কলকাতা, 29 জানুয়ারি : নিজেদের দাবি আদায়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলেন হিন্দু হস্টেলের আবাসিকরা । হিন্দু হস্টেল সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে 21 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান-বিক্ষোভ করছেন তাঁরা । গতকাল উপাচার্য অনুরাধা লোহিয়া অবস্থানকারীদের মুখোমুখি হয়ে তাঁদের প্রধান চারটি দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান জানান । তাতে সন্তুষ্ট না হওয়ায় অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আবাসিকরা ।
তবে, এবার শুধু আর কর্তৃপক্ষ নয় । নিজেদের দাবি আদায়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলেন তাঁরা । হিন্দু হস্টেলে 3, 4 ও 5 নম্বর ওয়ার্ডের সংস্কারের বিষয়টিতে তাঁর হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন এখানকার আবাসিকরা।
হিন্দু হস্টেলের আবাসিকদের মোট চারটি দাবির মধ্যে অন্যতম হল, হিন্দু হস্টেলের 3, 4 ও 5 নম্বর ওয়ার্ড ফিরিয়ে দিতে হবে । এই দাবিগুলি নিয়ে 14 জানুয়ারি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠিও দেন আবাসিকরা। গত বৃহস্পতিবার থেকে টানা চারদিন ছুটি থাকার পর গতকাল বিশ্ববিদ্যালয় খুললে অবস্থানরত আবাসিকদের মুখোমুখি হয়েছিলেন উপাচার্য অনুরাধা লোহিয়া । তিনি তখন অবস্থানকারীদের জানিয়েছিলেন, হিন্দু হস্টেলের 3, 4 ও 5 নম্বর ওয়ার্ডের সংস্কারের জন্য ফান্ডের বিষয়টি এখনও রাজ্য সরকারের বিবেচনাধীন । সেই ফান্ড বিশ্ববিদ্যালয় পেলেই বাকি থাকা সংস্কারের কাজ শুরু হবে । তাই কবে সংস্কারের কাজ শেষ হবে তা অনুমান করে বলা যাচ্ছে না ।
কর্তৃপক্ষের এই বক্তব্যে সন্তুষ্ট হননি অবস্থানকারীরা । উপাচার্যের বক্তব্যের প্রেক্ষিতে আজ তাঁরা শিক্ষামন্ত্রীকে চিঠি লিখে তাঁর হস্তক্ষেপ দাবি করেছেন । চিঠিতে আবাসিকরা বলেছেন, "আমরা প্রায় তিন মাস লড়াই করে 1 ও 2 নম্বর ওয়ার্ড ফিরে পেয়েছি । বাকি ওয়ার্ডগুলির কাজ শেষ করার জন্য আমাদের কাছ থেকে কয়েক মাস সময় চাওয়া হয় । কিন্তু, 2019-এর নভেম্বর মাসে উপাচার্য আমাদের জানান, উচ্চশিক্ষা দপ্তর থেকে ফান্ড আসেনি এবং তাই 3, 4 ও 5 নম্বর ওয়ার্ডের সংস্কারের কাজ বন্ধ আছে ।" চিঠিতে তাঁদের অবস্থান-বিক্ষোভ এবং সংস্কারের কাজ থমকে থাকার জন্য উপাচার্য যে ব্যাখ্যা দিয়েছেন সেই বিষয়ে জানানো হয়েছে । শিক্ষামন্ত্রী প্রতিষ্ঠানের অভিভাবক। তাই তাঁর নজরে বিষয়টি আনা হচ্ছে এবং তাঁর হস্তক্ষেপ ছাড়া এই সমস্যা মিটবে না বলেও বলা হয়েছে আবাসিকদের তরফ থেকে।