কলকাতা, 21 ডিসেম্বর : ঝাঁ চকচকে স্পা । নাম 'থাই স্পা প্রাভাদা' । আর তার আড়ালেই চলছিল মধুচক্রের আসর ৷ গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে কলকাতা পুলিশ অভিযান চালায় ৷ ঘটনায় গ্রেপ্তার স্পা-এর ম্যানেজার সহ তিন জন ৷ ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে ।
শপিং মল থেকে শুরু করে কলকাতার অনেক অভিজাত এলাকায় এখন থাই স্পা-এর রমরমা । থাইল্যান্ডের ম্যাসাজ ও অন্যান্য থেরাপি তুলে আনা হয়েছে কলকাতায় । এই সব বিজ্ঞাপন দেয় এই স্পা ও ম্যাসাজ পার্লারগুলি । তথ্য বলছে, এই পার্লারগুলিতে কাজের জন্য থাইল্যান্ড থেকে আনা হচ্ছে যুবতিদের । অনেক স্পা এবং ম্যাসাজ পার্লারগুলিতে রয়েছেন নেপালি এবং স্থানীয় যুবতিরা । অভিযোগ আসছিল, শহরের এই ধরনের বেশীরভাগ স্পা-গুলিতে বসে মধুচক্রের আসর ৷ সেই সূত্রে কলকাতা পুলিশ নজর রাখতে শুরু করেছিল স্পা-গুলিতে । আর তাতেই এল সাফল্য ।
ক্যানাল সাউথ রোডে কয়েকদিন ধরেই চলছিল 'থাই স্পা প্রাভাদা' । সম্প্রতি পুলিশ খবর পায় ওই স্পা-এর আড়ালে চলছে মধুচক্রের আসর । সেই সূত্রেই গতরাতে অভিযান চালায় পুলিশ । হাতেনাতে এক যৌনকর্মী এবং এক কাস্টমারকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে পুলিশ । উদ্ধার করা হয় নগদ 50,800 টাকা । ওই স্পা-র ম্যানেজার তথা মালিক সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ । এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে খদ্দের সহ অপর এক ব্যক্তিকে ৷