ETV Bharat / city

COVAXIN : সোমবার থেকে কলকাতায় আপাতত বন্ধ হচ্ছে কোভ্যাকসিনের প্রথম ডোজ - Kolkata Municipal Corporation

1 নভেম্বর অর্থাৎ আগামী সোমবার থেকে কলকাতায় কোভ্যাকসিনের (COVAXIN) প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation- KMC) তরফে জানানো হয়েছে, শহরের 37টি স্বাস্থ্যকেন্দ্রে কোভ্যাকসিনের টিকাকরণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে ৷ এই ভ্যাকসিনের জোগান কম থাকার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷

COVAXIN, KMC
COVAXIN
author img

By

Published : Oct 30, 2021, 6:15 PM IST

কলকাতা, 30 অক্টোবর : আগামী সোমবার থেকে কলকাতা শহরে অনির্দিষ্টকালের কোভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ করে দেওয়া হচ্ছে । কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 37টি স্বাস্থ্যকেন্দ্রে কোভ্যাকসিনের টিকাকরণ বন্ধ করা হচ্ছে । রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে কলকাতা পৌরনিগম আগামী সোমবার থেকে কোভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে । শনিবার কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, পৌরনিগমকে এই নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতর পাঠিয়েছে ৷ কোভ্যাকসিনের জোগান কম থাকার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

সম্ভবত উৎপাদন কম থাকায় এই পরিস্থিতি ৷ তাই আপাতত কোভ্যাকসিনের শুধু প্রথম ডোজ দেওয়া বন্ধ করা হচ্ছে । ওইসব এলাকায় মাইক্রো কনটেইনমেন্ট জোন করে বাড়িগুলিকে ঘিরে দেওয়া হচ্ছে ৷ তবে জানানো হয়েছে, বকেয়া কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে । শুধু বকেয়া কোভ্যাকসিনের 50 হাজার দ্বিতীয় ডোজের প্রাপকদের টিকা দেওয়া হবে । যে 37টি স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভ্যাকসিন দেওয়া হত সেখানে থেকেই দ্বিতীয় ডোজ দেওয়া হবে ।

জানানো হয়েছে, কোভিশিল্ড যেমন দেওয়া হচ্ছে তেমনই দেওয়া হবে । পৌরনিগমের 102টি স্বাস্থ্যকেন্দ্র ও পাঁচটি মেগা হেলথ সেন্টার থেকে কোভিশিল্ডের টিকা দেওয়া হচ্ছে ৷

কোভ্যাকসিনের জোগান কম থাকার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে

এর পাশাপাশি কলকাতা শহরে রাজপুর-সোনারপুর সীমানাবর্তী এলাকাগুলিতে যাতে করোনার সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা পৌরনিগম । এইসব এলাকাগুলিতে মাইকিং করা হচ্ছে । রাজপুর সোনারপুর অঞ্চল থেকে বহু মানুষ কলকাতা শহরের ঢুকে পড়ছেন । ফলের সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে । কড়া বিধিনিষেধ উপেক্ষা করে রাজপুর-সোনারপুর থেকে মানুষ গড়িয়া, নয়াবাদ এলাকায় দোকান বাজার মধ্যে চলে আসেন । তাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে । এইসব এলাকায় করোনা নির্ধারক পরীক্ষা ও 100 শতাংশ ভ্যাকসিনেশনের লক্ষ্যে পদক্ষেপ করা হয়েছে ।

আরও পড়ুন : Mamata Banerjee : তৃতীয় ফ্রন্ট তৈরির বার্তা নিয়ে মমতার কাছে গোয়ার আঞ্চলিক দলের নেতারা

কলকাতা, 30 অক্টোবর : আগামী সোমবার থেকে কলকাতা শহরে অনির্দিষ্টকালের কোভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ করে দেওয়া হচ্ছে । কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 37টি স্বাস্থ্যকেন্দ্রে কোভ্যাকসিনের টিকাকরণ বন্ধ করা হচ্ছে । রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে কলকাতা পৌরনিগম আগামী সোমবার থেকে কোভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে । শনিবার কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, পৌরনিগমকে এই নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতর পাঠিয়েছে ৷ কোভ্যাকসিনের জোগান কম থাকার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

সম্ভবত উৎপাদন কম থাকায় এই পরিস্থিতি ৷ তাই আপাতত কোভ্যাকসিনের শুধু প্রথম ডোজ দেওয়া বন্ধ করা হচ্ছে । ওইসব এলাকায় মাইক্রো কনটেইনমেন্ট জোন করে বাড়িগুলিকে ঘিরে দেওয়া হচ্ছে ৷ তবে জানানো হয়েছে, বকেয়া কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে । শুধু বকেয়া কোভ্যাকসিনের 50 হাজার দ্বিতীয় ডোজের প্রাপকদের টিকা দেওয়া হবে । যে 37টি স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভ্যাকসিন দেওয়া হত সেখানে থেকেই দ্বিতীয় ডোজ দেওয়া হবে ।

জানানো হয়েছে, কোভিশিল্ড যেমন দেওয়া হচ্ছে তেমনই দেওয়া হবে । পৌরনিগমের 102টি স্বাস্থ্যকেন্দ্র ও পাঁচটি মেগা হেলথ সেন্টার থেকে কোভিশিল্ডের টিকা দেওয়া হচ্ছে ৷

কোভ্যাকসিনের জোগান কম থাকার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে

এর পাশাপাশি কলকাতা শহরে রাজপুর-সোনারপুর সীমানাবর্তী এলাকাগুলিতে যাতে করোনার সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা পৌরনিগম । এইসব এলাকাগুলিতে মাইকিং করা হচ্ছে । রাজপুর সোনারপুর অঞ্চল থেকে বহু মানুষ কলকাতা শহরের ঢুকে পড়ছেন । ফলের সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে । কড়া বিধিনিষেধ উপেক্ষা করে রাজপুর-সোনারপুর থেকে মানুষ গড়িয়া, নয়াবাদ এলাকায় দোকান বাজার মধ্যে চলে আসেন । তাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে । এইসব এলাকায় করোনা নির্ধারক পরীক্ষা ও 100 শতাংশ ভ্যাকসিনেশনের লক্ষ্যে পদক্ষেপ করা হয়েছে ।

আরও পড়ুন : Mamata Banerjee : তৃতীয় ফ্রন্ট তৈরির বার্তা নিয়ে মমতার কাছে গোয়ার আঞ্চলিক দলের নেতারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.