কলকাতা, 11 অগস্ট: আগেও ছিল হেলথ কিয়স্ক । এ বার যাত্রীদের সুবিধার্থে এক ধাপ এগিয়ে টালিগঞ্জের মহানায়ক উত্তমকুমার (Mahanayak Uttam Kumar Station) স্টেশনে বসল পূর্ণাঙ্গ হেল্থ ক্লিনিক বা রোগ নিরাময় কেন্দ্র (Health clinic at Mahanayak Uttam Kumar station)।
বুধবার উদ্বোধন করা হয় এই স্বাস্থ্যপরীক্ষা কেন্দ্রের (Kolkata Metro)। নিঃসন্দেহে এই পরিষেবা শুরু হলে উপকৃত হবেন যাত্রীরা । এক বেসরকারি ডায়গনস্টিক কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে এই কেন্দ্রটি তৈরি করা হয়েছে । যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা, সাধারণ রক্ত পরীক্ষা এবং জটিল ধরনের রক্ত পরীক্ষা করা হবে এই কেন্দ্রে । এ ছাড়াও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা এবং ইসিজি-ও করা যাবে এখানে । পরীক্ষার রিপোর্ট পাওয়া নিয়েও কোনও চিন্তা নেই ৷ কারণ তা চলে আসবে ফোনেই ।
আরও পড়ুন: শহরের নয়া কোনও মেট্রো স্টেশন কিশোর কুমারের নামে করার প্রস্তাব অনুরাগীদের
এই কেন্দ্রে পরিষেবা পাওয়া যাবে সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত । মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, খুব দ্রুত এই কেন্দ্র থেকে রোগীর বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হবে ।