মামলাগুলির নিষ্পত্তিও তিনিই করবেন ৷ ফলে পুরনো যে সমস্ত মামলায় বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেগুলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই থাকছে ৷ নয়া মামলাগুলি এবার থেকে শুনবেন বিচারপতি রাজা শেখর মান্থা ৷ এটি আদালতের অত্যন্ত স্বাভাবিক একটা প্রক্রিয়া ৷ এতে ন্যায়বিচার প্রভাবিত হবে না ।"

কলকাতা, 4 জুন : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আর যাবে না উচ্চপ্রাথমিক সংক্রান্ত নতুন মামলা। উচ্চপ্রাথমিক সংক্রান্ত নতুন সমস্ত মামলা এবার থেকে শুনবেন বিচারপতি রাজা শেখর মান্থা (Justice Ganguly will not hear new upper primary cases anymore) ৷ তবে হাইকোর্ট সূত্রে খবর, উচ্চপ্রাথমিকের যে সমস্ত পুরনো মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এতদিন শুনছিলেন সেগুলো তাঁর এজলাসেই থাকবে, যদি না অন্যান্য আইনজীবীরা আপত্তি তোলেন ৷ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার থেকে প্রাইমারি এবং মাদ্রাসা সংক্রান্ত মামলাগুলি শুনবেন। পক্ষান্তরে উচ্চপ্রাথমিক সংক্রান্ত মামলাগুলি শুনবেন বিচারপতি রাজা শেখর মান্থা শুনবেন ।

রেজিস্ট্রার জেনারেল যে বিজ্ঞপ্তি জারি করেছেন তাতে হাইকোর্টের একাধিক বিচারপতির ডিটারমিনেশন পরিবর্তন করা হয়েছে | স্বভাবতই বিচারপতিদের এই ডিটারমিনেশন পরিবর্তনের নোটিসে স্বাভাবিকভাবেই হাইকোর্টের আইনজীবীদের মধ্যে একটা উদ্বেগ ছড়িয়েছে ৷ আইনজীবীদের প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উচ্চপ্রাথমিকের একাধিক মামলায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, তাহলে কি তিনি সেই মামলাগুলির শুনানি আর করতে পারবেন না ? স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার সঙ্গে জড়িত আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, "ডিটারমিনেশন পরিবর্তনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মামলাগুলি শুনছিলেন তার কোনও হেরফের হবে না ৷

আরও পড়ুন : ডব্লিউবিসিএস অফিসার থেকে বিচারপতি, নজরকাড়া কেরিয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কারণ, নিয়ম অনুযায়ী একজন বিচারপতি কোনও মামলার আংশিক শুনানি করে থাকলে সেই মামলাগুলির নিষ্পত্তিও তিনিই করবেন ৷ ফলে পুরনো যে সমস্ত মামলায় বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেগুলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই থাকছে ৷ নয়া মামলাগুলি এবার থেকে শুনবেন বিচারপতি রাজা শেখর মান্থা ৷ এটি আদালতের অত্যন্ত স্বাভাবিক একটা প্রক্রিয়া ৷ এতে ন্যায়বিচার প্রভাবিত হবে না ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.