ETV Bharat / city

Ganga Sagar Mela 2022 : গণতান্ত্রিক দেশে লাঠি দিয়ে ভিড় সামলানো যায় না, গঙ্গাসাগরে জনসমাগম প্রসঙ্গে মন্তব্য ফিরহাদের

কলকাতা পৌরসভায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক ৷ মঙ্গলবার মেলা সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে ৷ পদক্ষেপের কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim on Ganga Sagar Mela 2022) ৷

author img

By

Published : Jan 4, 2022, 11:02 PM IST

Firhad Hakim in KMC
গঙ্গাসাগরে জনসমাগম প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য

কলকাতা, 4 জানুয়ারি : কলকাতা পৌরনিগমে গঙ্গাসাগর মেলার প্রস্ততি বৈঠক সারলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim conducts Ganga Sagar Mela preparation meeting) ৷ কোভিড পরিস্থিতিতে মেলায় জনসমাগম প্রসঙ্গে এদিন তিনি বলেন, "আমাদের গণতান্ত্রিক দেশ । লাঠি দিয়ে ভিড় সামলানো সম্ভব নয় । আমাদের কাজ সচেতন করা । আমরা মাইকিং করব । লাগাতার মাস্ক বিলি করব ।"

রাজ্যে বিদ্যুৎগতিতে করোনা বাড়ছে । পরিস্থিতি সামাল দিতে জারি হয়েছে একাধিক বিধি-নিষেধ ৷ তবে গঙ্গাসাগর মেলা নিয়ে এর মধ্যেই প্রস্তুতি বৈঠক সারল কলকাতা পৌরসভা । মঙ্গলবার কলকাতা পৌরসভার মেয়রের নেতৃত্বে এই বৈঠক হয় । গঙ্গাসাগর মেলা কমিটি, জনস্বাস্থ্য ও কারিগরি দফতর, পূর্ত দফতর-সহ একাধিক দফতরের আধিকারিকরা এই বৈঠকে হাজির ছিলেন । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন কলকাতা পুলিশের আধিকারিকরা-সহ বেশকিছু বিভাগীয় আধিকারিকরা ৷ ছিলেন সেনা আধিকারিকও ।

গঙ্গাসাগর মেলা নিয়ে যখন জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আদালতে, ঠিক সেইসময় মেলার প্রস্তুতি সেরে প্রশাসনের অবস্থান স্পষ্ট করলেন ফিরহাদ হাকিম । এদিন বৈঠক শেষে ফিরহাদ জানান, যাঁরা গঙ্গাসাগর মেলায় যাবেন তাঁদের জন্য প্রতিবারের মতো এবারও আউটরাম ঘাট চত্ত্বর প্রস্তুত করা হচ্ছে । সেখানে শিবির তৈরি করা হবে তাঁদের থাকার জন্য । কীভাবে গোটা চত্বর জীবাণুমুক্ত করা হবে, পুণ্যার্থীদের কোভিড পরীক্ষা করানো হবে, কেউ যদি কভিড পজিটিভ হয় তাহলে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে- এদিন বৈঠকে সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে । পাশাপাশি পুণ্যার্থীদের জন্য প্রচুর পরিমাণে বাস, স্টিমারের ব্যবস্থা থাকছে । করোনা পরীক্ষার সঙ্গে সঙ্গেই সেখানে একটি টিকাকরণ কেন্দ্র খোলার পরিকল্পনা আছে পৌর প্রশাসনের । কোভিড পজিটিভের সংস্পর্শে আসাদের যাতে আইসোলেশনে রাখা যায় সেই ব্যবস্থাও করা হবে । 7 তারিখের মধ্যে আউটরাম ঘাটের সমস্ত প্রস্তুতি পুরোপুরি শেষ করা হবে বলে জানালেন মেয়র ।

