কলকাতা, 5 এপ্রিল : অবশেষে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কৃষ্ণ রাওয়ের ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের সমস্ত আপিল মামলা গ্রহণ করল (fifth division bench of calcutta hc takes appeal case in ssc recruitment scam) ।
মঙ্গলবার সকালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও অলোক সরকার নামে দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিলেন সিবিআইকে । পাশাপাশি নির্দেশে বলা হয়, সিবিআই যদি মনে করে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে এঁদেরকে ৷ সেই নির্দেশ সামান্য সংশোধন করল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ ।
ডিভিশন বেঞ্চের নির্দেশে বলা হয়েছে, শান্তিপ্রসাদ ও অলোক সরকারকে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই ৷ তবে এখনই হেফাজতে নেওয়ার দরকার নেই । কিন্তু সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো দুই আধিকারিক যদি সিবিআই দফতরে হাজিরা না দেন, সেক্ষেত্রে সিবিআই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে এই দুই আধিকারিকের বিরুদ্ধে ।
উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam Case) সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যে আপিল করা হয়, তা গতকাল থেকে একের পর এক চারটি ডিভিশন বেঞ্চ ফিরিয়ে দিয়েছিল ৷ প্রতিটি বেঞ্চের বিচারপতিরাই ব্যাক্তিগত কারণ দেখিয়ে মামলা ফিরিয়ে দিয়েছিলেন ।
এদিন সকালে বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি থাকলেও তিনি মামলা শুনতে চাননি । ফলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি ফের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে পাঠান মামলাগুলো । ডিভিশন বেঞ্চ আগামী শুক্রবার সমস্ত আপিল মামলাগুলো শোনার চেষ্টা করবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে ।
আরও পড়ুন : SSC Group D Recruitment Case : আজ দুপুরেই সিবিআই দফতরে শান্তিপ্রসাদ সিনহাকে জেরার নির্দেশ হাইকোর্টের