ETV Bharat / city

Kalighat Skywalk : হকার সমস্যায় বারবার বাধা পড়ছে কালীঘাট স্কাইওয়াকের কাজে - কালীঘাটে স্কাইওয়াক

কালীঘাটে স্কাইওয়াকের কাজ চলছে ৷ এলাকার কাউন্সিলরের দাবি, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প ৷ কিন্তু হকার সমস্যায় বারবার এই প্রকল্পের কাজে বাধা পড়ছে ৷

Hawker Problem in Kalighat Skywalk Project
Kalighat Skywalk : হকার সমস্যায় বারবার বাধা পড়ছে কালীঘাট স্কাইওয়াকের কাজে
author img

By

Published : Jun 8, 2022, 9:28 PM IST

কলকাতা, 8 জুন : কালীঘাট স্কাইওয়াকের (Kalighat Skywalk Project) কাজে ফের জটিলতা । কালীঘাট টেম্পল স্ট্রিটে থাকা হকারদের সঙ্গে পৌরনিগম, পুলিশের সাময়িক মতবিরোধের কারণে আজ প্রতিবাদ জানিয়ে সকলেই দোকান বন্ধ রাখেন (Hawker Problem in Kalighat Skywalk Project) । সকালের দিকে তাঁরা অল্পবিস্তর বিক্ষোভ দেখান । পরবর্তী সময় পুলিশের সঙ্গে আলোচনা করে ঠিক হয় স্কাইওয়াকের কাজ করার ক্ষেত্রে প্রতি 100 ফুট করে কাজ এগোবে । যেখানে কাজ হবে সেখানে দু’পাশে হকারদের পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে স্থানান্তর করা হবে । আবার ওই অংশের কাজ শেষ হলে সেখানে ফিরিয়ে দেওয়া হবে । এই প্রস্তাবে প্রথমদিকে হকাররা রাজি না হলেও পরে পুলিশের আশ্বাসে তাঁরা মেনে নেন বিষয়টি ।

Hawker Problem in Kalighat Skywalk Project
কালীঘাট স্কাইওয়াকের কাজ চলছে

হকার আনন্দ বর্মা বলেন, ‘‘আমাদের এখান থেকে তুলে দেওয়া হবে বলে আশঙ্কা করছিলাম । তবে থানা থেকে বলা হয়েছে যতটুকু অংশ কাজ হবে, সেই অংশের হকারদের পাশেই সরিয়ে নিয়ে যাওয়া হবে অস্থায়ীভাবে । কাজ শেষ হলে আবার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে । আমরা বলি সেটা লিখিত আকারে দিতে । থানার বড়বাবু বলেছেন, তা করে দেবেন ।’’

Hawker Problem in Kalighat Skywalk Project
কালীঘাট স্কাইওয়াকের কাজ চলছে

আরও এক হকার দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘70 থেকে 80 বছরের দোকান আমাদের । আচমকা অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেলে আমাদের ব্যবসায় ক্ষতি হবে । কত দিনে কাজ শেষ হবে তা নির্দিষ্ট করা কিছুই বলেনি । কবে আমরা আবার ফিরতে পারবো সেটাই আমাদের বড় সংশয় থেকে যাচ্ছে ।’’

Hawker Problem in Kalighat Skywalk Project
কালীঘাট স্কাইওয়াকের কাজ চলছে

স্থানীয় সূত্রে খবর, হকাররা চাইছেন কাজে চলুক আর তাঁরা সেখানেই ব্যবসা করুক । কারণ, তাঁরা আশঙ্কা করছেন উচ্ছেদ হওয়ার । কিন্তু প্রশাসনের ক্ষেত্রে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে । পাইলিংয়ের কাজ চলছে, বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে কাজ চলছে সেখানে । যেকোনও সময় বিপদ হলে তার দায় এসে পড়বে নির্মাণ সংস্থা ও পুলিশ-প্রশাসনের ঘাড়ে । তাই তারা চাইছেন যতটা অংশে ধাপে ধাপে কাজ হবে, ঠিক সেই সময়টুকু হকারদের অন্যত্র সরিয়ে রাখা হবে । কাজ শেষে ফের পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে ।

Hawker Problem in Kalighat Skywalk Project
কালীঘাট স্কাইওয়াকের কাজ চলছে
Hawker Problem in Kalighat Skywalk Project
কালীঘাট স্কাইওয়াকের কাজ চলছে

কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 83 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর চক্রবর্তী জানান যে তিনি হকারদের সঙ্গে আলোচনা করেছেন । তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এটা । সেটা যেমন বাস্তবায়ন করতে হবে আগামী বছরের মধ্যে, ঠিক তেমনই আমরা চাই না কোনও হকারের ব্যবসা বন্ধ হয়ে যাক । তাই একটা নির্দিষ্ট পরিকল্পনার উপর ভিত্তি করেই কাজটি হবে । কারও কোনও সমস্যা থাকলে, তা আবারও আলোচনার মধ্যেই সমাধান হবে । তবে অন্য কারও কথায় প্রভাবিত না হয়ে হকার ভাইয়েরা পুলিশ-প্রশাসনের সহায়তায় করবে বলে আশা করছি ।’’

