ETV Bharat / city

পাতে পছন্দের কুমড়ো-ছোলার তরকারি, আগের থেকে সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য - বামফ্রন্ট

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন বলে পরিবার সূত্রে জানানো হয়েছে । গত কয়েকদিন ধরে স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন তিনি ।

বুদ্ধদেব ভট্টাচার্য
বুদ্ধদেব ভট্টাচার্য
author img

By

Published : Aug 23, 2020, 10:06 PM IST

কলকাতা, 23 অগাস্ট : আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এতদিন তিনি তরল খাবার খেতেন । গত কয়েকদিন ধরে শক্ত খাবার খেতে শুরু করেছেন । বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল মাস দু'য়েক আগে । দৃষ্টিশক্তির সমস্যা এবং ওজন কমে যাওয়ায় উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা । ক্রমশ ওজন কমে যাওয়ায় বাড়ির লোকও চিন্তায় ছিলেন । গত কয়েকদিন ধরে স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । শারীরিক সমস্যার জন্য খাবার চিবিয়ে খেতে পারছিলেন না । চিকিৎসকদের পরামর্শ মতো তিনি তরল খাবার খাচ্ছিলেন । জিভে স্বাদ ছিল না । এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন বলে পরিবার সূত্রে জানানো হয়েছে ।

এখন 76 বছর বয়স বুদ্ধদেব ভট্টাচার্যের । বাড়ি থেকে বেরোন না। কোরোনা ভাইরাসের সংক্রমণের জন্য পর্যাপ্ত সর্তকতা অবলম্বন করেছেন । COPD-র সমস্যা থাকায় বাড়িতে মজুত রয়েছে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার । গত কয়েকদিনের টানা বৃষ্টিতে খুব একটা সমস্যা হয়নি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ।

পরিবার সূত্রে জানা গেছে, আগের থেকে সুস্থ হওয়ার পর কুমড়ো এবং ছোলা দিয়ে তৈরি তরকারি খেতে খুব পছন্দ করছেন বুদ্ধদেব ভট্টাচার্য । অল্প কাঁটাযুক্ত মাছ পাবদা এবং পমফ্রেট খেতে তিনি বেশি পছন্দ করেন । ক্রমাগত ওজন কমে যাওয়ায় চিকিৎসকরা উদ্বিগ্ন ছিলেন । এখন স্বাভাবিক খাওয়া-দাওয়া করায় আত্মীয় পরিজন এবং চিকিৎসকরা কিছুটা আশ্বস্ত হয়েছেন ।

আরও পড়ুন : পরপর দু'মাস বেস্টসেলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বই

বাড়িতে দীর্ঘদিনের এক কর্মী ছাড়াও স্ত্রী মীরা ভট্টাচার্য রয়েছেন । খুব ঘনিষ্ঠজন ছাড়া এবং দলের দুই-একজন কর্মী ছাড়া সকলের প্রবেশ নিষিদ্ধ পাম অ্যাভিনিউয়ের দুই কামরার ফ্ল্যাটে । এই অবস্থাতেই তিনি দলীয় কর্মীদের নানারকম পরামর্শ দিচ্ছেন টেলিফোনে । দলের সদর দপ্তর মুজাফ্ফর আহমেদ ভবন থেকে যে কোনও সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে পরামর্শ চাওয়া হয় । শারীরিকভাবে সুস্থ থাকলে বুদ্ধদেব ভট্টাচার্য তৎক্ষণাৎ তাঁর মতামত জানিয়ে দেন দলের সদর দপ্তরে।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর তহবিলে 6 মাসের পেনশন দান ভিত্তিহীন খবর : বুদ্ধদেব ভট্টাচার্য

দেশ এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল তিনি । একদম টেলিভিশন দেখেন না । তাঁর নিজস্ব কোনও মোবাইল ফোন নেই । বাড়ির ল্যান্ডলাইন টেলিফোনের মাধ্যমে যোগাযোগ হয় । যদিও প্রতিদিন সকালে দলের মুখপত্র এবং অন্যান্য খবরের কাগজ খুঁটিয়ে দেখেন । দৃষ্টিশক্তির সমস্যা থাকায় খবরের কাগজ পড়তে তাঁকে সাহায্য করতে হয় । আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ।

