ETV Bharat / city

মানুষের উপর আঘাত চাই না, রাজ্যে এখনই লাগু নয় মোটর ভেহিকেল অ্যাক্ট : মমতা - Mamata banerjee

আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, "সরকারি আধিকারিকদের মতামত, আইন লাগু হলে সাধারণ মানুষের উপর বাড়তি চাপ পড়বে ৷ তাই এই আইন আমি এখনই রাজ্যে লাগু করতে পারছি না ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়- ফাইল ছবি
author img

By

Published : Sep 11, 2019, 6:25 PM IST

Updated : Sep 11, 2019, 7:17 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : রাজ্যে এখনই মোটর ভেহিকেল অ্যাক্ট লাগু করা হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, "সরকারি আধিকারিকদের মতামত, আইন লাগু হলে সাধারণ মানুষের উপর বাড়তি চাপ পড়বে ৷ তাই এই আইন আমি এখনই রাজ্যে লাগু করতে পারছি না ৷"

কেন্দ্র প্রবর্তিত ট্র্যাফিক আইন খুবই কঠোর বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "আমরা সংসদে মোটর ভেহিকেল অ্যাক্ট (সংশোধনী) বিরোধিতা করছি ৷ কারণ, এই সংশোধনী আইন লাগু করলে সাধারণ মানুষের উপর আঘাত করা হবে ৷ জরিমানা বাড়িয়ে দেওয়া একমাত্র সমাধান নয় ৷ বিষয়টিকে মানবিক দিক থেকেও দেখতে হবে ৷"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যজুড়ে ইতিমধ্যেই সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি পালন করা হচ্ছে ৷ বাংলা তিন নম্বর রাজ্য যারা কেন্দ্রীয় সরকার প্রবর্তিত আইনকে প্রত্যাখ্যান করেছে ৷" উল্লেখ্য, জুলাইতেই মোটর ভেহিকেল অ্যাক্ট (সংশোধনী) পাশ হয়েছে ৷ যা 1 সেপ্টেম্বর থেকে রাজ্যগুলোতে কার্যকর হয়েছে ৷

নয়া আইনে, হেলমেট ছাড়া বাইক চালানোর ক্ষেত্রে জরিমানার পরিমাণ ধার্য করা হয়েছে হাজার টাকা ৷ যা আগে ছিল 100 টাকা ৷ গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার ক্ষেত্রে জরিমানার পরিমাণ হাজার থেকে বেড়ে হয়েছে 5 হাজার টাকা ৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে জরিমানার পরিমাণ দুই হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে 10 হাজার টাকা ।

কলকাতা, 11 সেপ্টেম্বর : রাজ্যে এখনই মোটর ভেহিকেল অ্যাক্ট লাগু করা হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, "সরকারি আধিকারিকদের মতামত, আইন লাগু হলে সাধারণ মানুষের উপর বাড়তি চাপ পড়বে ৷ তাই এই আইন আমি এখনই রাজ্যে লাগু করতে পারছি না ৷"

কেন্দ্র প্রবর্তিত ট্র্যাফিক আইন খুবই কঠোর বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "আমরা সংসদে মোটর ভেহিকেল অ্যাক্ট (সংশোধনী) বিরোধিতা করছি ৷ কারণ, এই সংশোধনী আইন লাগু করলে সাধারণ মানুষের উপর আঘাত করা হবে ৷ জরিমানা বাড়িয়ে দেওয়া একমাত্র সমাধান নয় ৷ বিষয়টিকে মানবিক দিক থেকেও দেখতে হবে ৷"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যজুড়ে ইতিমধ্যেই সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি পালন করা হচ্ছে ৷ বাংলা তিন নম্বর রাজ্য যারা কেন্দ্রীয় সরকার প্রবর্তিত আইনকে প্রত্যাখ্যান করেছে ৷" উল্লেখ্য, জুলাইতেই মোটর ভেহিকেল অ্যাক্ট (সংশোধনী) পাশ হয়েছে ৷ যা 1 সেপ্টেম্বর থেকে রাজ্যগুলোতে কার্যকর হয়েছে ৷

নয়া আইনে, হেলমেট ছাড়া বাইক চালানোর ক্ষেত্রে জরিমানার পরিমাণ ধার্য করা হয়েছে হাজার টাকা ৷ যা আগে ছিল 100 টাকা ৷ গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার ক্ষেত্রে জরিমানার পরিমাণ হাজার থেকে বেড়ে হয়েছে 5 হাজার টাকা ৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে জরিমানার পরিমাণ দুই হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে 10 হাজার টাকা ।

Seraikela Kharsawan (Jharkhand), Sep 11 (ANI): Over two months since 24-year-old Tabrez Ansari was beaten up by mobs in Jharkhand's Seraikela Kharsawan district for alleged robbery, the state police has dropped murder charges under IPC Section 302 in the chargesheet filed against the 11 accused in the case. In July, 11 people were arrested for brutally assaulting Tabrez Ansari, forcing him to chant 'Jai Shri Ram' in a video that was circulated online. He was thrashed on the allegations of bike theft and was made to chant 'Jai Shri Ram' and 'Jai Hanuman'. While speaking to ANI, SP of Seraikela Kharsawan Karthik S said, "Chargesheet has been filed against 11 accused, murder case could not be made based on the findings of the postmortem report. We have chargesheeted it as culpable homicide." Meanwhile, wife of Tabrez Ansari, S Parveen said, "My husband was lynched, earlier case was registered under section 302 (murder) but it was later changed to section 304 (culpable homicide) under administration's influence. There is an attempt to save the culprits and CBI should investigate the case." Earlier, the police had set up a Special Investigation Team (SIT) to look into the death of Ansari, who was declared dead by doctors at Tata Main Hospital in Jamshedpur.
Last Updated : Sep 11, 2019, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.