কলকাতা, 11 সেপ্টেম্বর : রাজ্যে এখনই মোটর ভেহিকেল অ্যাক্ট লাগু করা হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, "সরকারি আধিকারিকদের মতামত, আইন লাগু হলে সাধারণ মানুষের উপর বাড়তি চাপ পড়বে ৷ তাই এই আইন আমি এখনই রাজ্যে লাগু করতে পারছি না ৷"
কেন্দ্র প্রবর্তিত ট্র্যাফিক আইন খুবই কঠোর বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "আমরা সংসদে মোটর ভেহিকেল অ্যাক্ট (সংশোধনী) বিরোধিতা করছি ৷ কারণ, এই সংশোধনী আইন লাগু করলে সাধারণ মানুষের উপর আঘাত করা হবে ৷ জরিমানা বাড়িয়ে দেওয়া একমাত্র সমাধান নয় ৷ বিষয়টিকে মানবিক দিক থেকেও দেখতে হবে ৷"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যজুড়ে ইতিমধ্যেই সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি পালন করা হচ্ছে ৷ বাংলা তিন নম্বর রাজ্য যারা কেন্দ্রীয় সরকার প্রবর্তিত আইনকে প্রত্যাখ্যান করেছে ৷" উল্লেখ্য, জুলাইতেই মোটর ভেহিকেল অ্যাক্ট (সংশোধনী) পাশ হয়েছে ৷ যা 1 সেপ্টেম্বর থেকে রাজ্যগুলোতে কার্যকর হয়েছে ৷
নয়া আইনে, হেলমেট ছাড়া বাইক চালানোর ক্ষেত্রে জরিমানার পরিমাণ ধার্য করা হয়েছে হাজার টাকা ৷ যা আগে ছিল 100 টাকা ৷ গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার ক্ষেত্রে জরিমানার পরিমাণ হাজার থেকে বেড়ে হয়েছে 5 হাজার টাকা ৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে জরিমানার পরিমাণ দুই হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে 10 হাজার টাকা ।