ETV Bharat / city

অভিজাত এলাকায় থাই স্পা, আড়ালে মধুচক্র, গ্রেপ্তার ৩ - honey trap behind thai massage parlour

কলকাতার অভিজাত এলাকায় থাই স্পা-এর আড়ালে চলছে মধুচক্র ৷ গ্রেপ্তার ম্যানেজার কাম মলিক সহ তিনজন ৷

honey trap  behind thai massage parlour
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 21, 2019, 3:34 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : ঝাঁ চকচকে স্পা । নাম 'থাই স্পা প্রাভাদা' । আর তার আড়ালেই চলছিল মধুচক্রের আসর ৷ গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে কলকাতা পুলিশ অভিযান চালায় ৷ ঘটনায় গ্রেপ্তার স্পা-এর ম্যানেজার সহ তিন জন ৷ ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে ।

শপিং মল থেকে শুরু করে কলকাতার অনেক অভিজাত এলাকায় এখন থাই স্পা-এর রমরমা । থাইল্যান্ডের ম্যাসাজ ও অন্যান্য থেরাপি তুলে আনা হয়েছে কলকাতায় । এই সব বিজ্ঞাপন দেয় এই স্পা ও ম্যাসাজ পার্লারগুলি । তথ্য বলছে, এই পার্লারগুলিতে কাজের জন্য থাইল্যান্ড থেকে আনা হচ্ছে যুবতিদের । অনেক স্পা এবং ম্যাসাজ পার্লারগুলিতে রয়েছেন নেপালি এবং স্থানীয় যুবতিরা । অভিযোগ আসছিল, শহরের এই ধরনের বেশীরভাগ স্পা-গুলিতে বসে মধুচক্রের আসর ৷ সেই সূত্রে কলকাতা পুলিশ নজর রাখতে শুরু করেছিল স্পা-গুলিতে । আর তাতেই এল সাফল্য ।

ক্যানাল সাউথ রোডে কয়েকদিন ধরেই চলছিল 'থাই স্পা প্রাভাদা' । সম্প্রতি পুলিশ খবর পায় ওই স্পা-এর আড়ালে চলছে মধুচক্রের আসর । সেই সূত্রেই গতরাতে অভিযান চালায় পুলিশ । হাতেনাতে এক যৌনকর্মী এবং এক কাস্টমারকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে পুলিশ । উদ্ধার করা হয় নগদ 50,800 টাকা । ওই স্পা-র ম্যানেজার তথা মালিক সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ । এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে খদ্দের সহ অপর এক ব্যক্তিকে ৷

কলকাতা, 21 ডিসেম্বর : ঝাঁ চকচকে স্পা । নাম 'থাই স্পা প্রাভাদা' । আর তার আড়ালেই চলছিল মধুচক্রের আসর ৷ গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে কলকাতা পুলিশ অভিযান চালায় ৷ ঘটনায় গ্রেপ্তার স্পা-এর ম্যানেজার সহ তিন জন ৷ ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে ।

শপিং মল থেকে শুরু করে কলকাতার অনেক অভিজাত এলাকায় এখন থাই স্পা-এর রমরমা । থাইল্যান্ডের ম্যাসাজ ও অন্যান্য থেরাপি তুলে আনা হয়েছে কলকাতায় । এই সব বিজ্ঞাপন দেয় এই স্পা ও ম্যাসাজ পার্লারগুলি । তথ্য বলছে, এই পার্লারগুলিতে কাজের জন্য থাইল্যান্ড থেকে আনা হচ্ছে যুবতিদের । অনেক স্পা এবং ম্যাসাজ পার্লারগুলিতে রয়েছেন নেপালি এবং স্থানীয় যুবতিরা । অভিযোগ আসছিল, শহরের এই ধরনের বেশীরভাগ স্পা-গুলিতে বসে মধুচক্রের আসর ৷ সেই সূত্রে কলকাতা পুলিশ নজর রাখতে শুরু করেছিল স্পা-গুলিতে । আর তাতেই এল সাফল্য ।

ক্যানাল সাউথ রোডে কয়েকদিন ধরেই চলছিল 'থাই স্পা প্রাভাদা' । সম্প্রতি পুলিশ খবর পায় ওই স্পা-এর আড়ালে চলছে মধুচক্রের আসর । সেই সূত্রেই গতরাতে অভিযান চালায় পুলিশ । হাতেনাতে এক যৌনকর্মী এবং এক কাস্টমারকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে পুলিশ । উদ্ধার করা হয় নগদ 50,800 টাকা । ওই স্পা-র ম্যানেজার তথা মালিক সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ । এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে খদ্দের সহ অপর এক ব্যক্তিকে ৷

Intro:কলকাতা, ২১ ডিসেম্বর: ঝাঁ চকচকে স্পা। নাম “ থাই স্পা প্রাভাদা"। তার আড়ালেই চলছিল মধুচক্রের আসর! গোপন সূত্রে খবর পায় পুলিশ। গতরাতে সেখানে হানা দেয় কলকাতা পুলিশ। ঘটনায় স্পা এর ম্যানেজার সহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে।Body:শপিং মল থেকে শুরু করে নানা অভিজাত এলাকা। কলকাতায় এখন থাই স্পায়ের রমরমা। থাইল্যান্ডের ম্যাসাজ ও অন্যান্য থেরাপি তুলে আনা হয়েছে কলকাতায়। এমনই সব বিজ্ঞাপন দেয় এই স্পা ও ম্যাসাজ পার্লারগুলি। তথ্য বলছে, এই পার্লার গুলিতে কাজের জন্য থাইল্যান্ড থেকে আনা হচ্ছে যুবতীদের। অনেকগুলিতে আবার আছে নেপালী এবং স্থানীয় যুবতীরা। এতদূর পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু এখন ইতিউতি উঠতে শুরু করেছে অভিযোগ, ওই স্পাগুলির বেশীরভাগই হয়ে উঠেছে মধুচক্রের আখড়া। সেই সূত্রে কলকাতা পুলিশ নজর রাখতে শুরু করেছে স্পাগুলিতে। আর তাতেই এল সাফল্য। Conclusion:ক্যানাল সাউথ রোডে বেশ কিছুদিন ধরেই চলছিল থাই স্পা প্রাভাদা। সম্প্রতি পুলিশ খবর পায় ওই স্পায়ের আড়ালে চলছে মধুচক্রের আসর। সেই সূত্রেই গত রাতে অভিযান চালায় পুলিশ। হাতেনাতে এক যৌনকর্মী এবং এক কাস্টমারকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে পুলিশ। তল্লাশি চালিয়ে ওই স্পায়ে উদ্ধার হয় মদের বোতল,কনডোম সহ বেশ কিছু আপত্তিকর জিনিস। সেগুলিকে সিজ করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ৫০,৮০০ টাকা। ওই স্পায়ের ম্যানেজার কাম মালিক এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে যৌনকর্মীকে। গ্রেপ্তার করা হয়েছে কাস্টমার সহ এক দালালকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.