ETV Bharat / city

Group D recruitment case : গ্রুপ-ডি নিয়োগে বেনিয়ম, সিবিআই-কে খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের - Group D recruitment case

রাজ্যের তরফে সরকারি আইনজীবী সম্রাট সেন বিচারপতিকে কোনও নিরপেক্ষ সংস্থার হাতে তদন্তভার দেওয়ার আবেদন জানান ৷ তিনি বলেন, কোনও সরকারি সংস্থাকে না দিয়ে প্রাক্তন কোনও বিচারপতিকে দিয়ে তদন্ত করানো হোক ৷

Group D recruitment case
গ্রুপ ডি নিয়োগে বেনিয়ম, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : Nov 22, 2021, 5:22 PM IST

Updated : Nov 22, 2021, 7:13 PM IST

কলকাতা, 22 নভেম্বর : স্কুল সার্ভিস কমিশনের আবেদন একপ্রকার বিফলেই গেল ৷ রাজ্যে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগে সোমবার তদন্তভার সিবিআই'য়ের হাতে সঁপে দিল কলকাতা হাইকোর্ট ৷ সিবিআই ডিরেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে একটি কমিটি তৈরি করে ডিআইজি স্তরের একজন অফিসারের তত্ত্বাবধানে এই অনুসন্ধানের জন্য। প্রাথমিকভাবে 21 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

রাজ্যের তরফে সরকারি আইনজীবী সম্রাট সেন বিচারপতিকে কোনও নিরপেক্ষ সংস্থার হাতে তদন্তভার দেওয়ার আবেদন জানান ৷ তিনি বলেন, কোনও সরকারি সংস্থাকে না দিয়ে প্রাক্তন কোনও বিচারপতিকে দিয়ে তদন্ত করানো হোক ৷ পাল্টা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "পাবলিক এমপ্লয়মেন্টে স্বচ্ছতা থাকা দরকার ৷ আমি কোনও রাজনৈতিক দল বা নেতার বিরোধী নই ৷ যে বিষয়টা রাজ্য়ের জন্য় ভাল হবে আমি সেই নির্দেশই দেব ৷"

আরও পড়ুন : Calcutta High Court : চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ নিয়ে এসএসসি-কে ভর্ৎসনা হাইকোর্টের

সিবিআই'য়ের হাতে তদনন্তভার দেওয়ার বিরোধিতায় কমিশনের তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, "সিবিআই তদন্ত বিরল মামলার ক্ষেত্রে দেওয়া হয়। যেখানে রাজ্যের কোনো উচ্চপর্যায়ের অফিসাররা নিযুক্ত থাকেন। জাতীয়, আন্তর্জাতিক প্রভাব রয়েছে সেসব ক্ষেত্রেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যেতে পারে।" বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন বলেন, "এত বক্তব্যের কি আছে? স্কুল সার্ভিস কমিশন বলছে তারা কোনও সুপারিশের চিঠি ইস্যু করেনি অথচ বোর্ড বলছে তারা চিঠি পাওয়ার পরেই নিয়োগ করেছে ৷ তার মানে কমিশনের সাথে বোর্ডের যোগাযোগ হয়েছিল সেটা পরিষ্কার।"

গ্রুপ-ডি নিয়োগে বেনিয়ম, সিবিআই-কে খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন : SSC Recruitment Case : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলা, সচিবকে হাজিরার নির্দেশ হাইকোর্টের

একইসঙ্গে বিচারপতি জানান, আমি সিবিআইকে দেখার নির্দেশ দেবো কোন টাকার লেনদেন হয়েছে কিনা। সবমিলিয়ে কমিশনের তরফে আইনজীবী কিশোর দত্তকে বেশি যুক্তি সাজানোর সুযোগ না দিয়ে তদন্তের ভার কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার হাতে সঁপে দেন ৷

কলকাতা, 22 নভেম্বর : স্কুল সার্ভিস কমিশনের আবেদন একপ্রকার বিফলেই গেল ৷ রাজ্যে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগে সোমবার তদন্তভার সিবিআই'য়ের হাতে সঁপে দিল কলকাতা হাইকোর্ট ৷ সিবিআই ডিরেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে একটি কমিটি তৈরি করে ডিআইজি স্তরের একজন অফিসারের তত্ত্বাবধানে এই অনুসন্ধানের জন্য। প্রাথমিকভাবে 21 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

রাজ্যের তরফে সরকারি আইনজীবী সম্রাট সেন বিচারপতিকে কোনও নিরপেক্ষ সংস্থার হাতে তদন্তভার দেওয়ার আবেদন জানান ৷ তিনি বলেন, কোনও সরকারি সংস্থাকে না দিয়ে প্রাক্তন কোনও বিচারপতিকে দিয়ে তদন্ত করানো হোক ৷ পাল্টা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "পাবলিক এমপ্লয়মেন্টে স্বচ্ছতা থাকা দরকার ৷ আমি কোনও রাজনৈতিক দল বা নেতার বিরোধী নই ৷ যে বিষয়টা রাজ্য়ের জন্য় ভাল হবে আমি সেই নির্দেশই দেব ৷"

আরও পড়ুন : Calcutta High Court : চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ নিয়ে এসএসসি-কে ভর্ৎসনা হাইকোর্টের

সিবিআই'য়ের হাতে তদনন্তভার দেওয়ার বিরোধিতায় কমিশনের তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, "সিবিআই তদন্ত বিরল মামলার ক্ষেত্রে দেওয়া হয়। যেখানে রাজ্যের কোনো উচ্চপর্যায়ের অফিসাররা নিযুক্ত থাকেন। জাতীয়, আন্তর্জাতিক প্রভাব রয়েছে সেসব ক্ষেত্রেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যেতে পারে।" বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন বলেন, "এত বক্তব্যের কি আছে? স্কুল সার্ভিস কমিশন বলছে তারা কোনও সুপারিশের চিঠি ইস্যু করেনি অথচ বোর্ড বলছে তারা চিঠি পাওয়ার পরেই নিয়োগ করেছে ৷ তার মানে কমিশনের সাথে বোর্ডের যোগাযোগ হয়েছিল সেটা পরিষ্কার।"

গ্রুপ-ডি নিয়োগে বেনিয়ম, সিবিআই-কে খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন : SSC Recruitment Case : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলা, সচিবকে হাজিরার নির্দেশ হাইকোর্টের

একইসঙ্গে বিচারপতি জানান, আমি সিবিআইকে দেখার নির্দেশ দেবো কোন টাকার লেনদেন হয়েছে কিনা। সবমিলিয়ে কমিশনের তরফে আইনজীবী কিশোর দত্তকে বেশি যুক্তি সাজানোর সুযোগ না দিয়ে তদন্তের ভার কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার হাতে সঁপে দেন ৷

Last Updated : Nov 22, 2021, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.