ETV Bharat / city

শহর বানভাসি, নাম না করে প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দুকে তোপ ফিরহাদের - water logging problem in kolkata

শুভেন্দুকে তোপ দেগে ফিরহাদ বলেন, “কলকাতা পৌরনিগমের তরফে সেচ দফতরকে গত তিন বছর ধরে শহর সংলগ্ন খালগুলোর একটা তালিকা তৈরি করে সংস্কারের জন্য বলেছিলাম । মন্ত্রীমশাই দু-একটি জায়গায় লোক পাঠিয়ে পরিদর্শন করান । কিন্তু সংস্কার হয়নি । "

firhad-hakim-attack-suvendu-adhikari-on-water-logging-problem-in-kolkata
firhad-hakim-attack-suvendu-adhikari-on-water-logging-problem-in-kolkata
author img

By

Published : Jun 19, 2021, 6:58 PM IST

Updated : Jun 19, 2021, 7:56 PM IST

কলকাতা, 19 জুন : একটানা বৃষ্টিতে বানভাসি কলকাতা ৷ এই ঘটনায় নাম না করে প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দায়ী করলেন কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) । বললেন, আগের সেচমন্ত্রীকে বহুবার বিষয়টি জানানো হলেও কাজ হয়নি ।

শুভেন্দুকে তোপ দেগে ফিরহাদ বলেন, “কলকাতা পৌরনিগমের তরফে সেচ দফতরকে গত তিন বছর ধরে শহর সংলগ্ন খালগুলোর একটা তালিকা তৈরি করে সংস্কারের জন্য বলেছিলাম । মন্ত্রীমশাই দু‘-একটি জায়গায় লোক পাঠিয়ে পরিদর্শন করান । কিন্তু সংস্কার হয়নি । ড্রেজিংয়ের কোনও কাজই হয়নি । এবার আমাদের নিকাশি ব্যবস্থা তুলনামূলকভাবে ভাল জায়গায় রয়েছে । তার মধ্যেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিতে জল জমেছে ।”

শুনুন কী বললেন ফিরহাদ হাকিম

ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মুখ্যসচিব দায়িত্ব নিয়ে সেচ দফতরের খালগুলির সংস্কার ও নাব্যতা বৃদ্ধির কর্মসূচি হাতে নিয়েছেন । শনিবারই সেচ দফতরের সচিব প্রভাত মিশ্রর নেতৃত্বে একটি টিম শহরের খালগুলির পরিদর্শন করেন । এই টিমে ছিলেন পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার, মেট্রো রেল ও কলকাতা পোর্ট ট্রাস্টের আধিকারিকরা । এই টিম মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা দেবে সোমবার । বর্ষা থামলেই কলকাতার আটটি খালের সংস্কারের কাজ শুরু হবে ৷

এদিনও কলকাতা পৌরনিগমের টক টু কেএমসি-তে শহরের একাধিক নাগরিক ফোন করে জমা জলের অভিযোগ জানিয়েছেন । সেই কথা স্বীকার করে ফিরহাদ বলেন, "জল জমার সমস্যা তৈরি হয়েছে । বেহালার কিছু অঞ্চল, যাদবপুর, টালিগঞ্জের কিছু অংশে জল জমায় সমস্যা তৈরি হয়েছে । মেট্রো রেলের কাজের জন্য বহু জায়গায় জল জমার সমস্যা হয়েছে ।"

আরও পড়ুন: বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, নিকাশি কর্মীদের কাঠগড়ায় তুললেন পৌরপ্রশাসক

তবে ফিরহাদ হাকিমের তোপ, “তিন বছর ধরে বলার পরও কাজটা সেচমন্ত্রী করলেন না ! তিন বছর সেচমন্ত্রী কে ছিলেন খোঁজ নিন ।”

কলকাতা, 19 জুন : একটানা বৃষ্টিতে বানভাসি কলকাতা ৷ এই ঘটনায় নাম না করে প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দায়ী করলেন কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) । বললেন, আগের সেচমন্ত্রীকে বহুবার বিষয়টি জানানো হলেও কাজ হয়নি ।

শুভেন্দুকে তোপ দেগে ফিরহাদ বলেন, “কলকাতা পৌরনিগমের তরফে সেচ দফতরকে গত তিন বছর ধরে শহর সংলগ্ন খালগুলোর একটা তালিকা তৈরি করে সংস্কারের জন্য বলেছিলাম । মন্ত্রীমশাই দু‘-একটি জায়গায় লোক পাঠিয়ে পরিদর্শন করান । কিন্তু সংস্কার হয়নি । ড্রেজিংয়ের কোনও কাজই হয়নি । এবার আমাদের নিকাশি ব্যবস্থা তুলনামূলকভাবে ভাল জায়গায় রয়েছে । তার মধ্যেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিতে জল জমেছে ।”

শুনুন কী বললেন ফিরহাদ হাকিম

ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মুখ্যসচিব দায়িত্ব নিয়ে সেচ দফতরের খালগুলির সংস্কার ও নাব্যতা বৃদ্ধির কর্মসূচি হাতে নিয়েছেন । শনিবারই সেচ দফতরের সচিব প্রভাত মিশ্রর নেতৃত্বে একটি টিম শহরের খালগুলির পরিদর্শন করেন । এই টিমে ছিলেন পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার, মেট্রো রেল ও কলকাতা পোর্ট ট্রাস্টের আধিকারিকরা । এই টিম মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা দেবে সোমবার । বর্ষা থামলেই কলকাতার আটটি খালের সংস্কারের কাজ শুরু হবে ৷

এদিনও কলকাতা পৌরনিগমের টক টু কেএমসি-তে শহরের একাধিক নাগরিক ফোন করে জমা জলের অভিযোগ জানিয়েছেন । সেই কথা স্বীকার করে ফিরহাদ বলেন, "জল জমার সমস্যা তৈরি হয়েছে । বেহালার কিছু অঞ্চল, যাদবপুর, টালিগঞ্জের কিছু অংশে জল জমায় সমস্যা তৈরি হয়েছে । মেট্রো রেলের কাজের জন্য বহু জায়গায় জল জমার সমস্যা হয়েছে ।"

আরও পড়ুন: বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, নিকাশি কর্মীদের কাঠগড়ায় তুললেন পৌরপ্রশাসক

তবে ফিরহাদ হাকিমের তোপ, “তিন বছর ধরে বলার পরও কাজটা সেচমন্ত্রী করলেন না ! তিন বছর সেচমন্ত্রী কে ছিলেন খোঁজ নিন ।”

Last Updated : Jun 19, 2021, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.