ETV Bharat / city

উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি লাল সর্তকতা - heavy rain precipitated

আগামী কয়েকদিনে প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর আরও বাড়বে । পাশাপাশি বৃষ্টির জেরে সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে ।

Rain precipitated
Rain precipitated
author img

By

Published : Jul 19, 2020, 12:42 PM IST

কলকাতা, 19 জুলাই : ফের প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে । উত্তরবঙ্গজুড়ে লাল সর্তকতা জারি করেছে । প্রবল বৃষ্টির জেরে সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর আগামী কয়েকদিনে আরও বাড়বে । এর ফলে উত্তরবঙ্গের সমতল এলাকাগুলোতে প্লাবনের আশঙ্কা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা ক্রমশ উত্তরবঙ্গের দিকে সরছে । এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ।

আগামী 24 ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় সর্তকতা জারি করা হয়েছে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, 200 মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় । ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও । আগামী মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে । সোমবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।

কলকাতায় আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা রয়েছে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 89% ও সর্বনিম্ন 58% । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘন্টায় কলকাতার বৃষ্টিপাত হয়নি ।

কলকাতা, 19 জুলাই : ফের প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে । উত্তরবঙ্গজুড়ে লাল সর্তকতা জারি করেছে । প্রবল বৃষ্টির জেরে সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর আগামী কয়েকদিনে আরও বাড়বে । এর ফলে উত্তরবঙ্গের সমতল এলাকাগুলোতে প্লাবনের আশঙ্কা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা ক্রমশ উত্তরবঙ্গের দিকে সরছে । এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ।

আগামী 24 ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় সর্তকতা জারি করা হয়েছে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, 200 মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় । ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও । আগামী মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে । সোমবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।

কলকাতায় আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা রয়েছে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 89% ও সর্বনিম্ন 58% । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘন্টায় কলকাতার বৃষ্টিপাত হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.