এদিন গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়ে কলকাতা পুরসভার তরফে একটি বই প্রকাশ করা হয় । সেই বই প্রকাশ করেন ফিরহাদ হাকিম । উপস্থিত ছিলেন দেবাশিস কুমার ।

আরও পড়ুন : Metro Time Change : সংক্রমণ রুখতে সপ্তাহান্তে মেট্রোর সময় কমানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ

কলকাতা, 4 জানুয়ারি : কলকাতা পৌরনিগমে গঙ্গাসাগর মেলার প্রস্ততি বৈঠক সারলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim conducts Ganga Sagar Mela preparation meeting) ৷ কোভিড পরিস্থিতিতে মেলায় জনসমাগম প্রসঙ্গে এদিন তিনি বলেন, "আমাদের গণতান্ত্রিক দেশ । লাঠি দিয়ে ভিড় সামলানো সম্ভব নয় । আমাদের কাজ সচেতন করা । আমরা মাইকিং করব । লাগাতার মাস্ক বিলি করব ।"

রাজ্যে বিদ্যুৎগতিতে করোনা বাড়ছে । পরিস্থিতি সামাল দিতে জারি হয়েছে একাধিক বিধি-নিষেধ ৷ তবে গঙ্গাসাগর মেলা নিয়ে এর মধ্যেই প্রস্তুতি বৈঠক সারল কলকাতা পৌরসভা । মঙ্গলবার কলকাতা পৌরসভার মেয়রের নেতৃত্বে এই বৈঠক হয় । গঙ্গাসাগর মেলা কমিটি, জনস্বাস্থ্য ও কারিগরি দফতর, পূর্ত দফতর-সহ একাধিক দফতরের আধিকারিকরা এই বৈঠকে হাজির ছিলেন । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন কলকাতা পুলিশের আধিকারিকরা-সহ বেশকিছু বিভাগীয় আধিকারিকরা ৷ ছিলেন সেনা আধিকারিকও ।

গঙ্গাসাগর মেলা নিয়ে যখন জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আদালতে, ঠিক সেইসময় মেলার প্রস্তুতি সেরে প্রশাসনের অবস্থান স্পষ্ট করলেন ফিরহাদ হাকিম । এদিন বৈঠক শেষে ফিরহাদ জানান, যাঁরা গঙ্গাসাগর মেলায় যাবেন তাঁদের জন্য প্রতিবারের মতো এবারও আউটরাম ঘাট চত্ত্বর প্রস্তুত করা হচ্ছে । সেখানে শিবির তৈরি করা হবে তাঁদের থাকার জন্য । কীভাবে গোটা চত্বর জীবাণুমুক্ত করা হবে, পুণ্যার্থীদের কোভিড পরীক্ষা করানো হবে, কেউ যদি কভিড পজিটিভ হয় তাহলে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে- এদিন বৈঠকে সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে । পাশাপাশি পুণ্যার্থীদের জন্য প্রচুর পরিমাণে বাস, স্টিমারের ব্যবস্থা থাকছে । করোনা পরীক্ষার সঙ্গে সঙ্গেই সেখানে একটি টিকাকরণ কেন্দ্র খোলার পরিকল্পনা আছে পৌর প্রশাসনের । কোভিড পজিটিভের সংস্পর্শে আসাদের যাতে আইসোলেশনে রাখা যায় সেই ব্যবস্থাও করা হবে । 7 তারিখের মধ্যে আউটরাম ঘাটের সমস্ত প্রস্তুতি পুরোপুরি শেষ করা হবে বলে জানালেন মেয়র ।

এদিন গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়ে কলকাতা পুরসভার তরফে একটি বই প্রকাশ করা হয় । সেই বই প্রকাশ করেন ফিরহাদ হাকিম । উপস্থিত ছিলেন দেবাশিস কুমার ।

আরও পড়ুন : Metro Time Change : সংক্রমণ রুখতে সপ্তাহান্তে মেট্রোর সময় কমানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.