কলকাতা, ২৫ মে : কোরোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব মেনে বাড়িতেই ইদের নমাজ় পড়লেন রাজ্যের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম । নমাজ শেষ করে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন তিনি ।
নমাজ় পড়ার পর ফিরহাদ হাকিম বলেন, "কোরোনা মুক্ত পৃথিবীর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন । এছাড়াও সম্প্রতি আমফান ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত সাধারণ মানুষের জন্য দোয়া করেছেন ।"
আজ খুশির ইদে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর চেতলার বাড়িতে উৎসবের মেজাজ । সকলের জন্যই লাচ্ছা, শেমাই সহ রয়েছে বহু রকমের মিষ্টিমুখের ব্যবস্থা । আজকের দিনে কোনও অতিথি মিষ্টিমুখ না করে ফিরছেন না ফিরহাদ হাকিমের বাড়ি থেকে।
তবে উৎসবমুখর ছুটির দিন থাকলেও আজ ঘরে বন্দা থাকবেন না রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের প্রশাসক । ঝড়ের কারণে বিপর্যস্ত শহরবাসীকে পরিষেবা দিতে পৌরনিগমে যাবেন তিনি । যার জন্য সকালেই পড়ে নিয়েছেন ইদের নমাজ়। ফিরহাদ হাকিম বলেন, "পৃথিবী থেকে যাতে কোরোনা চলে যায় এবং ঝড় বিধ্বস্ত মানুষ যাতে ভালো থাকেন, এই প্রার্থনা করছেন সবাই ৷ আমার বিশ্বাস যত মসজিদ রয়েছে সব জায়গায় এই প্রার্থনা হয়েছে।"
তিনি আরও বলেন, "কোরোনায় শহর কলকাতা বিদ্ধস্ত হওয়ার পর পরিষেবা ফের স্বাভাবিক করতে পৌরকর্মীরা সারারাত জেগে গাছ কাটার কাজ করছেন। এই ইনস্টিটিউশনের হেড হিসেবে আজকের দিনে বাড়িতে পরিবারের সঙ্গে কাটানো আমার কাছে পাপ মনে হচ্ছে।"