ETV Bharat / city

Bratya on School Uniform: স্কুলের পোশাকে রং পরিবর্তনে বাংলাকে পথ দেখিয়েছে গুজরাত-অসম: ব্রাত্য বসু - পশ্চিমবঙ্গের বিধানসভা

স্কুলের পোশাকে রং পরিবর্তনের (Bratya on School Uniform) ক্ষেত্রে বাংলাকে পথ দেখিয়েছে বিজেপি শাসিত রাজ্য গুজরাত ও অসম ৷ স্কুলের পোশাকের রং নিয়ে বিতর্ক থামাতে বিধানসভায় এ কথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)৷

Gujarat Assam shows way to Bengal in changing color of school uniform, Says Bratya Basu
স্কুলের পোশাকে রং পরিবর্তনে বাংলাকে পথ দেখিয়েছে গুজরাত-অসম: ব্রাত্য বসু
author img

By

Published : Sep 20, 2022, 6:56 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: গোটা রাজ্যে এক রঙের স্কুল পোশাক (Bratya on School Uniform) চালু হওয়ার পর থেকেই এই নিয়ে বিরোধিতা চলছে । পড়ুয়া থেকে শুরু করে রাজনীতিক - নির্দিষ্ট একটি রঙের স্কুল পোশাকে আপত্তি সকলেরই । ইতিমধ্যেই শিক্ষাবিদরা এর বিরুদ্ধে এই বলে সরব হয়েছেন যে, গোটা রাজ্যে এক রঙের পোশাকে স্কুলের স্বকীয়তা হারিয়ে যায় । এ দিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই নিয়ে বলতে গিয়ে পালটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) আক্রমণের মুখে পড়ল বিরোধীরা ।

মঙ্গলবার বিজেপির ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় নীল-সাদা পোশাক প্রসঙ্গ বিধানসভায় তুলেছিলেন । তারই জবাব দিতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, স্কুলের পোশাকে রং পরিবর্তনের ক্ষেত্রে পথ দেখিয়েছে বিজেপি শাসিত রাজ্য গুজরাত এবং অসম । অতএব এই নিয়ে তাদের কথা বলা সাজে না ।

এ দিন শিখা চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, রাজ্যের স্কুল পড়ুয়াদের পোশাকের রং বদলানো অনেকে মানতে পারছেন না । স্কুলের পোশাককে আগের অবস্থায় কি ফেরানো সম্ভব ? জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পোশাকের রং পরিবর্তনের ক্ষেত্রে রাজ্যকে পথ দেখিয়েছে গুজরাত এবং অসম । শিক্ষামন্ত্রী আরও বলেন, এক্ষেত্রে শুধু সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রে পোশাকের রং পরিবর্তন হয়েছে । কোনও ঐতিহ্যবাহী স্কুলের ক্ষেত্রে অবশ্য তেমনটি হয়নি ।

আরও পড়ুন: বন্ধ স্কুল খোলার জন্য নীতি আনতে চাইছে রাজ্য, বিধানসভায় জানালেন ব্রাত্য

প্রসঙ্গত, অগস্ট মাস থেকে স্কুলগুলিতে পোশাক দেওয়া শুরু করেছে রাজ্য সরকার । এই কাজে গতি আনতে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে । নীল-সাদা ওই পোশাকে থাকছে বিশ্ব বাংলার লোগো । আর পোশাক দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই এই বিরোধিতা চলছে । এ দিন শিক্ষামন্ত্রী কার্যত সেই বিরোধিতাকে খারিজ করে দিলেন ।

কলকাতা, 20 সেপ্টেম্বর: গোটা রাজ্যে এক রঙের স্কুল পোশাক (Bratya on School Uniform) চালু হওয়ার পর থেকেই এই নিয়ে বিরোধিতা চলছে । পড়ুয়া থেকে শুরু করে রাজনীতিক - নির্দিষ্ট একটি রঙের স্কুল পোশাকে আপত্তি সকলেরই । ইতিমধ্যেই শিক্ষাবিদরা এর বিরুদ্ধে এই বলে সরব হয়েছেন যে, গোটা রাজ্যে এক রঙের পোশাকে স্কুলের স্বকীয়তা হারিয়ে যায় । এ দিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই নিয়ে বলতে গিয়ে পালটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) আক্রমণের মুখে পড়ল বিরোধীরা ।

মঙ্গলবার বিজেপির ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় নীল-সাদা পোশাক প্রসঙ্গ বিধানসভায় তুলেছিলেন । তারই জবাব দিতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, স্কুলের পোশাকে রং পরিবর্তনের ক্ষেত্রে পথ দেখিয়েছে বিজেপি শাসিত রাজ্য গুজরাত এবং অসম । অতএব এই নিয়ে তাদের কথা বলা সাজে না ।

এ দিন শিখা চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, রাজ্যের স্কুল পড়ুয়াদের পোশাকের রং বদলানো অনেকে মানতে পারছেন না । স্কুলের পোশাককে আগের অবস্থায় কি ফেরানো সম্ভব ? জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পোশাকের রং পরিবর্তনের ক্ষেত্রে রাজ্যকে পথ দেখিয়েছে গুজরাত এবং অসম । শিক্ষামন্ত্রী আরও বলেন, এক্ষেত্রে শুধু সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রে পোশাকের রং পরিবর্তন হয়েছে । কোনও ঐতিহ্যবাহী স্কুলের ক্ষেত্রে অবশ্য তেমনটি হয়নি ।

আরও পড়ুন: বন্ধ স্কুল খোলার জন্য নীতি আনতে চাইছে রাজ্য, বিধানসভায় জানালেন ব্রাত্য

প্রসঙ্গত, অগস্ট মাস থেকে স্কুলগুলিতে পোশাক দেওয়া শুরু করেছে রাজ্য সরকার । এই কাজে গতি আনতে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে । নীল-সাদা ওই পোশাকে থাকছে বিশ্ব বাংলার লোগো । আর পোশাক দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই এই বিরোধিতা চলছে । এ দিন শিক্ষামন্ত্রী কার্যত সেই বিরোধিতাকে খারিজ করে দিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.