ETV Bharat / city

Forward Block Flag : লাল ছেড়ে তেরঙ্গায় ফিরছে ফরওয়ার্ড ব্লকের পতাকা - তেরঙ্গা

স্বাধীনতার পর কেটে গিয়েছে 70 বছর ৷ তাই ফের একবার পুরনো চেহারায় ফিরছে ফরওয়ার্ড ব্লকের পতাকা ৷ বাদ যাচ্ছে কাস্তে-হাতুড়ি আর লাল রং ৷ ফিরছে তেরঙ্গা ৷ তবে উড়ন্ত বাঘের তেমন কোনও পরিবর্তন হচ্ছে না ৷

Forward Block is going to change it's party flag
Forward Block Flag : কাস্তে-হাতুড়ি ছেড়ে পুরনো রূপে ফিরছে ফরওয়ার্ড ব্লকের পতাকা
author img

By

Published : Aug 31, 2021, 8:06 PM IST

কলকাতা, 31 অগস্ট : দলীয় পতাকা থেকে কাস্তে-হাতুড়ি বাদ দিতে চলেছে সারাভারত ফরওয়ার্ড ব্লক ৷ নেতাজি সুভাষচন্দ্র বসু নাগপুরে যে তেরঙ্গা পতাকা তুলেছিলেন, সেই ঝান্ডাই ফের একবার ফিরিয়ে আনতে চলেছে দল ৷ আগামী ডিসেম্বর মাসে দলের ভুবনেশ্বর পরিষদের অনুষ্ঠান হতে চলেছে ৷ সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে ৷ এই মুহূর্তে দল লাল রঙের পতাকায় উড়ন্ত বাঘ এবং কাস্তে-হাতুড়ি ব্যবহার করে ৷ সেটার সম্পূর্ণ বদল আনা হচ্ছে ৷ মার্কসবাদী ভাবনা থেকে বেরোতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব ৷

আরও পড়ুন : Left Front in WB : বৃদ্ধতন্ত্র হঠাতে হবে, বুঝেও বুঝছে না আলিমুদ্দিন

ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির নেতা হাফিজ আলম সইরানিকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, দেশ স্বাধীন হওয়ার পর মনে করা হয়েছিল, সমাজতান্ত্রিকভাবে এই দেশ গঠন করা হবে ৷ সেখানে মার্কসীয় ভাবনা-চিন্তাকে গুরুত্ব দিয়েছিলেন দলের তৎকালীন নেতারা ৷ সেই কারণেই পতাকায় কাস্তে, হাতুড়িকে শ্রমজীবী মানুষের প্রতীক হিসাবে ঠাঁই দেওয়া হয়েছিল ৷ বেছে নেওয়া হয়েছিল লাল রং ৷

Forward Block is going to change it's party flag
এই চেহারায় ফিরবে ফরওয়ার্ড ব্লকের পতাকা ৷

আরও পড়ুন : CPIM : মিনাক্ষী, সৃজনদের সামনের সারিতে নিয়ে আসার দাবি জোরালো, পেতে পারেন গুরুদায়িত্ব

গত 70 বছরে অনেকটাই বদলে গিয়েছে ভারতের রাজনীতি ৷ বদল এসেছে ভারতের আর্থ-সামাজিক প্রেক্ষাপটেও ৷ এখন দেশে মেরুকরণের রাজনীতি প্রবল ৷ একদিকে, গেরুয়া শিবিরের হিন্দুত্ববাদ, অন্যদিকে সংখ্যালঘু তোষণ রাজনীতির অন্যতম পাথেয় হয়ে উঠেছে ৷ এই পরিস্থিতিতে ফের একবার জাতীয়তাবাদী ভাবধারাতেই ফিরতে চাইছেন দলের বর্তমান নেতারা ৷ তাঁদের মতে, যে ভাবনায় ভর করে দলের পতাকার রং বদলানো হয়েছিল এবং তাতে কাস্তে-হাতুড়ি যোগ করা হয়েছিল, তা ভুল ছিল ৷ সেই কারণেই ফের একবার পুরনো চেহারায় ফিরতে চলেছে ফরওয়ার্ড ব্লকের নিশান ৷

কলকাতা, 31 অগস্ট : দলীয় পতাকা থেকে কাস্তে-হাতুড়ি বাদ দিতে চলেছে সারাভারত ফরওয়ার্ড ব্লক ৷ নেতাজি সুভাষচন্দ্র বসু নাগপুরে যে তেরঙ্গা পতাকা তুলেছিলেন, সেই ঝান্ডাই ফের একবার ফিরিয়ে আনতে চলেছে দল ৷ আগামী ডিসেম্বর মাসে দলের ভুবনেশ্বর পরিষদের অনুষ্ঠান হতে চলেছে ৷ সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে ৷ এই মুহূর্তে দল লাল রঙের পতাকায় উড়ন্ত বাঘ এবং কাস্তে-হাতুড়ি ব্যবহার করে ৷ সেটার সম্পূর্ণ বদল আনা হচ্ছে ৷ মার্কসবাদী ভাবনা থেকে বেরোতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব ৷

আরও পড়ুন : Left Front in WB : বৃদ্ধতন্ত্র হঠাতে হবে, বুঝেও বুঝছে না আলিমুদ্দিন

ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির নেতা হাফিজ আলম সইরানিকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, দেশ স্বাধীন হওয়ার পর মনে করা হয়েছিল, সমাজতান্ত্রিকভাবে এই দেশ গঠন করা হবে ৷ সেখানে মার্কসীয় ভাবনা-চিন্তাকে গুরুত্ব দিয়েছিলেন দলের তৎকালীন নেতারা ৷ সেই কারণেই পতাকায় কাস্তে, হাতুড়িকে শ্রমজীবী মানুষের প্রতীক হিসাবে ঠাঁই দেওয়া হয়েছিল ৷ বেছে নেওয়া হয়েছিল লাল রং ৷

Forward Block is going to change it's party flag
এই চেহারায় ফিরবে ফরওয়ার্ড ব্লকের পতাকা ৷

আরও পড়ুন : CPIM : মিনাক্ষী, সৃজনদের সামনের সারিতে নিয়ে আসার দাবি জোরালো, পেতে পারেন গুরুদায়িত্ব

গত 70 বছরে অনেকটাই বদলে গিয়েছে ভারতের রাজনীতি ৷ বদল এসেছে ভারতের আর্থ-সামাজিক প্রেক্ষাপটেও ৷ এখন দেশে মেরুকরণের রাজনীতি প্রবল ৷ একদিকে, গেরুয়া শিবিরের হিন্দুত্ববাদ, অন্যদিকে সংখ্যালঘু তোষণ রাজনীতির অন্যতম পাথেয় হয়ে উঠেছে ৷ এই পরিস্থিতিতে ফের একবার জাতীয়তাবাদী ভাবধারাতেই ফিরতে চাইছেন দলের বর্তমান নেতারা ৷ তাঁদের মতে, যে ভাবনায় ভর করে দলের পতাকার রং বদলানো হয়েছিল এবং তাতে কাস্তে-হাতুড়ি যোগ করা হয়েছিল, তা ভুল ছিল ৷ সেই কারণেই ফের একবার পুরনো চেহারায় ফিরতে চলেছে ফরওয়ার্ড ব্লকের নিশান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.