ETV Bharat / city

"ডেঙ্গি অ্যাজেন্ডা নয়?" বিধানসভার অধিবেশন স্থগিত নিয়ে প্রশ্ন রাজ্যপালের - বিধানসভার অধিবেশন স্থগিত প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্য

কার্যবিবরণী না থাকায় গতকাল হঠাৎ দু'দিনের জন্য স্থগিত রাখা হয় বিধানসভার শীতকালীন অধিবেশন ৷ আজ এ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় প্রশ্ন তোলেন, "ডেঙ্গি কি অ্যাজেন্ডা নয় ?"

Jagdeep Dhankar
জগদীপ ধনকড়
author img

By

Published : Dec 4, 2019, 8:55 PM IST

Updated : Dec 4, 2019, 10:58 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : কার্যবিবরণী না থাকায় গতকাল হঠাৎ দু'দিনের জন্য স্থগিত রাখা হয় বিধানসভার শীতকালীন অধিবেশন ৷ আজ এবং আগামীকাল বিধানসভার অধিবেশন বসবে না ৷ এ বিষয়ে অবশ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যপালের কাছে বেশ কিছু বিল পাঠানো হয়েছিল ৷ যে বিলগুলিতে এখনও পর্যন্ত তাঁর অনুমোদন পাওয়া যায়নি । এমন কী বিলগুলোতে স্বাক্ষরও করেননি তিনি । আজ এ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পালটা প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর প্রশ্ন, "ডেঙ্গি কি অ্যাজেন্ডা নয়?"

রাজ্যপাল বলেন," আমি সাংবিধানিক কাজে একদিনের জন্যেও দেরি করি না । 30 বছর আগে আমি পার্লামেন্টে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলাম । এটা কখনও শোনা যায়নি । কী করে একটি অধিবেশনে অ্যাজেন্ডা না থাকে? ডেঙ্গি । ডেঙ্গি কি একটা অ্যাজেন্ডা নয় ? স্বাস্থ্য সচিবকে কেন পরিবর্তন করে দেওয়া হল ? কেউ তোমায় আয়না দেখালেই তুমি তাঁকে পরিবর্তন করে দিতে পারো না । এটা একটা বড় সমস্যা । " পাশাপাশি আগামীকাল তিনি বিধানসভা ঘুরে দেখতে যাচ্ছেন বলেও জানান । বলেন, "আমি কাল বিধানসভা যাচ্ছি । বিধানসভায় কাল কাজ হবে না । তাই কোনও কাজে বাধাও সৃষ্টি হবে না । আমি 26 নভেম্বর বিধানসভা গেছিলাম । আমি অ্যাসেম্বলিকে অ্যাড্রেস করলেও দেখতে পাইনি । আমার এবং বাইরে থেকে যাঁরা আসেন তাঁদের অনেকেরই মন চায় দেখতে ‌। পশ্চিমবঙ্গের বিধানসভা ঐতিহাসিক, আমি পড়েছি অনেক আগে ৷ 50-এর দশকে এই বিধানসভায় যাঁরা বসতেন, আর যে রিসোলিউশনগুলি পাশ হয়েছিল সে গুলো ঐতিহাসিক । তাই আমি ওখানে যাব ৷ দেখব ৷ লাইব্রেরিতে যাব ।"

দেখুন ভিডিয়ো...

বিধানসভা যাওয়ার বিষয়ে অধ্যক্ষ যে ভাবে প্রতিক্রিয়া দিয়েছেন তা তাঁর হৃদয়কে স্পর্শ করেছে বলে জানান রাজ্যপাল । তিনি বলেন, " বিধানসভা যাওয়ার কথা মনে হতেই আমি অধ্যক্ষকে চিঠি লিখি ৷ উনি বলেন, আপনি স্বাগত । এ ভাবেই আমরা কাজ করি । অধ্যক্ষ জানিয়েছেন, তিনি আমার বিধানসভা ভিজ়িটের জন্য অপেক্ষা করছেন । আমি ওঁকে অ্যাপ্রিসিয়েট করি । এ ভাবেই সব অঙ্গকে কাজ করতে হবে । আমার হৃদয় স্পর্শ করেছে ওঁর প্রতিক্রিয়া । তিনি জিজ্ঞেস করেন, আমি ওখানে লাঞ্চ করব কি না ৷ আমার স্ত্রী সঙ্গে যেতে চান কি না । "

