ETV Bharat / city

Durga Puja 2022 বড় পুজোগুলির উপর এবার বাড়তি নজরদারি দমকলের - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আসন্ন দুর্গাপূজা (Durga Puja 2022) নিয়ে বুধবার প্রস্তুতি বৈঠক করে দমকল দফতর ৷ এবার নামি পুজো ও বড় মণ্ডপগুলি আগে ভাগেই দমকল কর্তারা (Fire Brigade officers) পরিদর্শন করবেন ।

Minister Sujit Bose
Minister Sujit Bose
author img

By

Published : Aug 24, 2022, 8:08 PM IST

কলকাতা, 24 অগস্ট: কলকাতা-সহ রাজ্যের জেলাগুলোতে বড় বড় পুজোগুলির (Big Budget Pujas) উপর এবার বাড়তি নজরদারি চালাবে দমকল দফতর (Fire Brigade) । বুধবার দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে আসন্ন পুজোর (Durga Puja 2022) প্রস্তুতি নিয়ে বৈঠক করেন মন্ত্রী সুজিত বসু (Minister Sujit Bose) । সেখানেই তিনি একথা জানান এদিন ।

এই বৈঠকে নেতৃত্ব দেন মন্ত্রী সুজিত বসু । ছিলেন সচিব মনোজ আগরওয়াল-সহ দমকল আধিকারিকরা । এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র (CM Mamata Banerjee) ঘোষণা মতোই পুজো কমিটিগুলির থেকে মণ্ডপের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনও টাকা নেওয়া হবে না। পাশাপাশি কমিটিগুলো যাতে বিদ্যুতের কাজ সঠিকভাবে করে সেসব বিষয় দমকলের কর্মী থেকে শুরু করে আধিকারিকরা দেখবেন । মণ্ডপের ছাট বা দাহ্য বস্তুর বিষয়গুলো নজরদারি চালাবেন তাঁরা ।

fire brigade increases vigilance on big Durga Pujas this year
আসন্ন দুর্গাপূজা নিয়ে বুধবার প্রস্তুতি বৈঠক করে দমকল দফতর

আরও পড়ুন: দুর্গাপুজোয় অনুদানের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হাইকোর্টে

এ বছর ইউনেস্কোর বিশেষ সম্মান পেয়েছে দুর্গাপুজো । তাই রাজ্য সরকার মনে করছে কলেবরে আরও বাড়বে পুজো । লোকসমাগমও বেশি হবে বলে আশা করা হচ্ছে । তাই বড় মণ্ডপগুলি আগে ভাগেই পরিদর্শন করবেন দমকল কর্তারা । প্রয়োজনে মন্ত্রী নিজেও পরিদর্শনে যেতে পারেন। পাশাপাশি গত বারের মতো শহর ও আশপাশের এলাকায় অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হবে । যেকোনও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে দমকল তৎপর থাকবে বলে মন্ত্রী জানান ।

কলকাতা, 24 অগস্ট: কলকাতা-সহ রাজ্যের জেলাগুলোতে বড় বড় পুজোগুলির (Big Budget Pujas) উপর এবার বাড়তি নজরদারি চালাবে দমকল দফতর (Fire Brigade) । বুধবার দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে আসন্ন পুজোর (Durga Puja 2022) প্রস্তুতি নিয়ে বৈঠক করেন মন্ত্রী সুজিত বসু (Minister Sujit Bose) । সেখানেই তিনি একথা জানান এদিন ।

এই বৈঠকে নেতৃত্ব দেন মন্ত্রী সুজিত বসু । ছিলেন সচিব মনোজ আগরওয়াল-সহ দমকল আধিকারিকরা । এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র (CM Mamata Banerjee) ঘোষণা মতোই পুজো কমিটিগুলির থেকে মণ্ডপের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনও টাকা নেওয়া হবে না। পাশাপাশি কমিটিগুলো যাতে বিদ্যুতের কাজ সঠিকভাবে করে সেসব বিষয় দমকলের কর্মী থেকে শুরু করে আধিকারিকরা দেখবেন । মণ্ডপের ছাট বা দাহ্য বস্তুর বিষয়গুলো নজরদারি চালাবেন তাঁরা ।

fire brigade increases vigilance on big Durga Pujas this year
আসন্ন দুর্গাপূজা নিয়ে বুধবার প্রস্তুতি বৈঠক করে দমকল দফতর

আরও পড়ুন: দুর্গাপুজোয় অনুদানের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হাইকোর্টে

এ বছর ইউনেস্কোর বিশেষ সম্মান পেয়েছে দুর্গাপুজো । তাই রাজ্য সরকার মনে করছে কলেবরে আরও বাড়বে পুজো । লোকসমাগমও বেশি হবে বলে আশা করা হচ্ছে । তাই বড় মণ্ডপগুলি আগে ভাগেই পরিদর্শন করবেন দমকল কর্তারা । প্রয়োজনে মন্ত্রী নিজেও পরিদর্শনে যেতে পারেন। পাশাপাশি গত বারের মতো শহর ও আশপাশের এলাকায় অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হবে । যেকোনও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে দমকল তৎপর থাকবে বলে মন্ত্রী জানান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.