কলকাতা, 23 অগাস্ট : আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এতদিন তিনি তরল খাবার খেতেন । গত কয়েকদিন ধরে শক্ত খাবার খেতে শুরু করেছেন । বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল মাস দু'য়েক আগে । দৃষ্টিশক্তির সমস্যা এবং ওজন কমে যাওয়ায় উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা । ক্রমশ ওজন কমে যাওয়ায় বাড়ির লোকও চিন্তায় ছিলেন । গত কয়েকদিন ধরে স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । শারীরিক সমস্যার জন্য খাবার চিবিয়ে খেতে পারছিলেন না । চিকিৎসকদের পরামর্শ মতো তিনি তরল খাবার খাচ্ছিলেন । জিভে স্বাদ ছিল না । এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন বলে পরিবার সূত্রে জানানো হয়েছে ।

এখন 76 বছর বয়স বুদ্ধদেব ভট্টাচার্যের । বাড়ি থেকে বেরোন না। কোরোনা ভাইরাসের সংক্রমণের জন্য পর্যাপ্ত সর্তকতা অবলম্বন করেছেন । COPD-র সমস্যা থাকায় বাড়িতে মজুত রয়েছে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার । গত কয়েকদিনের টানা বৃষ্টিতে খুব একটা সমস্যা হয়নি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ।

পরিবার সূত্রে জানা গেছে, আগের থেকে সুস্থ হওয়ার পর কুমড়ো এবং ছোলা দিয়ে তৈরি তরকারি খেতে খুব পছন্দ করছেন বুদ্ধদেব ভট্টাচার্য । অল্প কাঁটাযুক্ত মাছ পাবদা এবং পমফ্রেট খেতে তিনি বেশি পছন্দ করেন । ক্রমাগত ওজন কমে যাওয়ায় চিকিৎসকরা উদ্বিগ্ন ছিলেন । এখন স্বাভাবিক খাওয়া-দাওয়া করায় আত্মীয় পরিজন এবং চিকিৎসকরা কিছুটা আশ্বস্ত হয়েছেন ।

আরও পড়ুন : পরপর দু'মাস বেস্টসেলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বই

বাড়িতে দীর্ঘদিনের এক কর্মী ছাড়াও স্ত্রী মীরা ভট্টাচার্য রয়েছেন । খুব ঘনিষ্ঠজন ছাড়া এবং দলের দুই-একজন কর্মী ছাড়া সকলের প্রবেশ নিষিদ্ধ পাম অ্যাভিনিউয়ের দুই কামরার ফ্ল্যাটে । এই অবস্থাতেই তিনি দলীয় কর্মীদের নানারকম পরামর্শ দিচ্ছেন টেলিফোনে । দলের সদর দপ্তর মুজাফ্ফর আহমেদ ভবন থেকে যে কোনও সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে পরামর্শ চাওয়া হয় । শারীরিকভাবে সুস্থ থাকলে বুদ্ধদেব ভট্টাচার্য তৎক্ষণাৎ তাঁর মতামত জানিয়ে দেন দলের সদর দপ্তরে।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর তহবিলে 6 মাসের পেনশন দান ভিত্তিহীন খবর : বুদ্ধদেব ভট্টাচার্য

দেশ এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল তিনি । একদম টেলিভিশন দেখেন না । তাঁর নিজস্ব কোনও মোবাইল ফোন নেই । বাড়ির ল্যান্ডলাইন টেলিফোনের মাধ্যমে যোগাযোগ হয় । যদিও প্রতিদিন সকালে দলের মুখপত্র এবং অন্যান্য খবরের কাগজ খুঁটিয়ে দেখেন । দৃষ্টিশক্তির সমস্যা থাকায় খবরের কাগজ পড়তে তাঁকে সাহায্য করতে হয় । আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.