ETV Bharat / city

Bolpur Municipality Case: বোলপুর পৌরসভায় বিল্ডিং প্ল্যান পাশ করাতে অনুদান! হাইকোর্টের মামলা অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ

বোলপুর পৌরসভায় অনুদান না দিলে বিল্ডিং প্ল্যান পাশ (Grant for Passing Building Plan) করানো যায় না ৷ কলকাতা হাইকোর্টে এই অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল (Bolpur Municipality Case) ৷ সেই মামলার শুনানিতে সরাসরি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এই চক্র চালানোর অভিযোগ করলেন মামলাকারীর আইনজীবী ৷

grant-for-passing-building-plan-in-bolpur-municipality-case-file-in-calcutta-hc
grant-for-passing-building-plan-in-bolpur-municipality-case-file-in-calcutta-hc
author img

By

Published : Sep 20, 2022, 2:09 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: বোলপুর পৌরসভায় বিল্ডিং প্ল্যান পাশ (Grant for Passing Building Plan) করাতে অনুদান দিতে হয় বলে অভিযোগ উঠেছে ৷ আর তার পিছনে একটি চক্রও কাজ করছে ৷ এই ধরনের একাধিক অভিযোগে বোলপুর পৌরসভার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় (Bolpur Municipality Case) ৷ আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে সরাসরি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এই চক্র চালানোর অভিযোগ করা হয়েছে ৷ এদিন কলকাতা হাইকোর্টে (Calcutta HC) এমনটাই জানিয়েছেন মামলাকারীর আইনজীবী শামিম আহমেদ ৷

মামলার শুনানিতে আইনজীবী শামিম আহমেদ বলেন, ‘‘পুরো চক্রের মাথা অনুব্রত মণ্ডল ৷ বোলপুর পৌরসভার বর্তমান চেয়ারপার্সন পর্ণা ঘোষ এবং তাঁর স্বামী সুদীপ্ত ঘোষ এই চক্রের সঙ্গে জড়িত রয়েছেন ৷’’ তিনি আদালতে জানান, বোলপুর পৌরসভার নামে বিল ছাপিয়ে টাকা তোলেন তাঁরা ৷ আর অনুদানের নামে এই কাটমানি না দিলে কোনও বিল্ডিংয়ের প্ল্যানিংয়ে অনুমোদন পাওয়া যায় না ৷

যদিও, বোলপুর পৌরসভার আইনজীবীর দাবি করেছেন, ‘‘যে অনুদান নেওয়া হয়, তার সব হিসাব পৌরসভার খাতায় নথিভুক্ত করা রয়েছে ৷ বেআইনিভাবে কিছুই নেওয়া হয়নি ৷ আর এখন বিল্ডিংয়ের প্ল্যানিংয়ের অনুমোদনের পুরো প্রক্রিয়া অনলাইনে হয় ৷’’

আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে আপাতত স্বস্তি সিবিআই আধিকারিক উমেশ কুমারের

রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতকে বলেন, ‘‘অনুদান নেওয়া বেআইনি কিছু নয় ৷ পৌরসভাগুলি অনুদান নিয়েই থাকে ৷ বাজেটেও এর সংস্থান রয়েছে ৷ সব কিছুর হিসাব রাখা হয় ৷ দুঃস্থ মানুষদের উন্নয়নের জন্য এই টাকা খরচ করা হয় ৷ এতে বেআইনি কি আছে ? বহু মানুষ স্বেচ্ছায় অনুদান দিয়ে থাকেন ৷’’ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছে ৷

আরও পড়ুন: ইংরেজবাজারে ফুলবাড়িয়া পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, জেলাশসাককে তদন্তের নির্দেশে কলকাতা হাইকোর্টের

কলকাতা, 20 সেপ্টেম্বর: বোলপুর পৌরসভায় বিল্ডিং প্ল্যান পাশ (Grant for Passing Building Plan) করাতে অনুদান দিতে হয় বলে অভিযোগ উঠেছে ৷ আর তার পিছনে একটি চক্রও কাজ করছে ৷ এই ধরনের একাধিক অভিযোগে বোলপুর পৌরসভার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় (Bolpur Municipality Case) ৷ আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে সরাসরি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এই চক্র চালানোর অভিযোগ করা হয়েছে ৷ এদিন কলকাতা হাইকোর্টে (Calcutta HC) এমনটাই জানিয়েছেন মামলাকারীর আইনজীবী শামিম আহমেদ ৷

মামলার শুনানিতে আইনজীবী শামিম আহমেদ বলেন, ‘‘পুরো চক্রের মাথা অনুব্রত মণ্ডল ৷ বোলপুর পৌরসভার বর্তমান চেয়ারপার্সন পর্ণা ঘোষ এবং তাঁর স্বামী সুদীপ্ত ঘোষ এই চক্রের সঙ্গে জড়িত রয়েছেন ৷’’ তিনি আদালতে জানান, বোলপুর পৌরসভার নামে বিল ছাপিয়ে টাকা তোলেন তাঁরা ৷ আর অনুদানের নামে এই কাটমানি না দিলে কোনও বিল্ডিংয়ের প্ল্যানিংয়ে অনুমোদন পাওয়া যায় না ৷

যদিও, বোলপুর পৌরসভার আইনজীবীর দাবি করেছেন, ‘‘যে অনুদান নেওয়া হয়, তার সব হিসাব পৌরসভার খাতায় নথিভুক্ত করা রয়েছে ৷ বেআইনিভাবে কিছুই নেওয়া হয়নি ৷ আর এখন বিল্ডিংয়ের প্ল্যানিংয়ের অনুমোদনের পুরো প্রক্রিয়া অনলাইনে হয় ৷’’

আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে আপাতত স্বস্তি সিবিআই আধিকারিক উমেশ কুমারের

রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতকে বলেন, ‘‘অনুদান নেওয়া বেআইনি কিছু নয় ৷ পৌরসভাগুলি অনুদান নিয়েই থাকে ৷ বাজেটেও এর সংস্থান রয়েছে ৷ সব কিছুর হিসাব রাখা হয় ৷ দুঃস্থ মানুষদের উন্নয়নের জন্য এই টাকা খরচ করা হয় ৷ এতে বেআইনি কি আছে ? বহু মানুষ স্বেচ্ছায় অনুদান দিয়ে থাকেন ৷’’ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছে ৷

আরও পড়ুন: ইংরেজবাজারে ফুলবাড়িয়া পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, জেলাশসাককে তদন্তের নির্দেশে কলকাতা হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.