ETV Bharat / city

নৈহাটি বিস্ফোরণে রাজ্য প্রশাসনকে দুষলেন রাজ্যপাল - জগদীপ ধনকড় টুইট

নৈহাটির অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ৷

নৈহাটি বিস্ফোরণে রাজ্য প্রশাসনকে দুষলেন রাজ্যপাল
নৈহাটি বিস্ফোরণে রাজ্য প্রশাসনকে দুষলেন রাজ্যপাল
author img

By

Published : Jan 4, 2020, 12:50 PM IST

Updated : Jan 4, 2020, 12:56 PM IST

কলকাতা, 4 জানুয়ারি : নৈহাটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রাজ্য প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল ৷ তিনি একটি টুইটে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ঘটনায় তিনি মর্মাহত ৷ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় ঘুরিয়ে রাজ্যকেই দুষলেন তিনি ৷ রাজ্য প্রশাসনের গাফিলতির দিকে আবারও আঙুল তুললেন জগদীপ ধনকড় ৷

টুইটে তিনি লেখেন, অভিযোগ ছিল নিষিদ্ধ বোমা তৈরি হত কারখানায় ৷ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবিও জানিয়েছেন ধনকড় ৷ এই ঘটনায় প্রশাসনের ভূমিকা কী তা ঠিক করে দ্রুত ব্যবস্থা নিতে হবে, একথা উল্লেখও করেছেন তিনি টুইটে ৷

  • .@MamataOfficial. Several deaths in blasts at factory at Masjidpara, Naihati has pained and shocked me. Allegations that crude bombs were being made in illegal factory warrants intense expert probe. Accountability of all in the administration needs to be fixed promptly.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) January 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এলাকাবাসীর দাবি, প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই অবৈধ কারখানা বহুদিন ধরে চলছে । গতকাল নৈহাটিতে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় পাঁচ জনের । প্রত্যেকেই এই কারখানার শ্রমিক । নাম কল্পনা হালদার (44), বিন্ডা সাঁপুই (42), মনসুল পেয়াদা (17), রাম বেসরা (44) প্রাণ হারিয়েছেন বিস্ফোরণে ৷ জখম হয়েছেন অন্তত 10 জন । এমনকী, একবছর আগেও এই কারখানায় বিস্ফোরণ হয় । মৃত্যু হয় ছ'জনের ।

স্থানীয়দের অভিযোগ, পুলিশের পরোক্ষ মদতেই এই বেআইনি কারবার চালাচ্ছিল ওই কারখানার মালিক । আজ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ৷

কলকাতা, 4 জানুয়ারি : নৈহাটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রাজ্য প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল ৷ তিনি একটি টুইটে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ঘটনায় তিনি মর্মাহত ৷ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় ঘুরিয়ে রাজ্যকেই দুষলেন তিনি ৷ রাজ্য প্রশাসনের গাফিলতির দিকে আবারও আঙুল তুললেন জগদীপ ধনকড় ৷

টুইটে তিনি লেখেন, অভিযোগ ছিল নিষিদ্ধ বোমা তৈরি হত কারখানায় ৷ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবিও জানিয়েছেন ধনকড় ৷ এই ঘটনায় প্রশাসনের ভূমিকা কী তা ঠিক করে দ্রুত ব্যবস্থা নিতে হবে, একথা উল্লেখও করেছেন তিনি টুইটে ৷

  • .@MamataOfficial. Several deaths in blasts at factory at Masjidpara, Naihati has pained and shocked me. Allegations that crude bombs were being made in illegal factory warrants intense expert probe. Accountability of all in the administration needs to be fixed promptly.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) January 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এলাকাবাসীর দাবি, প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই অবৈধ কারখানা বহুদিন ধরে চলছে । গতকাল নৈহাটিতে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় পাঁচ জনের । প্রত্যেকেই এই কারখানার শ্রমিক । নাম কল্পনা হালদার (44), বিন্ডা সাঁপুই (42), মনসুল পেয়াদা (17), রাম বেসরা (44) প্রাণ হারিয়েছেন বিস্ফোরণে ৷ জখম হয়েছেন অন্তত 10 জন । এমনকী, একবছর আগেও এই কারখানায় বিস্ফোরণ হয় । মৃত্যু হয় ছ'জনের ।

স্থানীয়দের অভিযোগ, পুলিশের পরোক্ষ মদতেই এই বেআইনি কারবার চালাচ্ছিল ওই কারখানার মালিক । আজ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ৷

Mumbai, Jan 04 (ANI): Bollywood newbie Ananya Panday was spotted in Mumbai. Actor John Abraham was spotted with wife Priya Runchal. Actor Kartik Aaryan was seen posing with his fans in the 'dream city'. 'Kabir Singh' star Shahid Kapoor was also spotted at Juhu playground.
Last Updated : Jan 4, 2020, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.