হকার সমস্যায় বারবার বাধা পড়ছে কালীঘাট স্কাইওয়াকের কাজে

আরও পড়ুন : Kalighat Skywalk Project : বউবাজার থেকে শিক্ষা নিয়ে কালীঘাট স্কাইওয়াক নির্মাণে বাড়তি সতর্ক কলকাতা পৌরনিগম

কলকাতা, 8 জুন : কালীঘাট স্কাইওয়াকের (Kalighat Skywalk Project) কাজে ফের জটিলতা । কালীঘাট টেম্পল স্ট্রিটে থাকা হকারদের সঙ্গে পৌরনিগম, পুলিশের সাময়িক মতবিরোধের কারণে আজ প্রতিবাদ জানিয়ে সকলেই দোকান বন্ধ রাখেন (Hawker Problem in Kalighat Skywalk Project) । সকালের দিকে তাঁরা অল্পবিস্তর বিক্ষোভ দেখান । পরবর্তী সময় পুলিশের সঙ্গে আলোচনা করে ঠিক হয় স্কাইওয়াকের কাজ করার ক্ষেত্রে প্রতি 100 ফুট করে কাজ এগোবে । যেখানে কাজ হবে সেখানে দু’পাশে হকারদের পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে স্থানান্তর করা হবে । আবার ওই অংশের কাজ শেষ হলে সেখানে ফিরিয়ে দেওয়া হবে । এই প্রস্তাবে প্রথমদিকে হকাররা রাজি না হলেও পরে পুলিশের আশ্বাসে তাঁরা মেনে নেন বিষয়টি ।

Hawker Problem in Kalighat Skywalk Project
কালীঘাট স্কাইওয়াকের কাজ চলছে

হকার আনন্দ বর্মা বলেন, ‘‘আমাদের এখান থেকে তুলে দেওয়া হবে বলে আশঙ্কা করছিলাম । তবে থানা থেকে বলা হয়েছে যতটুকু অংশ কাজ হবে, সেই অংশের হকারদের পাশেই সরিয়ে নিয়ে যাওয়া হবে অস্থায়ীভাবে । কাজ শেষ হলে আবার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে । আমরা বলি সেটা লিখিত আকারে দিতে । থানার বড়বাবু বলেছেন, তা করে দেবেন ।’’

Hawker Problem in Kalighat Skywalk Project
কালীঘাট স্কাইওয়াকের কাজ চলছে

আরও এক হকার দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘70 থেকে 80 বছরের দোকান আমাদের । আচমকা অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেলে আমাদের ব্যবসায় ক্ষতি হবে । কত দিনে কাজ শেষ হবে তা নির্দিষ্ট করা কিছুই বলেনি । কবে আমরা আবার ফিরতে পারবো সেটাই আমাদের বড় সংশয় থেকে যাচ্ছে ।’’

Hawker Problem in Kalighat Skywalk Project
কালীঘাট স্কাইওয়াকের কাজ চলছে

স্থানীয় সূত্রে খবর, হকাররা চাইছেন কাজে চলুক আর তাঁরা সেখানেই ব্যবসা করুক । কারণ, তাঁরা আশঙ্কা করছেন উচ্ছেদ হওয়ার । কিন্তু প্রশাসনের ক্ষেত্রে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে । পাইলিংয়ের কাজ চলছে, বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে কাজ চলছে সেখানে । যেকোনও সময় বিপদ হলে তার দায় এসে পড়বে নির্মাণ সংস্থা ও পুলিশ-প্রশাসনের ঘাড়ে । তাই তারা চাইছেন যতটা অংশে ধাপে ধাপে কাজ হবে, ঠিক সেই সময়টুকু হকারদের অন্যত্র সরিয়ে রাখা হবে । কাজ শেষে ফের পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে ।

Hawker Problem in Kalighat Skywalk Project
কালীঘাট স্কাইওয়াকের কাজ চলছে
Hawker Problem in Kalighat Skywalk Project
কালীঘাট স্কাইওয়াকের কাজ চলছে

কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 83 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর চক্রবর্তী জানান যে তিনি হকারদের সঙ্গে আলোচনা করেছেন । তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এটা । সেটা যেমন বাস্তবায়ন করতে হবে আগামী বছরের মধ্যে, ঠিক তেমনই আমরা চাই না কোনও হকারের ব্যবসা বন্ধ হয়ে যাক । তাই একটা নির্দিষ্ট পরিকল্পনার উপর ভিত্তি করেই কাজটি হবে । কারও কোনও সমস্যা থাকলে, তা আবারও আলোচনার মধ্যেই সমাধান হবে । তবে অন্য কারও কথায় প্রভাবিত না হয়ে হকার ভাইয়েরা পুলিশ-প্রশাসনের সহায়তায় করবে বলে আশা করছি ।’’

হকার সমস্যায় বারবার বাধা পড়ছে কালীঘাট স্কাইওয়াকের কাজে

আরও পড়ুন : Kalighat Skywalk Project : বউবাজার থেকে শিক্ষা নিয়ে কালীঘাট স্কাইওয়াক নির্মাণে বাড়তি সতর্ক কলকাতা পৌরনিগম

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.