কলকাতা, 12 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ মমতাকে টুইটে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আবেদনও জানিয়েছেন তিনি ৷
শুক্রবার সকালে টুইটে রাজ্যপাল লেখেন, "মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে খবর নিয়েছি ৷ তাঁর দ্রুত আরোগ্য ও স্বাভাবিক জীবনে ফেরার প্রার্থনা করি ৷" নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষোভ শুরু হয়েছে ৷ তা প্রশমনে মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ধনকড় ৷ তিনি টুইটে লিখেছেন, "শান্তি ও অনুকূল পরিবেশেই ফুটে ওঠে গণতন্ত্র ৷ পশ্চিমবঙ্গ তার উচ্চ সংস্কৃতির জন্য পরিচিত ৷ এখন শান্তি ও শৃঙ্খলা পালনের সময় ৷ সবার কাছে সম্প্রীতি রক্ষার আহ্বান জানাচ্ছি ৷"
-
Enquired about well being of Hon’ble CM. Wished @MamataOfficial speedy recovery and return to normalcy.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Democracy blossoms in peace and congenial environment. West Bengal stands out for its rich culture.
Time for observance of calm and decorum. Appeal all to ensure harmony.
">Enquired about well being of Hon’ble CM. Wished @MamataOfficial speedy recovery and return to normalcy.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 12, 2021
Democracy blossoms in peace and congenial environment. West Bengal stands out for its rich culture.
Time for observance of calm and decorum. Appeal all to ensure harmony.Enquired about well being of Hon’ble CM. Wished @MamataOfficial speedy recovery and return to normalcy.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 12, 2021
Democracy blossoms in peace and congenial environment. West Bengal stands out for its rich culture.
Time for observance of calm and decorum. Appeal all to ensure harmony.
রাজ্যে শান্তি রক্ষায় বৃহস্পতিবার মানুষকে সংযত থাকার আহ্বান জানিয়ে হাসপাতাল থেকেই ভিডিয়ো বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও ৷ তিনি বলেন, গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে সবাইকে নমস্কার করছিলেন ৷ আর সেই সময়েই এমন জোরে চাপ আসে, তাতে পুরো গাড়িটা তাঁর পায়ের উপর চেপে যায় ৷ তবে শিগগিরই তিনি ফের তাঁর কাজকর্ম শুরু করবেন বলে জানান তৃণমূল নেত্রী ৷ এই অবস্থায় সবাইকে শান্ত ও সংযত থাকার জন্য আবেদন জানান তিনি ৷
আরও পড়ুন: এসএসকেএমে বিক্ষোভের মুখে রাজ্যপাল, ছোড়া হল জুতো
মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম-এ ভর্তি হওয়ার পর তাঁকে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল ৷ তবে সেখানে তাঁকে শুনতে হয় গো ব্যাক স্লোগান ৷ রাজ্যপাল হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ৷ রাজ্যপালের গাড়ির চাকা গড়ানো শুরু হতেই তাঁকে লক্ষ্য করে জুতোও ছোড়া হয় ৷