কলকাতা, 3 ফেব্রুয়ারি : সম্প্রতি বিহারে বিধানসভা নির্বাচনে জোর লড়াইয়ের পর মোদি-নীতীশ জোটের কাছে অল্পের জন্য হেরে যায় লালুপুত্র তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট । তবে চমকে দেওয়ার মতো ফল করে বামেরা । 29টি আসনে প্রার্থী দিয়ে 16টিতেই জয় ছিনিয়ে নিয়েছে তারা । 19টি আসনে লড়ে 12টিতেই জয়ী হয়েছে সিপিআই(এমএল) লিবারেশন । সিপিআই ও সিপিএম পেয়েছে দুটি করে আসন । এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি । পালটা ক্ষমতা ধরে রাখতে আসরে তৃণমূলও । অন্যদিকে, বিজেপি ও তৃণমূলের বিরোধিতায় জোট বাধতে চলেছে বাম-কংগ্রেস জোট । এখন প্রশ্ন হল, বিধানসভা ভোটে বিজেপি-তৃণমূল উভয়কেই সমান প্রতিপক্ষ ধরে এগোলে আদৌ কতটা সুবিধা হবে বাম-কংগ্রেসের ? নাকি সিপিআই(এমএল) লিবারেশন-এর সঙ্গে সহমত হবে তারা ? ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মহাজোট নিয়েই নিজের বক্তব্য জানালেন সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ।
সিপিআই(এমএল) লিবারেশনের সঙ্গে প্রথম থেকেই মতানৈক্য তৈরি হয়েছে বামফ্রন্টের । সিপিআই(এমএল) লিবারেশন মনে করে, পশ্চিমবঙ্গে বিজেপি প্রধান বিপদ । বিজেপির সঙ্গে অন্য কোনও রাজনৈতিক দলের মিল নেই । বিজেপি প্রধান বিরোধী । বামফ্রন্ট তথা সিপিআই(এম) মনে করে তৃণমূল এবং বিজেপি উভয়ই প্রধান বিরোধী । তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ লড়াই বামফ্রন্টের । ঠিক এখানেই সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের চূড়ান্ত মতপার্থক্য রয়েছে ।
"তৃণমূল এবং বিজেপি সমান দোষে দুষ্ট নয় । বিজেপি মাত্রাতিরিক্ত বিপদ পশ্চিমবঙ্গের জন্য ।" একথা মনে করে সিপিআই(এমএল) লিবারেশন । যে কারণে পশ্চিমবঙ্গে মহাজোট করতে চায়নি সিপিআই(এমএল) লিবারেশন । তারা মনে করে বিজেপির থেকে তুলনামূলক 'ভালো' তৃণমূল কংগ্রেস । সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য জানিয়েছেন, "পশ্চিমবঙ্গে গ্র্যান্ড অ্যালায়েন্স হচ্ছে না । কোন সুযোগও ছিল না । বিহারে জোট স্পষ্ট ছিল । বিজেপি, এনডিএ বিরোধী জোট হয়েছিল বিহারে । অন্য একটা পরিস্থিতি ছিল । বিহারে বিজেপি-এনডিএ ক্ষমতায় ছিল । যেহেতু পশ্চিমবঙ্গে অন্য একটা সরকার রয়েছে, তাই সিপিআই(এমএল) লিবারেশন মনে করে, পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার মূলত হবে বিজেপির বিরুদ্ধে । বিজেপিকে প্রধান বিপদ মনে করা হচ্ছে । যেহেতু কংগ্রেস এবং বামফ্রন্টের জোট বিজেপি এবং তৃণমূলকে একই ভাবে দেখছে, সেখানেই তৈরি হচ্ছে মতপার্থক্য ।" আর এজন্যই পশ্চিমবঙ্গে মহাজোট করা গেল না বলেই মন্তব্য করেছেন দীপঙ্কর ভট্টাচার্য ।
আরও পড়ুন : তৃণমূলের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না, কর্মীরাই দলের নেতা: মমতা
তিনি বলেন, "বিজেপি এবং তৃণমূল সমান দোষে দুষ্ট নয় । বিজেপির সঙ্গে কোনও দলের তুলনা চলে না । যে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্ট সমঝোতা করছে, মনে রাখতে হবে সেই কংগ্রেস সিদ্ধার্থশংকর রায়ের জরুরি অবস্থার কংগ্রেস । সত্তরের দশকের কংগ্রেস । যেহেতু সময়ে অন্য, তাই কংগ্রেসকে সঙ্গে নিয়েছে বামফ্রন্ট । তৃণমূলের সঙ্গে বিজেপির তুলনা হয় না । পশ্চিমবঙ্গে জটিল অবস্থা তৈরি হয়েছে । আমরা চাই না পশ্চিমবঙ্গে কোনওভাবেই বিজেপির সরকার ক্ষমতায় আসুক । বাম-কংগ্রেস জোট এই মুহূর্তে সরকার গঠনের অবস্থায় আছে বলে মনে করি না । আমরা মনে করি পশ্চিমবঙ্গে বিজেপি অতিমাত্রায় বিপদ । তাই বিজেপির বিরোধিতা করি । বামফ্রন্ট এবং কংগ্রেসের এই জোটের সঙ্গে আমাদের মতের মিল হচ্ছে না বলেই, আমরা পশ্চিমবঙ্গে গ্র্যান্ড অ্যালায়েন্স করছি না ।"