ETV Bharat / city

ডেঙ্গিপ্রবণ এলাকাগুলির তালিকা তৈরি করতে পৌরনিগমগুলিকে নির্দেশ পৌরমন্ত্রীর - কলকাতায় কোরোনা ডেঙ্গি

কোরোনা সংক্রমণের মাঝেও বেড়ে চলেছে ডেঙ্গির প্রকোপ ৷ আর তার প্রকোপ কীভাবে কমানো যাবে তা নিয়ে বৈঠক করলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

dengue preventing meeting
পৌরনিগমের মুখ্য প্রশাসক
author img

By

Published : Sep 3, 2020, 8:25 AM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতির মাঝেই কলকাতায় বেড়েছে ডেঙ্গির প্রকোপ ৷ যা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পৌরনিগমের আধিকারিকদের ৷ এই পরিস্থিতিতে কলকাতা সহ অন্য পৌরনিগমগুলির সঙ্গে ডেঙ্গির প্রকোপ নিয়ে গতকাল বৈঠক করেন ফিরহাদ হাকিম ৷ আজ তিনি সেচ দপ্তরের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গেছে ৷ উত্তর 24 পরগনায় ডেঙ্গির সংক্রমণ সবথেকে বেশি বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ৷

গতকাল মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে, কলকাতা ও বিভিন্ন জেলাতে ডেঙ্গির প্রকোপ রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ৷ কোথাও জল জমলে তা দ্রুত পরিষ্কার করতে হবে ৷ এছাড়া আর কোথায় কোথায় জল জমতে পারে তা চিহ্নিত করতে হবে ৷

ফিরহাদ হাকিম বলেন, "কোথায় কোথায় জল জমার প্রবণতা রয়েছে তার তালিকা দ্রুত তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে সব পৌরনিগমকে ৷ এছাড়া ডেঙ্গির প্রবণতা রয়েছে যে সমস্ত এলাকায় তার তালিকা তৈরি করে দিতে হবে ৷ কলকাতার চারিদিকে বহু খাল রয়েছে ৷ সেই খালগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হবে ৷"

তিনি আরও বলেন, "কোরোনা আবহে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ আপাতত তালিকা ধরে আমাদের এই অভিযান চালানো হবে কলকাতা সহ অন্য জেলাগুলিতে ৷ যেসব জায়গায় জল জমার প্রবণতা রয়েছে সেসব জায়গায় গাপ্পি মাছ, লাইলনটিকা ছাড়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ শহরবাসীকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে ৷ বাড়ির চারপাশ পরিষ্কার রাখার কথা বলা হয়েছে ৷ সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে ডেঙ্গি প্রতিরোধ করা সম্ভব নয় ৷"

কলকাতা, 3 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতির মাঝেই কলকাতায় বেড়েছে ডেঙ্গির প্রকোপ ৷ যা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পৌরনিগমের আধিকারিকদের ৷ এই পরিস্থিতিতে কলকাতা সহ অন্য পৌরনিগমগুলির সঙ্গে ডেঙ্গির প্রকোপ নিয়ে গতকাল বৈঠক করেন ফিরহাদ হাকিম ৷ আজ তিনি সেচ দপ্তরের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গেছে ৷ উত্তর 24 পরগনায় ডেঙ্গির সংক্রমণ সবথেকে বেশি বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ৷

গতকাল মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে, কলকাতা ও বিভিন্ন জেলাতে ডেঙ্গির প্রকোপ রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ৷ কোথাও জল জমলে তা দ্রুত পরিষ্কার করতে হবে ৷ এছাড়া আর কোথায় কোথায় জল জমতে পারে তা চিহ্নিত করতে হবে ৷

ফিরহাদ হাকিম বলেন, "কোথায় কোথায় জল জমার প্রবণতা রয়েছে তার তালিকা দ্রুত তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে সব পৌরনিগমকে ৷ এছাড়া ডেঙ্গির প্রবণতা রয়েছে যে সমস্ত এলাকায় তার তালিকা তৈরি করে দিতে হবে ৷ কলকাতার চারিদিকে বহু খাল রয়েছে ৷ সেই খালগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হবে ৷"

তিনি আরও বলেন, "কোরোনা আবহে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ আপাতত তালিকা ধরে আমাদের এই অভিযান চালানো হবে কলকাতা সহ অন্য জেলাগুলিতে ৷ যেসব জায়গায় জল জমার প্রবণতা রয়েছে সেসব জায়গায় গাপ্পি মাছ, লাইলনটিকা ছাড়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ শহরবাসীকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে ৷ বাড়ির চারপাশ পরিষ্কার রাখার কথা বলা হয়েছে ৷ সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে ডেঙ্গি প্রতিরোধ করা সম্ভব নয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.