কলকাতা, 4 ডিসেম্বর : কার্যবিবরণী না থাকায় গতকাল হঠাৎ দু'দিনের জন্য স্থগিত রাখা হয় বিধানসভার শীতকালীন অধিবেশন ৷ আজ এবং আগামীকাল বিধানসভার অধিবেশন বসবে না ৷ এ বিষয়ে অবশ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যপালের কাছে বেশ কিছু বিল পাঠানো হয়েছিল ৷ যে বিলগুলিতে এখনও পর্যন্ত তাঁর অনুমোদন পাওয়া যায়নি । এমন কী বিলগুলোতে স্বাক্ষরও করেননি তিনি । আজ এ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পালটা প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর প্রশ্ন, "ডেঙ্গি কি অ্যাজেন্ডা নয়?"

রাজ্যপাল বলেন," আমি সাংবিধানিক কাজে একদিনের জন্যেও দেরি করি না । 30 বছর আগে আমি পার্লামেন্টে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলাম । এটা কখনও শোনা যায়নি । কী করে একটি অধিবেশনে অ্যাজেন্ডা না থাকে? ডেঙ্গি । ডেঙ্গি কি একটা অ্যাজেন্ডা নয় ? স্বাস্থ্য সচিবকে কেন পরিবর্তন করে দেওয়া হল ? কেউ তোমায় আয়না দেখালেই তুমি তাঁকে পরিবর্তন করে দিতে পারো না । এটা একটা বড় সমস্যা । " পাশাপাশি আগামীকাল তিনি বিধানসভা ঘুরে দেখতে যাচ্ছেন বলেও জানান । বলেন, "আমি কাল বিধানসভা যাচ্ছি । বিধানসভায় কাল কাজ হবে না । তাই কোনও কাজে বাধাও সৃষ্টি হবে না । আমি 26 নভেম্বর বিধানসভা গেছিলাম । আমি অ্যাসেম্বলিকে অ্যাড্রেস করলেও দেখতে পাইনি । আমার এবং বাইরে থেকে যাঁরা আসেন তাঁদের অনেকেরই মন চায় দেখতে ‌। পশ্চিমবঙ্গের বিধানসভা ঐতিহাসিক, আমি পড়েছি অনেক আগে ৷ 50-এর দশকে এই বিধানসভায় যাঁরা বসতেন, আর যে রিসোলিউশনগুলি পাশ হয়েছিল সে গুলো ঐতিহাসিক । তাই আমি ওখানে যাব ৷ দেখব ৷ লাইব্রেরিতে যাব ।"

দেখুন ভিডিয়ো...

বিধানসভা যাওয়ার বিষয়ে অধ্যক্ষ যে ভাবে প্রতিক্রিয়া দিয়েছেন তা তাঁর হৃদয়কে স্পর্শ করেছে বলে জানান রাজ্যপাল । তিনি বলেন, " বিধানসভা যাওয়ার কথা মনে হতেই আমি অধ্যক্ষকে চিঠি লিখি ৷ উনি বলেন, আপনি স্বাগত । এ ভাবেই আমরা কাজ করি । অধ্যক্ষ জানিয়েছেন, তিনি আমার বিধানসভা ভিজ়িটের জন্য অপেক্ষা করছেন । আমি ওঁকে অ্যাপ্রিসিয়েট করি । এ ভাবেই সব অঙ্গকে কাজ করতে হবে । আমার হৃদয় স্পর্শ করেছে ওঁর প্রতিক্রিয়া । তিনি জিজ্ঞেস করেন, আমি ওখানে লাঞ্চ করব কি না ৷ আমার স্ত্রী সঙ্গে যেতে চান কি না । "

Intro:কলকাতা, 4 ডিসেম্বর: বিধানসভার শীতকালীন অধিবেশন চলতে চলতে হঠাৎ করে কার্যবিবরণী না থাকায় স্থগিত রাখা হয়েছে দু'দিনের অধিবেশন। আজ তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ‍্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, "ডেঙ্গু কি অ্যাজেন্ডা নয়?" পাশাপাশি, তিনি সাংবিধানিক কাজে একদিনও দেরি করেন না বলে জানিয়েছেন। এ ছাড়া, আগামীকাল বিধানসভায় যাবেন বলে জানিয়েছেন রাজ‍্যপাল। বিধানসভা ঘুরে দেখতেই তিনি যাচ্ছেন।


