কলকাতা, 11 এপ্রিল : নদিয়ার হাঁসখালি গণধর্ষণের ঘটনায় মুখ্যসচিবের জবাব তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Dhankhar Seeks Report on Hanskhali Rape from Bengal Govt) ৷ সোমবার সন্ধ্যায় তিনি একটি টুইট বিবৃতির মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন ৷ একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে তিনি রামনবমীর মিছিলে হওয়া হামলা নিয়েও জবাব চেয়েছেন ৷ সেটাও ওই বিবৃতি উল্লেখ করা হয়েছে ৷
প্রসঙ্গত, এদিন বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (WBLA Leader of Opposition Suvendu Adhikari) ৷ তিনি এই নিয়ে সঠিক তদন্তের দাবি জানান রাজ্যপালের কাছে ৷ তার পরই মুখ্যসচিবের জবাব চান ধনকড় ৷ শুভেন্দুর অভিযোগের ভিত্তিতেই যে এই জবাব তলব, সেটাও ওই টুইট বিবৃতিতে উল্লেখ করেছেন রাজ্যপাল ৷
- — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 11, 2022
">— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 11, 2022
পাশাপাশি তিনি এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ মহিলাদের উপর হওয়া অত্যাচারকে নিয়ে ভয়ঙ্কর বলে ব্যাখ্যা করেছেন ৷ তাছাড়া রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ৷ আগামী 13 এপ্রিলের মধ্যে তিনি মুখ্যসচিবের কাছ থেকে এই বিষয়ে জবাব চেয়েছেন ৷
-
LOP @SuvenduWB with Guv at Rj Bhawan today. pic.twitter.com/Ozn93HMgYq
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">LOP @SuvenduWB with Guv at Rj Bhawan today. pic.twitter.com/Ozn93HMgYq
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 11, 2022LOP @SuvenduWB with Guv at Rj Bhawan today. pic.twitter.com/Ozn93HMgYq
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 11, 2022
আরও পড়ুন : Hanskhali Rape : 14 দিনের জেল হেফাজত হাঁসখালি ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তের