কলকাতা, 13 মে : করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা যত বাড়ছে, ততই বাড়ছে বিভিন্ন শ্মশানের সামনে মৃতদেহের দীর্ঘ লাইন । এর মধ্যে কোনও মৃতের শরীরে পেসমেকার আছে কি না, তা পরিবার না জানালে, সেই তথ্য অজানাই থেকে যাচ্ছে শ্মশানের কর্মীদের । ফলে বহুক্ষেত্রে পেসমেকার সহ দেহ ঢুকে যাচ্ছে যাচ্ছে চুল্লিতে ৷ এর ফলেই বহুসময় বিপত্তি ঘটে যাচ্ছে । চুল্লির মধ্যে পেসমেকার ফেটে যাচ্ছে । ফলে সাময়িক ভাবে বন্ধ হয়ে যাচ্ছে চুল্লি । তারপর সব ঠিক করে চুল্লি পুনরায় চালু করতে বেশ কিছু সময় লেগে যাচ্ছে । ফলে দেরি হচ্ছে দেহ সৎকার করতে ।
আরও পড়ুন : করোনা আক্রান্ত ছেলের মৃতদেহের সঙ্গেই ঘরবন্দি পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা
এই পরিস্থিতিতে কঠোর হচ্ছে রাজ্য প্রশাসন । নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্তার মতে, নিয়মই আছে যে কোনও দেহের মধ্যে পেসমেকার থাকলে, চুল্লিতে ঢোকানোর আগে তা বের করে নিতে হয় । কিন্তু, এই অতিমারীর সময়ে সেই নজরদারি সবসময় হয়তো চালানো হয়নি । তাই কিছু কিছু ক্ষেত্রে চুল্লির ভিতর পেসমেকার ফেটে বিপত্তি ঘটছে । তাই এবার থেকে নয়া নিয়ম করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, দেহ চুল্লিতে ঢোকানোর আগে পরিবারের লোককে মুচলেকা দিয়ে জানাতে হবে, মৃতের দেহে পেসমেকার আছে কি নেই । যদি থাকে, তাহলে তা চুল্লিতে ঢোকানোর আগে তা বের করে নিতে হবে ।