ETV Bharat / city

Hafiz Alam Sairani: 11টি অভিযোগের প্রেক্ষিতে ফরওয়ার্ড ব্লক ছাড়লেন প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি

এগারো দফা অভিযোগ জানিয়ে ফরওয়ার্ড ব্লক দলের সবরকম সদস্য পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি (Hafiz Alam Sairani Lefts Forward Block Party) ৷ তবে, আজীবন বামপন্থী থাকবেন বলে জানিয়েছেন তিনি ৷

Former Minister Hafiz Alam Sairani Lefts Forward Block Party
Former Minister Hafiz Alam Sairani Lefts Forward Block Party
author img

By

Published : Sep 24, 2022, 8:27 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: ফের ভাঙন ফরওয়ার্ড ব্লকে ৷ এ বার ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি (Hafiz Alam Sairani Lefts Forward Block Party) ৷ দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসকে চার পাতার চিঠি দিয়েছেন হাফিজ আলম ৷ সেখানে নেতৃত্বের বিরুদ্ধে মোট 11টি অভিযোগ করেছেন তিনি ৷ তবে, জানিয়েছেন ফরওয়ার্ড ব্লক ছাড়লেও, বামপন্থা ছাড়ছেন না ৷ এ দিকে পদত্যাগ পত্রের বিষয়ে ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেন, ‘‘চিঠি পেয়েছি ৷ আগামী 15 ও 16 অক্টোবর দলের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর বৈঠকে আলোচনা হবে ৷’’

এর আগে ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধাচরণ সহ-একাধিক কারণে প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজকে বহিষ্কার করেছিল রাজ্য নেতৃত্ব ৷ একইভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক নেতাকে বহিষ্কার করেছিল ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ৷ পরে তাঁরা আজাদ হিন্দ মঞ্চ তৈরি করেন ৷ এ দিকে পারিবারিক সূত্রে, আলি ইমরান রামজেক কাকা হলেন হাফিজ আলম সাইরানি ৷ ফলে, ভাইপোর বহিষ্কারের পর কাকার পদত্যাগ রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অন্যান্য বাম সংগঠনগুলি ৷

আরও পড়ুন: নেতাজির জন্মদিন কেন 'দেশপ্রেম দিবস' নয় ? 23 জানুয়ারি পথে ফরওয়ার্ড ব্লক

হাফিজ আলম সাইরানি চার পাতার পদত্যাগ পত্রে অভিযোগ করেছেন, ‘‘2019 সালের পরে দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে ৷ কেন্দ্রের মোদি সরকার জনবিরোধী নীতি এবং সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে চলেছে ৷ রাজ্যে দুর্নীতিগ্রস্থ ও অগণতান্ত্রিক সরকার চলছে ৷ জাতীয়তাবাদী একটি বামপন্থী দল হিসাবে এই রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলন করে এবং সংগঠনকে শক্তিশালী করার সুযোগ ছিল ৷ রাজ্য নেতৃত্বের পরিকল্পনা, কর্মসূচী গ্রহণের ক্ষেত্রে দিশাহীন ভূমিকা ফরওয়ার্ড ব্লককে পিছিয়ে দিচ্ছে ৷’’ তাই তিনি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন ৷

কলকাতা, 24 সেপ্টেম্বর: ফের ভাঙন ফরওয়ার্ড ব্লকে ৷ এ বার ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি (Hafiz Alam Sairani Lefts Forward Block Party) ৷ দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসকে চার পাতার চিঠি দিয়েছেন হাফিজ আলম ৷ সেখানে নেতৃত্বের বিরুদ্ধে মোট 11টি অভিযোগ করেছেন তিনি ৷ তবে, জানিয়েছেন ফরওয়ার্ড ব্লক ছাড়লেও, বামপন্থা ছাড়ছেন না ৷ এ দিকে পদত্যাগ পত্রের বিষয়ে ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেন, ‘‘চিঠি পেয়েছি ৷ আগামী 15 ও 16 অক্টোবর দলের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর বৈঠকে আলোচনা হবে ৷’’

এর আগে ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধাচরণ সহ-একাধিক কারণে প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজকে বহিষ্কার করেছিল রাজ্য নেতৃত্ব ৷ একইভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক নেতাকে বহিষ্কার করেছিল ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ৷ পরে তাঁরা আজাদ হিন্দ মঞ্চ তৈরি করেন ৷ এ দিকে পারিবারিক সূত্রে, আলি ইমরান রামজেক কাকা হলেন হাফিজ আলম সাইরানি ৷ ফলে, ভাইপোর বহিষ্কারের পর কাকার পদত্যাগ রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অন্যান্য বাম সংগঠনগুলি ৷

আরও পড়ুন: নেতাজির জন্মদিন কেন 'দেশপ্রেম দিবস' নয় ? 23 জানুয়ারি পথে ফরওয়ার্ড ব্লক

হাফিজ আলম সাইরানি চার পাতার পদত্যাগ পত্রে অভিযোগ করেছেন, ‘‘2019 সালের পরে দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে ৷ কেন্দ্রের মোদি সরকার জনবিরোধী নীতি এবং সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে চলেছে ৷ রাজ্যে দুর্নীতিগ্রস্থ ও অগণতান্ত্রিক সরকার চলছে ৷ জাতীয়তাবাদী একটি বামপন্থী দল হিসাবে এই রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলন করে এবং সংগঠনকে শক্তিশালী করার সুযোগ ছিল ৷ রাজ্য নেতৃত্বের পরিকল্পনা, কর্মসূচী গ্রহণের ক্ষেত্রে দিশাহীন ভূমিকা ফরওয়ার্ড ব্লককে পিছিয়ে দিচ্ছে ৷’’ তাই তিনি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.