Body:রাজ‍্যপালের কাছে আটকে রয়েছে কিছু বিল। তাই কার্যবিবরণী না থাকায় দু'দিনের অধিবেশন স্থগিত রাখার ঘোষণা করেন বিধানসভার অধ‍্যক্ষ বিমান বন্দ‍্যোপাধ‍্যায়। তারপর থেকেই এই নিয়ে একাধিক ট‍্যুইট করে নিজের সপক্ষে বলেছেন রাজ‍্যপাল। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি সাংবিধানিক কাজে একদিনের জন্যেও দেরি করি না। 30 বছর আগে আমি ভারতের পার্লামেন্টে পার্লামেন্টারি এফেয়ার্স মিনিস্টার ছিলাম। এটা কখনো শোনা যায়নি। কী করে একটি অধিবেশনে অ্যাজেন্ডা না থাকে? ডেঙ্গু। ডেঙ্গু কি একটা অ্যাজেন্ডা নয়? স্বাস্থ্য সচিবকে কেন পরিবর্তন করে দেওয়া হল? কেউ তোমায় আয়না দেখালে তুমি তাঁকে পরিবর্তন করে দিতে পারো না। এটা একটা বড় সমস্যা।"

তিনি আরও বলেন, "আমি তো হা না করলেও বদনাম হয়ে যায়। ওনারা খুন করলেও, কেউ কিছু বলে না। আমি হাও করিনি, বদনাম হয়ে গেছি। এই রাজ্যপাল তো কিছুই বলে না। কত পরিশ্রম করি, কর্মচারীও দেয়নি। আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন, 16 ঘন্টা কাজ করি, 17 ঘন্টাও করব। কিন্তু, নবান্নে গিয়ে তো আমি কাজ করতে পারব না। নবান্নে তো ওনাদেরকেই কাজ করতে হবে। আমায় নবান্নে গিয়ে কাজ করতে হলে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিমন্ত্রণ দুটোই লাগবে।"

পাশাপাশি, আগামীকাল তিনি বিধানসভা ঘুরে দেখতে যাচ্ছেন বলেও জানান রাজ‍্যপাল। জগদীপ ধনকড় বলেন, "আমি কাল বিধানসভা যাচ্ছি। বিধানসভায় কাল কাজ হবে না। তাই কোনও কাজে বাঁধাও সৃষ্টি হবে না। আমি 26 নভেম্বর বিধানসভা গেছিলাম। আমি অ্যাসেম্বলিকে অ্যাড্রেস করলেও দেখতে পাইনি। আমার মন চায়, আর বাইরে থেকে যাঁরা আসেন তাঁদের মন চায় দেখতে‌। পশ্চিমবঙ্গের বিধানসভা ঐতিহাসিক। আমি পড়েছি অনেক আগে, 50-এর দশকে এই বিধানসভায় যাঁরা বসতেন, আর যে রেজ‍্যুলুশন পাশ হয়েছিল সেগুলো ঐতিহাসিক। তাই আমি ওখানে যাব, দেখব, লাইব্রেরিতে যাব।"

বিধানসভা যাওয়ার বিষয়ে অধ্যক্ষ যেভাবে প্রতিক্রিয়া দিয়েছেন তা তাঁর হৃদয়কে স্পর্শ করেছেন বলে জানান রাজ‍্যপাল। তিনি বলেন, "বিধানসভা যাওয়ার কথা মনে হতেই আমি অধ্যক্ষকে চিঠি লিখি যে, আমি আপনাকে জানাচ্ছি যে আমি আসব। আমার বলতে খুব খুশি হচ্ছে যে, মাননীয় অধ্যক্ষ উষ্ণতাপূর্ণ। উনি বলেন, আপনি স্বাগত। এভাবেই আমরা কাজ করি। অধ্যক্ষ জানিয়েছেন, তিনি আমার বিধানসভা ভিজিটের জন্য অপেক্ষা করছেন। আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করি। এভাবেই সব অঙ্গকে কাজ করতে হবে। আমার হৃদয় স্পর্শ করেছে ওনার প্রতিক্রিয়া। তিনি জিজ্ঞেস করেন, আমি ওখানে লাঞ্চ করব কিনা, আমার স্ত্রী আমার সঙ্গে যেতে চান কিনা। উনিও যাবেন। কারণ, উনি আমার থেকে একটু বেশি শিক্ষিত।"


Conclusion:
Last Updated : Dec 4, 2019, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.